রাজীব চন্দ্র শীলঃ
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের চেলাকান্দা গ্রামে গীতা স্কুল পরিচালনা পরিষদ ১নং সাচার ইউনিয়ন কমিটির উদ্যোগে ও কচুয়া উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় নতুন গীতা স্কুল উদ্বোধন করা হয়। আজ ২৮ই আগষ্ট রোজ শুক্রবার সকাল ১১ঘটিকার দিকে গীতা স্কুল পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাজীব চন্দ্র শীল এই গীতা স্কুলটি উদ্বোধন করেন।
গীতা স্কুল উদ্বোধনে গীতা স্কুল পরিচালনা পরিষদ কচুয়া শাখার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে ৮টি মটর সাইকেল ও ২টি সিএনজি যোগে সারথীরা অংশগ্রহণ করেন।
গীতা স্কুল পরিচালনা পরিষদ ১নং সাচার ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সমীর চন্দ্র সরকারের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে গীতা পাঠ করেন,গীতা স্কুল পরিচালনা পরিষদ কচুয়া শাখার সভাপতি অপু চক্রবর্তী।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাজীব চন্দ্র শীল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গীতা স্কুল পরিচালনা পরিষদ চাঁদপুর জেলার সদস্য সচিব শিশির সরকার,শাহরাস্তি শাখার সভাপতি কার্তিক পাল,সাধারণ সম্পাদক দেবাশীষ ঘোষ,কচুয়া উপজেলার ১নং ইউনিয়ন কমিটির সভাপতি রাজীব চন্দ্র সরকার,হাজীগঞ্জ শাখার সারথী অন্তর দেব,৯নং ইউনিয়ন কমিটির আহ্বায়ক পলাশ সরকার,একনিষ্ঠ সারথী অর্পন সরকার,কচুয়া পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক সুমন আাচার্য্য,১০নং ইউনিয়ন কমিটির আহ্বায়ক সজীব কর্মকার,যুগ্ম আহ্বায়ক শুভঙ্কর কর্মকার,৩নং বিতারার একনিষ্ঠ সারথী অমিত সরকার,১নং সাচার ইউনিয়ন কমিটির উপদেষ্টা গৌরাঙ্গ চন্দ্র সরকার প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতা স্কুল পরিচালনা পরিষদ শাহরাস্তি শাখার সাংগঠনিক সম্পাদক সজীব দেবনাথ,কচুয়া পৌর কমিটির একনিষ্ঠ সারথী বিধান সরকার অপূর্ব,সজীব সরকার,ঝুটন সরকার,৭নং ইউনিয়নের সারথী প্রিদিম রায়,পবিত্র সরকার,শুভ সরকার,হৃদয় রায়,সঞ্জয় সরকার,৯নং ইউনিয়নের সারথী শিপন সরকার,সুজন সূত্রধর,রতন সূত্রধর,মিলন সরকার,১০নং ইউনিয়নের সারথী দীপঙ্কর কর্মকার,হৃদয় কর্মকার,আকাশ কর্মকার,প্রহ্লাদ কর্মকার,চেলাকান্দা সার্বজনীন গীতা সংঘের সভাপতি গৌতম বৈদ্য,সহ-সভাপতি নান্টু ভৌমিক সহ গীতা স্কুল পরিচালনা পরিষদ কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের সারথী,গীতা স্কুলের ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে আগত অতিথি, অভিভাবক ও ছাত্র ছাত্রীদের মাঝে প্রাথমিক অবস্থায় ৭০টি গীতা বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন গীতা স্কুল পরিচালনা পরিষদের ১নং সাচার ইউনিয়ন কমিটির সভাপতি রাজীব চন্দ্র সরকার। অনুষ্ঠান শেষে গীতা স্কুল পরিচালনা পরিষদের সারথীরা সাচারের ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ,বলদেব ও শুভদ্রা মহারানীর বিগ্রহ দর্শন করেন।
Информация по комментариям в разработке