দেওবন্দের মুহাদ্দিস মেহফুজ কাসেমী,মাও সাদ সাহেবের বিরোধীতাকারীদের ষড়যন্ত্রকারী আখ্যায়িত করেন।

Описание к видео দেওবন্দের মুহাদ্দিস মেহফুজ কাসেমী,মাও সাদ সাহেবের বিরোধীতাকারীদের ষড়যন্ত্রকারী আখ্যায়িত করেন।

মুফতী মেহফুজ কাসেমী,দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস এবং ইফতা বিভাগের অন্যতম মুফতী।


তিনি মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের জবাব দিয়ে আসছেন। সম্প্রতি  তিনি মাওলানা সা'দ সাহেবের বিরুদ্ধে অভিযোগ খণ্ডন করেন। সেখানে বলা হয় যে- অভিযোগ উঠেছে মাওলানা সাদ সাহেব বলেছেন, প্রকাশ্যে গুনাহ করা নির্লজ্জতা নয়। তিনি এতে খুবই অবাক হন যে, কে বা কারা এভাবে আংশিক কথা শুনিয়ে উম্মতকে বিভ্রান্ত করছে? এ সময় তিনি মাওলানা সা'দ সাহেবকে 'হযরতজী' হিসাবে আখ্যায়িত করে বলেন, সম্পূর্ণ কথাটা ছিল, যে প্রকাশ্যে গুনাহ করেন সে বেহায়া নয়। সে তো পশু। বেহায়া তো ঐ ব্যক্তি যে আল্লাহ তায়ালাকে লজ্জা না করে গোপনে তাঁর সামনে গুনাহ করে। এরপর মুফতী মেহফুজ ব্যাখ্যা দিয়ে বলেন, পশুর সিফাত সে যার তাঁর সামনে যা খুশি তাই করে কোন বাছ বিচার নেই। পশু প্রকাশ্যে গুনাহ করতে পরোয়া করে না। বেহায়া তো ঐ ব্যক্তি যে গোপনে গুনাহ করে। কারণ সে আল্লাহ তায়ালাকে হায়া তথা লজ্জা করার জন্য উপযুক্ত মনে করে বলেই সবার থেকে গোপন হয়ে আল্লাহর সামনে গুনাহ করে। অথচ আল্লাহ তায়ালাই হায়া (লজ্জা) করার জন্য সবচেয়ে উপযুক্ত ছিলেন। তিনি মাওলানা সা'দ সাহেবকে আ'লা দরজার মুত্তাকী হিসাবে ঘোষণা করেন। এবং যারা এভাবে মাওলানা সা'দ সাহেবের বয়ানাত থেকে খণ্ডিত করে বিকৃত করে পরিবেশ গরম করার চেষ্টা করেছে, তাদের তিনি মাছির সাথে তুলনা করে বলেন, এদের কাজই হল গান্দেগী খুঁজে বের করা। এরা ভালো জিনিস থেকেও গান্দেগীই খুঁজে পায়।



তিনি খুব পরিষ্কার ভাবেই বলেছেন মাওলানা সা'দ সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তাঁর কোনটিই সঠিক নয়। বরং তাঁর প্রতিটি কথাই ১০০% সহীহ এবং দলিল ভিত্তিক। তেমনি দেওবন্দের ফতোয়াও ১০০% সহীহ। বরং এখানে যারা ফতোয়া চেয়েছে তারাই দুরভিসন্ধিমূলক ও ষড়যন্ত্রমূলক ভাবেই প্রশ্ন করেছে। এ সময় তিনি মাওলানা সা'দ সাহেবের তাকওয়ার উপরে উঠানোর প্রচেষ্টার প্রশংসা করে বলেন যে, তিনি তাকওয়ার ফেরিওয়ালা।


এছাড়াও তিনি বিভিন্ন বয়ানে মাওলানা সা'দ সাহেবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের জবাব দেন।

Комментарии

Информация по комментариям в разработке