আসলে কতটা নিরাপদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র? । রূপপুরে পারমাণবিক বিপর্যয়ের সম্ভাবনা কতটুকু?

Описание к видео আসলে কতটা নিরাপদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র? । রূপপুরে পারমাণবিক বিপর্যয়ের সম্ভাবনা কতটুকু?

আসলে কতটা নিরাপদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র? । রূপপুরে পারমাণবিক বিপর্যয়ের সম্ভাবনা কতটুকু?

এখন যে প্রকল্প যত বড় তার ঝুকি টাও তত বেশি হয় বলেই আমরা জানি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে প্রথম এবং প্রধান আশঙ্কা হলো পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি। এমনিতে পারমাণবিক প্রযুক্তি শতভাগ নিরাপদ প্রযুক্তি নয়, তার ওপর বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ ও পারমাণবিক প্রযুক্তিতে নিজস্ব সক্ষমতাহীন একটি দেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করার মানে হলো জনগণের ওপর ঝুঁকি চাপিয়ে দেওয়া?
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অনেকের মতে, এটি বাংলাদেশের সব থেকে বড় প্রকল্প। এই পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে এটিই হবে বাংলাদেশের ইাতহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প। যেখানে বিদ্যুৎ কেন্দ্র্টি নির্মানের বাজেট ধরা হয়েছে ১ লক্ষ ১৪ হাজার কোটি টাকা সেখানে পদ্মা সেতুর বাজেট ছিল মাত্র ৩০ হাজার কোটি টাকা।

সীতাকুণ্ড, চকবাজার এর ভয়াবহ অগ্নিকান্ড, এর মত দুর্ঘটনাগুলো বাংলাদেশে এখন দৈনন্দিন বিষয় হয়ে উঠেছে।, ফলে, সবার মনে প্রশ্ন জাগতে পারে যদি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিস্ফোরিত হয় তাহলে তা কতটা ভয়াবহ হতে পারে?

যদি এমনটাই হয় তাহলে ভাবুন তো একবার, এর রেডিয়েশন কত হবে? আর সীতাকুণ্ডে হাইড্রোজেন পার অক্সাইড বিস্ফোরণে যা প্রাণহানি ঘটেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম এর কারণে তার সংখ্যা দাঁড়াবে কয়েকগুণ বেশি, এবং এর তেজস্ক্রিয়তার প্রভাব বয়ে বেড়াবে প্রজন্মের পর প্রজন্ম।

যেমন ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ। রাশিয়া, বেলারুশ আর ইউক্রেনে তেজস্ক্রিয়তার বিকিরণ ছড়িয়ে পড়ার কারনে জীবন হারায় অনেক পশুপাখি সহ লক্ষ লক্ষ মানুষ। এখনো সেই এলাকা গুলো বসবাসের অনুপযুক্ত। বিকলাঙ্গ শিশুর জন্ম আর ক্যানসারে মৃত্যু এখনো সেখানে নিয়মিত ঘটনা এবং শুধু তাই নয়, কয়েক লাখ হেক্টর জমি আজও ফলনের জন্য অনুপযোগী।


রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু? আর যদি এমন হয় তাহলে তা কতটা ভয়াবহ হবে? এই ব্যয়বহুল প্রকল্প থেকে আমরা কতটা সুবিধা পেতে পারি? শুধু তাই নয়, এই ব্যয়বহুল প্রকল্পের ঋণ এর বোঝা আমাদের জন্য কতখানি বিপর্যয় ডেকে আনবে? এসব প্রশ্নের উত্তর খুজব আজকের ভিডিওতে।


রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, রুপপুর বিদ্যুৎ কেন্দ্র,পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রুপপুর পাওয়ার প্লান্ট, রুপপুর পাবনা, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, পাবনা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র,রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ব্যয়,পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিভাবে কাজ করে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, rooppur nuclear power plant,রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, npcbl,rooppur nuclear, bangladesh nuclear power plant,২০২৩ সালে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র,rooppur nuclear power plant update


#রুপপুরপারমানবিকবিদ্যুৎকেন্দ্র #রুপপুরবিদ্যুৎকেন্দ্র #পারমাণবিকবিদ্যুৎকেন্দ্র #পাওয়ারপ্লান্ট #রুপপুরপাবনা #NuclearPowerplant#RooppurNuclearPowerplant #RooppurNuclearPowerplantBangladesh

Комментарии

Информация по комментариям в разработке