#ডাহুক

Описание к видео #ডাহুক

.
এটা গতানুগতিক কোনো কবিতা নয়।
এটা কবিতার ফেরিওয়ালা মুসাফিরের কৈশোরের স্মৃতিময় গীতি।
.
কবিতার ফেরিওয়ালা মুসাফির
কবিতার বই : নাম তার শহীদুল
কবিতার শিরোনাম : ‘ডা হু ক’
আবৃত্তি : মু সা ফি র
.
কবিতা-
‘ডা হু ক’
.
ডা হু ক রে!
কতোদিন শুনি না তোর ডাক
কেয়া ঝোপে খালের পারে
ফিরে তাকাই বারেবারে
মনের মাঝে স্মৃতির কালো দাগ
ডা হু ক রে!
কতোদিন শুনি না তোর ডাক . . .
.
সুর করে তুই ডাকিস পাখি
কোয়া কোয়া বলে
তোর সে ডাকে হৃদয় জুড়ে
স্মৃতির আগুন জ্বলে
স্বপনে তোর ডাক শুনে রোজ
হই যে হতবাক
ডা হু ক রে!
কতোদিন শুনি না তোর ডাক . . .
.
বোশেখ মাসে গাছের ডালে
বাঁধিসরে তুই বাসা
ডিম ফুটে যেই ছানা বেরোয়
মনে সুখের আশা
গাঁয়ের স্মৃতি এখন যেনো
মরা নদীর বাঁক
ডা হু ক রে!
কতোদিন শুনি না তোর ডাক . . .
.
কুচকুচে তোর কালো ছানা
সাঁতার কাটে বিলে
ডুব দিয়ে সে চুপ করে রয়
ছোঁ দিলে কাক চিলে
তোর ছানা পোনার সাহস দেখে
হই আমি অবাক
ডা হু ক রে!
কতোদিন শুনি না তোর ডাক . . .
.
তোর কথাটা মনে হলেই
আনমনা হই রোজ
তুইতো আমায় গেছিস ভুলে
রাখিস না আর খোঁজ
তোরে নিয়ে সুখের স্মৃতি
সে সব কথা থাক
ডা হু ক রে!
কতোদিন শুনি না তোর ডাক . . .
.

Комментарии

Информация по комментариям в разработке