Short film//Asohay Baba//অসহায় বাবা//Sad Story//AG Maa Production.

Описание к видео Short film//Asohay Baba//অসহায় বাবা//Sad Story//AG Maa Production.

New Style Short films, Natak, Asohay Baba from Ag Maa Production.

. Short films, Natak Asohay Baba
Actors - 1) Tapash Ganguly, 2) Kalu
3) Satyabrata Ghosh.

Directed by-Tarun Kumar Biswas.
Ass Director-Bapi Sir.
Script & Camera-Tarun Kumar Biswas.
Language-Bengali, Bangala.
Category-Sad Story.
Label-AG Maa Production.
Cont No - +919732762930.

#natak #asohaybaba #shortfilm #agmaaproduction

আমাদের আরো নতুন নাটক Short films
"বাবা কেন অসত"
   • বাবা কেন অসৎ | BABA KENO ASATH | BANG...  

লিংকে ক্লিক করুন এবং সম্পূর্ণ ঘটনা দেখুন।
এক বাবার করুন কাহিনী ,
********************************
এক বাবার দুই পুত্রসন্তান কে নিয়ে সুখের সংসার ছিল। কিছু দিন পর স্ত্রী বিয়োগ হয়। দুই সন্তান কে নিয়ে সুখের সংসারে,,, বহুকষ্টে র মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছিল। বড় ছেলে বাবার কষ্ট দেখে নিজেও কাজ করতে লাগলো। মা হারা সন্তান দের বাবা এত ভালবাসতে লাগলো যে সন্তানরা যাহাতে মায়ের কমি বুঝতে না পারে।
বড় ছেলে বাহিরে কাজে থেকে সব টাকা/পয়সা বাবাকে দেয়, এবং মনের ইচ্ছা ছোট ভাই কে পড়িয়ে মানুষের মতো মানুষ করবে। কিন্তু ছোট ছেলের প্রতি বাবার অতিরিক্ত ভালবাসায়, স্কুল থেকে পালিয়ে এসে নেশাগ্রস্ত হয়ে পড়ে।
কাজ থেকে ফিরে প্রতি রাতে বাবার নিকট ভাইয়ের সঙ্গে কথা বলতে চাইলে,,, বাবা বাহানা করে কথা বলতে দিতনা,,, কারণ বাবা যানে নেশাগ্রস্ত ভাইকে দেখলে মনে আঘাত পাবে। কিন্তু বেশীদিন চল্লোনা।
একদিন সকালে কাজে যাওয়ার সময় ভাইয়ের সাথে কথা বলতে চায়, সকাল সাড়ে সাত টায়,, ডাকাডাকি করায় ছোট ভাই কাছে আসে এবং নেশাগ্রস্ত দেখে ভাই অবাক হয়ে যায়, বাবার প্রতি ঘৃনা তৈরি হয়। নেশাগ্রস্ত ছোট ভাই সম্পত্তির ভাগ চায় এবং একা থাকার সিদ্ধান্ত নেয়।
বড় ভাই নিজে অনুতপ্ত হয়। সে সব সম্পত্তি ছোটো ভাই কে দিতে বলে এবং নিজে শহরে কাজ করে তাই শহরে থাকার সিদ্ধান্ত নেয়। ছোট ভাই সব সম্পত্তি বেচে নেশায় মত্ত হয়ে,, বাবাকে ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায়। শেষে বাব দুই সন্তান থাকার সত্ত্বেও একা হয়ে যায়,,, অতিরিক্ত ভালবাসার পরিনাম,,,
এখন বাবা একা,,,, "অসহায় বাবা"
,,,,,, কাহিনীকার,,,,,
তরুণ কুমার বিশ্বাস
AG Maa Production. dt-30/11/2022 .

Комментарии

Информация по комментариям в разработке