ঘুরে এলাম এশিয়ার সর্ববৃহৎ সুপার মার্কেট যমুনা ফিউচার পার্ক থেকে | Januna Future Park Shopping Mall

Описание к видео ঘুরে এলাম এশিয়ার সর্ববৃহৎ সুপার মার্কেট যমুনা ফিউচার পার্ক থেকে | Januna Future Park Shopping Mall

আসসালামু আলাইকুম
বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য যমুনা ফিউচার পার্ক এর ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি।
যমুনা ফিউচার পার্ক দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের রাজধানী ঢাকার সবচেয়ে বৃহৎ শপিংমল। ৪,১০০,০০০ বর্গফুট আয়তনের এই শপিংমলে রয়েছে মোবাইল মার্কেট, দেশি-বিদেশি বিভিন্ন প্রোডাক্টের দোকান, ফুড কোর্ট, এমিউজমেন্ট পার্কসহ আরো অনেক কিছু। ২০১৩ সালে শপিংমলটি সর্ব ধারনের জন্য খুলে দেওয়া হয়। সারাদেশের মানুষ এখানে শপিং-এর পাশাপাশি ঘুরে দেখতেও আসে। যমুনা ফিউচার পার্ক বুধবার বন্ধ থাকে এছাড়া সপ্তাহে ৬ দিনই সকাল ‘১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে।
ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের মূল্যবান পরামর্শ অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।

Комментарии

Информация по комментариям в разработке