রাতে ঘুমানোর আগে ৩টি সূরা পড়ুন। সকালে তার ফলাফল দেখুন । রাতে ঘুমানোর আগে আমল by Dini Amol

Описание к видео রাতে ঘুমানোর আগে ৩টি সূরা পড়ুন। সকালে তার ফলাফল দেখুন । রাতে ঘুমানোর আগে আমল by Dini Amol

রাতে ঘুমানোর আগে ৩টি সূরা পড়ুন। সকালে তার ফলাফল দেখুন । রাতে ঘুমানোর আগে আমল #Dini_Amol

ঘুমানোর আগে যে আমল করবেনঃ

আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ‘তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। (সুরা নাবা, আয়াত-০৯)

১। ৩ কুল’ পড়ে ফুঁ দেওয়াঃ

দুই হাতের তালু একত্রে মিলিয়ে সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পড়ে তাতে ফুঁ দেবে। তারপর দুই হাতের তালুর মাধ্যমে দেহের যতোটা অংশ সম্ভব মাসেহ করবে। মাসেহ শুরু করবে মাথা, মুখমণ্ডল ও দেহের সামনের দিক থেকে (এভাবে ৩ বার করবে)। (বুখারি হাদিস-৫০১৭)

২। আয়াতুল কুরসি পড়াঃ

প্রিয় নবী হযরত মুহম্মদ সা. বলেছেন, ‘যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে, শয়তান সারারাত তার কাছে আসবে না। (বুখারি, হাদিস-২৩১১)

৩। সুরা কাফিরুন পাঠ করাঃ

প্রিয় নবী হযরত মুহম্মদ সা. বলেছেন, রাতে সুরা কা-ফিরুন পাঠ করা শিরক থেকে মুক্তি পেতে উপকারী।’ (সহিহ তারগিব, হাদিস- ৬০২)

মহান আল্লাহ আমাদের প্রতিরাতে এই আমলগুলো করার তাওফিক দিন। আমিন।

Комментарии

Информация по комментариям в разработке