Bangla Grammar preparation | bcs | primary | ব্যাংলা ব্যাকরণ চাকরির প্রস্তুতি | ৫০টি mcq | part-21

Описание к видео Bangla Grammar preparation | bcs | primary | ব্যাংলা ব্যাকরণ চাকরির প্রস্তুতি | ৫০টি mcq | part-21

#bangla_grammar #ব্যাংলা_ব্যাকরণ #job_preparation
আমাদের ভিডিওগুলোতে দেখে আপনি উপকৃত হলো লাইক, কমেন্ট এবং চ্যালেলটি সাবস্কাইব করুন। পূর্ণাঙ্গ জব প্রিপারেশন জন্য আমাদের ভিডিওগুলো দেখুন। ভিডিওতে যদি কোন প্রশ্নোত্তর ভুল মনে হলে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন।
ধন্যবাদ
Bangla Grammar preparation . bcs, primary, ব্যাংলা ব্যাকরণ চাকরির প্রস্তুতি. ৫০টি mcq, part-21
সরকারি চাকরি পরীক্ষা প্রস্তুতি বাংলা ব্যাকরণ. job preparation , Bangla baykaran , ৫০টি mcq পর্ব -২১
1. চর্যাপদে কতটি প্রবাদ বাক্য পাওয়া যায়?
উত্তর : ৬টি
2. কোন ভাষারীতির কোন ধরাবাধা নিয়ম নেই?
উত্তর : আঞ্চলিক/উপভাষা
3. কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয়?
উত্তর : সংস্কৃত শব্দের বহুল ব্যবহার
4. বাংলা ভাষার সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি?
উত্তর : সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
5. নিচের কোনটি সাধু রীতির উদাহরণ?
উত্তর : মিনা তাহাকে দেখিয়াছে
6. চর্যাপদের রচনার উদ্দেশ্য--
উত্তর : ধর্মচর্চা
7. বাংলা ভাষায় সাধুরীতির আগমন যে ভাষা থেকে?
উত্তর : সংস্কৃত ভাষা
8. ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের রচনাকাল
উত্তর : ৬০০ - ১২০০ খ্রিস্টাব্দ
9. চর্যাপদের বেশির ভাগ পদ কত চরণে রচিত?
উত্তর : দশ
10. নিচের কোনটি চলিত রীতির শব্দ?
উত্তর : শুকনো
11. 'বৃক্ষমালা' যে কারণে অশুদ্ধ?
উত্তর : বচনজনিত
12. বৌদ্ধদের কোন সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন?
উত্তর : সহজযানী
13. কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?
উত্তর : সাধু ভাষায়
14. আঞ্চলিক ভাষার অপর নাম কি?
উত্তর : উপভাষা
15. 'অত্র অফিসের সবাই আজ উপস্থিত' বাক্যে 'অত্র' শব্দটি যে কারণে অশুদ্ধ—
উত্তর : শব্দ প্রয়োগজনিত
16. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
উত্তর : ক্রিয়া ও সর্বনাম
17. লেখ্য ভাষার রূপ দুটির নাম কি?
উত্তর : সাধু ও চলিত
18. বাংলা ভাষায় কতটি যতি চিহ্নের প্রচলন রয়েছে?
উত্তর : ১২টি
19. ‘একদা মরণ-সমুদ্রের বেলাভূমিতে দাঁড়াইয়া কোন এক আরবীয় সাধক বলিয়াছিলেন’ -- এ বাক্যাংশটি কোন রীতিতে লিখিত?
উত্তর : সাধু রীতি
20. ‘তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন, শুধুমাত্র মণিষী-বাক্যেই তো জীবম্মৃত যুবসমাজের কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নহে।’ চলিত রীতিতে লেখা বাক্যটিতে ভুলের সংখ্যা-
উত্তর : সাত
21. সর্বনাম ও ক্রিয়া ভাষার কোন রীতি পরিবর্তনশীল?
উত্তর : চলিত রীতি
22. বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?
উত্তর : চর্যাপদ
23. ‘চর্যাপদ’কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?
উত্তর : সহজিয়া বৌদ্ধ
24. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
উত্তর : পাল
25. চর্যাপদ আবিস্কৃত হয় কোন দেশ থেকে?
উত্তর : নেপাল
26. চলিত ভাষার রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
উত্তর : পরিবর্তনশীল
27. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
উত্তর : ১৯০৭ সালে
28. চর্যাগীতি আবিষ্কার করেন-
উত্তর : হরপ্রসাদ শাস্ত্রী
29. চর্যাপদ প্রথম প্রকাশিত কোথাই থেকে ?
উত্তর : বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
30. চর্যা শব্দের অর্থ কি?
উত্তর : আচরণ
31. ‘পার হইয়া’- এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তরিত করলে কি হবে?
উত্তর : পার হয়ে
32. ভাষা প্রকাশের মাধ্যম কয়টি?
উত্তর : ২টি
33. ‘উহা’ কোন রীতির শব্দ?
উত্তর : সাধু
34. ‘যে কথা একবার জমিয়ে বলা গিয়াছে, তাহার পর তার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না।’ --- চলতি ভাষায় এ বাক্যে ভুলের সংখ্যা কয়টি?
উত্তর : ৪
35. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি?
উত্তর : চর্যাপদ
36. চর্যাপদ হলো মূলত-
উত্তর : গানের সংকলন
37. বাংলা ভাষায় সবচেয়ে পুরোনো যে পুঁথির সন্ধান পাওয়া গেছে তার নাম কি?
উত্তর : চর্যাপদ
38. উপভাষা (Dialect) কোনটি?
উত্তর : অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা
39. বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?
উত্তর : ইন্দো-ইউরোপীয়
40. আর্য ভাষার কোন স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?
উত্তর : প্রাচীন ভারতীয় আর্যভাষা
41. ‘প্রাকৃত শব্দের অর্থ ----
উত্তর : স্বাভাবিক
42. ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরুপে ব্যবহৃত হয়?
উত্তর : সাধু রীতি
43. সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে বিদ্যামান?
উত্তর : লেখ্য
44. ‘সাধুভাষা’ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন-
উত্তর : রাজা রামমোহন রায়
45. বাংলা গদ্যের প্রথম যুগে কোন রীতির প্রচলন ছিল?
উত্তর : সাধু রীতি
46. চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয়-
উত্তর : প্রমিত ভাষা
47. কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য?
উত্তর : প্রমিত উচ্চারণ
48. কোন লেখক চলিত ভাষাকে মান ভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন?
উত্তর : প্রমথ চৌধুরী
49. বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী?
উত্তর : সাধু রীতি
50. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট?

Комментарии

Информация по комментариям в разработке