গ্রামের হাট বাজারের চিত্র //village market in bangladesh//amar bangla।

Описание к видео গ্রামের হাট বাজারের চিত্র //village market in bangladesh//amar bangla।

প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন ।।। আশাকরি ভাল আছেন।আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি হাট নিয়ে। ।আমাদের দেশ কৃষি প্রধান দেশ। এদেশে শতকরা ৮০ ভাগ মানুষ গ্রামে বসবাস করে।এসব গ্রামের মানুষেরা কৃষি পণ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয়-বিক্রয়ের জন্য নির্দিষ্ট দিনে যে উন্মুক্ত স্থানে মিলিত হয় তাকে হাট বলে।। এখানে সপ্তাহের একদিন প্রতি শুক্রবারে হাট বসে। এটি কুষ্টিয়া জেলার ইবি থানার মধুপুর গ্রামে মধুপুর হাট নামে পরিচিত ।হাটবারে প্রাবন্ত হাট জমে মধুপুর বাজারে।মানুষের ব্যবহারে নিত্যপ্রয়োজনীয় জিনিসেন অধিকাংশই পাওয়া যায় এই হাটে। শুক্রবার এলেই দুরান্ত থেকে পন্য- দ্রব্য ,, ও গবাদি পশু পাখি ক্রয়- বিক্রয়ের জন্য বহু লোকের সমাগম ঘটে এই হাটে।।amar bangla।বাংলাদেশের গ্রামের হাট বাজারের চিত্র দেখুন।

Комментарии

Информация по комментариям в разработке