সায়াটিকা রোগের চিকিৎসা । সায়াটিকা কি কারণে হয় ?

Описание к видео সায়াটিকা রোগের চিকিৎসা । সায়াটিকা কি কারণে হয় ?

সায়াটিকা রোগের চিকিৎসা । সায়াটিকা কি কারণে হয় ?

আপনার সায়াটিকা ব্যথা বা রোগ নিয়ে চিন্তিত? আমাদের ভিডিওতে সায়াটিকা রোগের চিকিৎসা, সায়াটিকার ব্যথা কমানোর উপায় এবং গুরুত্বপূর্ণ ব্যায়াম সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়েছে। সায়াটিকা রোগ কেন হয়, এর হোমিও চিকিৎসা, এবং সায়াটিকার জন্য সবচেয়ে কার্যকর ঔষধগুলো সম্পর্কে জানতে পারবেন। যদি আপনি সায়াটিকা সারানোর উপায় বা সায়াটিকা রোগের ডাক্তারের পরামর্শ চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সায়াটিকা নার্ভ সংক্রান্ত সমস্যা এবং এর সাথে সম্পর্কিত আরও তথ্য পেতে আমাদের ভিডিওটি দেখে নিন। সায়াটিকা রোগ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে এবং সায়াটিকা ব্যথা থেকে মুক্তি পেতে আজই দেখুন।


ভিশন ফিজিওথেরাপি সেন্টার ২০১৩ সাল থেকে ঢাকায় উত্তরায় সেবা দান শুরু করে । ২০২২ সালে ঢাকা বনানীতে সেবা শুরু করে । বর্তমানে উত্তরা এবং বনানীতে অত্যাধুনিক চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে আছে ।

ভিশন ফিজিওথেরাপি সেন্টারে আপনি কেন আসবেন ?
বিভিন্ন ধরনের ব্যথা যেমন- কোমর ব্যথা , হাঁটু ব্যথা , ঘাড়ে ব্যথা এবং বাত ব্যথার জন্য রয়েছে আলাদা আলাদা স্পেশাল ইউনিট।
স্ট্রোক , জিবিএস , হেড ইনজুরি , পারকিনসন ডিজিজ সহ নিউরোলজিক্যাল সমস্যা গুলোর জন্য অত্যাধুনিক বিজ্ঞান সম্মত মেশিন এবং হাইলি এক্সপার্ট ফিজিওথেরাপিস্টের সমন্বয়ে স্পেশাল নিউরো রিহ্যাব ইউনিট রয়েছে । আপনি বাসায় বসে নিউরো রিহ্যাব ফিজিওথেরাপি সেবা নিতে পারবেন সহজেই । বাসায় নেওয়ার মত সব ধরনের পোর্টেবল মেশিন আমাদের হোম কেয়ার ইউনিটে রয়েছে ।

মহিলাদের জন্য স্পেশাল চিকিৎসা ব্যবস্থা রয়েছে বিশেষ করে মহিলাদের ঘন ঘন প্রস্রাব সমস্যা , প্রস্রাব ধরে রাখতে না পারা , সিজার পরবর্তী কোমর ব্যথার জন্য মহিলা এক্সপার্ট থেরাপিস্ট এবং অত্যাধুনিক ডিভাইস সমৃদ্ধ পেল্ভিক কেয়ার ইউনিট ।
এছাড়া পুরুষদের সমস্যা যেমন প্র-স্টেট সমস্যা , ই-রেক-টাইল ডিস-ফাংশন এবং দ্রুত বীর্য-পাত সমস্যার জন্য আমাদের রয়েছে অত্যাধুনিক ডিভাইস সমৃদ্ধ বিশেষায়িত পেলভিক কেয়ার ইউনিট ।
যেখানে আপনি পাবেন বিশ্বমানের চিকিৎসা পাওয়ার শতভাগ নিশ্চয়তা ।

আমদের চিকিৎসা পদ্ধতি সমূহ -
১। ম্যানুয়াল থেরাপি
২। থেরাপিউটিক এক্সারসাইজ
৩। শকওয়েভ থেরাপি
৪। ইলেক্ট্রো আকুপাংচার
৫। লেজার থেরাপি
৬। ক্রায়ো থেরাপি
৭। ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি
৮। পেল্ভিক চেয়ার স্টিমুলেশন
৯ । সব ধরনের ইলেট্রোথেরাপি

পরিচালনায়ঃ
ডাঃ সাইফুল ইসলাম ,পিটি
বিপিটি ( ঢাবি - সিআরপি ), এমপিটি (অর্থো )

ভিশন ফিজিওথেরাপি সেন্টার
বনানী শাখা
হাউজ ১১৯, (লিফটের ৪ ), রোড ১,চেয়ারম্যান বাড়ী, বনানী, ঢাকা ।
বনানী ক্লাবের পশ্চিম পাশে।
এপয়েনম্যান্ট :01784-733182

উত্তরা শাখা
হাউজ ৪২ ,
লেক ড্রাইভ রোড ,
সেক্টর ৭ , উত্তরা , ঢাকা ।
এপয়েনম্যান্ট:01784-733182

Комментарии

Информация по комментариям в разработке