আড়িয়া ইউনিয়নে চলছে মতবিরোধ, চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা জানিয়েছে আট ইউপি সদস্য, দুর্নীতিবাজদের দুর্নীতি করতে না দেওয়ায় দুর্নীতির অভিযোগ করেছে, বলছে বাকি সদস্যরা।
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান ও আট ইউপি সদস্যদের মধ্যে চলছে মতবিরোধ ও পাল্টাপাল্টি অভিযোগ, এ নিয়ে ইউনিয়ন ব্যাপি চলছে আলোচনা সমালোচনা। সরেজমিনে ২৩জুলাই উক্ত ইউনিয়নে গিয়ে এলাকাবাসী ও বিবাদনমান দুই পক্ষের নিকট থেকে এসব বিষয় জানা জায়।এবিষয়ে উক্ত পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য সাদ আহমেদ আদর অনাস্থা জানানো সব সদস্যদের উপস্থিতিতে বলেন, ১৪নং আড়িয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন গত ২৮/১১/২০২১ তারিখের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়ে গত ১০/০১/২০২২ তারিখে ক্ষমতা গ্রহণ করেন। চেয়ারম্যান হেলাল উদ্দিন ক্ষমতা গ্রহণের পর হইতে পরিষদে বিভিন্ন দূর্নিতী ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে পরিষদ পরিচালনা করিয়া আসিতেছেন। হেলাল উদ্দিন পরিষদের দায়িত্বভার গ্রহনের পর দীর্ঘ ০৭ মাস অতিবাহিত হইলেও অদ্যবধি কোন প্যানেল চেয়ারম্যান নির্বাচন করেন নাই। তিনি দূর্নিতী ও স্বেচ্ছাচারিতা করিবার লক্ষে উক্ত ইউনিয়ন পরিষদের কোন নির্বাচিত সদস্যদের সহিত কোন আলাপ আলোচনা না করিয়া একক ভাবে বিভিন্ন সিধান্ত গ্রহণ করিয়া থাকেন। তিনি পরিষদের ক্ষমতা গ্রহণের পূর্বেই কা, বি, খা এর প্রকল্প হইতে তালবাড়িয়া বিলের ধারের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোড় হইতে গোরস্থান অভিমুখে মাটির রাস্তা নির্মান দেখিয়ে তিনি উক্ত রাস্তায় কোন মাটি উত্তোলন না করিয়া ৮নং ওয়ার্ডের মেম্বর কামরুল ইসলামের সহযোগিতায় বিল ১,১০,০৭৪ /= (এক লক্ষ দশ হাজার চুয়াত্তর) টাকার উত্তোলন করিয়া টাকা আত্মসাৎ করিয়াছেন এবং অতিদরিদ্রের কর্ম সংস্থান প্রকল্প হইতে লাল নগর অবিরুলের বাড়ী হইতে নজরুলের সেচ পাম্প অভিমুখে মাটির রাস্তা নির্মান দেখিয়ে তিনি উক্ত রাস্তায় নাম মাত্র মাটি উত্তোলন না করিয়া ৭নং ওয়ার্ডের মেম্বর মিজানুর সহযোগিতায় ৬,৬১,৬০০ /= (ছয় লক্ষ একষট্টি হাজার ছয়শত) টাকার বিল উত্তোলন করিয়া টাকা আত্মসাৎ করিয়াছেন। হেলাল উদ্দিন পরিষদের ক্ষমতা গ্রহণের পর তালবাড়ীয়া খালপাড়া লিয়াকত ঠাকুরের বাড়ির মেইন রাস্তা হইতে সাগর খালী নদী অভিমুখে মাটির রাস্তা নির্মান দেখান এবং ৯,৩৬,০০০/= (নয় লক্ষ ছত্রিশ হাজার) টাকার বিল উত্তোলন করিয়া টাকা আত্মসাৎ করিয়াছেন এছাড়াও কা, বি, খা এর প্রকল্প হইতে তালবাড়ীয়া ইছাপর বাড়ি অভিমুখে মাটির রাস্তা সংস্কার দেখাইয়া ২,৭০,০৮৯/= (দুই লক্ষ সত্তর হাজার ঊননব্বই) টাকার বিল উত্তোলন করিয়া টাকা আত্মসাৎ করিয়াছেন। চেয়ারম্যান হেলাল উদ্দিনের উক্ত দূর্নিতী ও স্বেচ্চারিতার বিরুদ্ধে আমি সহ ১নং ওয়ার্ডের মেম্বর আলেক উদ্দিন, ৩নং ওয়ার্ডের মেম্বর হামিদুল ইসলাম, ৪নং ওয়ার্ডের মোঃ উদ্দিন, ৫নং ওয়ার্ডের মেম্বর মহির উদ্দিন, ৬নং ওয়ার্ডের মেম্বর মাহিরুল ইসলাম, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর মোছা রিতা খাতুন, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর আয়েশা সিদ্দিকা গণ প্রতিবাদ করিলে তাহাদের কোন কথায় কর্নপাত না করায় এবং দূর্নিতী ও স্বেচ্ছাচারিতা হইতে বিরত না থাকায় হেলাল উদ্দিনের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করিতেছি।
অন্যদিকে উল্লেখিত কোনো কাজে দুর্নীতি বা অনিয়ম হয়নি দাবি করে ৮ নং ওয়ার্ড মেম্বার মোঃ কামরুল ইসলাম ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আসাদুল ইসলাম বলেন, দুর্নীতিবাজদের দুর্নীতি করতে না দেওয়ায় তারা আমাদের বিরুদ্ধে দুর্নীতির কথা বলছে, আপনারা নিজেরাই দেখুন এখানে কেমন কাজ হয়েছে।
অন্য দিকে উক্ত ইউনিয়নের বাসিন্দারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে,
চেয়ারম্যান হেলাল উদ্দিন এ প্রতিবেদককে বলেন, আমাকে জনগণ ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছে,আমি কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না,আমি দুর্নীতি করি না দুর্নীতিবাজদের প্রচ্ছয় দেব না।
Информация по комментариям в разработке