mufti faizul karim got roasted। মুফতী সাহেবের এক মুখে দুই কথা

Описание к видео mufti faizul karim got roasted। মুফতী সাহেবের এক মুখে দুই কথা

বাংলায় ‘দ্বিমুখী নীতি’ বলে যে কথাটি আছে, সেটার সার্থক প্রয়োগ ঘটিয়েছেন কথিত এই মুফতি সাহেব। আবরার হত্যাকাণ্ড নিয়ে তিনি যে কথাগুলো বললেন তা শুনে মনে হয় তিনি কতই না মানবতাবাদী! আইনের প্রতি কতই না শ্রদ্ধাশীল! অথচ ভিডিওতে আমরা এই ব্যক্তিকেই দেখতে পাচ্ছি তার মুরিদদেরকে হেযবুত তওহীদের সদস্যদের চামড়া তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছেন। তখন কোথায় ছিল মানবতা? কোথায় ছিল সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা? যারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবরারকে হত্যা করেছে, তাদের সাথে বেআইনী উস্কানিদাতা এই মুফতিদের তফাৎ কোথায়?

প্রচলিত ধান্দাবাজীর রাজনীতিতে ‘দ্বিমুখী নীতি’র অনেক উদাহরণ আমরা দেখতে পাই। রাজনীতিকরা সকালে এক কথা আর বিকেলে আরেক কথা বলেন। এখন দেখা যাচ্ছে এই ধান্দাবাজীতে মুফতিরাও পিছিয়ে নেই।

Комментарии

Информация по комментариям в разработке