কুর্নিশ,জানাই মানিক বাবু কে তার এই মহৎ কাজের জন্য। তার এই স্বপ্ন একদিন বাস্তবে রূপান্তরিত হবেই।

Описание к видео কুর্নিশ,জানাই মানিক বাবু কে তার এই মহৎ কাজের জন্য। তার এই স্বপ্ন একদিন বাস্তবে রূপান্তরিত হবেই।

বিরসামুণ্ডা হল্ট রেল স্টেশন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাছে অবস্থিত। এ'টি ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত একটি রেল স্টেশন, সারাদিনে একটিই ট্রেন থামে, কিন্তু কেউ ওঠেও না, আবার কেউ নামেও না। স্টেশন টি পরিষ্কার রাখেন মানিক দুলে নামের এক ভদ্রলোক, তার বিশ্বাস রেল স্টেশন টি তে একদিন না একদিন খুব ভিড় হবে, কিছু ট্রেনের স্টপেজ দেওয়া হবে। তবে বাস্তবে হবে কিনা এটা বলা মুশকিল। কিন্তু মানিক বাবুর পরিশ্রম কে স্যালুট করতেই হয়। জায়গা টি খুবই সুন্দর, তবে রাতে একদমই Unsafe, রাতে অনেকে অসামাজিক কর্ম মগ্ন থাকে, আসলে কেউ দেখার না থাকলে যা হয় আর কি। রেল স্টেশন টির নামকরণ তো দারুণ করা হয়েছে, কিন্তু শ্রীহীন অবস্থায় পড়ে আছে রেল স্টেশন টি, একমাত্র মানিক দুলে বাবু স্টেশন টি কে মন দিয়ে ভালোবাসেন। পেজের পক্ষ থেকে মানিক বাবুকে তার নিঃশুল্ক কর্মের জন্য কুর্ণিশ জানাই।

Комментарии

Информация по комментариям в разработке