Sodium || KaaktaalRaw V03 Ch06

Описание к видео Sodium || KaaktaalRaw V03 Ch06

সোডিয়াম
রাস্তার পাশের সোডিয়াম বাতিগুলো অযত্নে অবহেলায় নিথর পড়ে আছে, অনেকগুলোর কাভার ভাঙ্গা। কয়েকটা মিট মিট করে জলছে। এই রাস্তা দিয়ে এখন মানুষ চলাচল করতে ভয় পায়। পরিনাম আরও বেশি অবহেলা। শুধু স্ট্রীট লাইট নয়, সব বাতির রং ই এখন হলুদ-রঙ্গিন থেকে কালো হয়ে গেছে। তবে সব নয়, খালি চোখে কিছু দেখা যায় – এবং তারাই নিয়মের মারপ্যাঁচে ‘অভাগা’ ঘোষিত হয়।

lyric:
পথ গভীর হয়ে যায়- রাতের মহিমায়
বাতিল অসহায় বাতি নিভে গেছে তাই
সোডিয়াম ল্যাম্পপোস্ট অবিরাম
আঁধার ঝরিয়ে গান গায়।

পাথর বাগান জুড়ে নেই গুণগান
তবে শ্বাপদ আপন তাকে ভাবে -ভাবে মন
তাই সন্তর্পণে দ্রুত পায়ে হেঁটে হেঁটে ভীতি
রীতি মেনে এড়িয়ে পালায়।

কি দোষ সোডিয়ামের?
অসন্তোষ এ নিয়মের-
জেনো অন্যের দোষে অসহায় দোষী হয়।

অতিশয় অসহায় নিরুপায় অনুনয়…
আমায় তুমি ক্ষমা করে দাও
আমায় তুমি দাফন করে দাও

নয়ত আবার এই বাতি জ্বেলে দাও।

কি দোষ সোডিয়ামের?
অসন্তোষ এ নিয়মের-
জেনো অন্যের দোষে অসহায় দোষী হয়।
কি দোষ সোডিয়ামের?
আপোষ এ নিয়মের-
জেনো অন্তর আঁধার আরও বেশি গাঢ় হয়। ।

lyric tune voice : Aia Lemonsky
#kaaktaal

Комментарии

Информация по комментариям в разработке