Magestol syrup side effects | মেজেস্টল সিরাপ এর অপকারিতা

Описание к видео Magestol syrup side effects | মেজেস্টল সিরাপ এর অপকারিতা

মেজেস্টল সিরাপটি বাজারে নিয়ে এসেছে জিস্কা ফারমাসিউটিক্যাল লিঃ।সিরাপটি 100ml বোতলের হয়ে থাকে, যার প্রতি ১ মিলি ঔষধ এ রয়েছে মেজেস্ট্রল এসিটেট ইউএসপি 40 মিলিগ্রাম।

মেজেস্টল সিরাপটির জেনেরিক নাম, মানে এর মূল উপাদান হলো #মেজেস্ট্রলএসিটেট।
এটা একধরনের হাইড্রক্সিপ্রজেস্টেরন হরমোন যা একটি স্টেরয়েড জাতীয় ঔষধ ।

আর এটি ব্রেস্ট #ক্যান্সারেচিকিৎসায় নির্দেশিত তবে কিছুক্ষেত্রে এইডস রিলেটেড চিকিৎসায় কিংবা #কেমোথেরাপি রিলেটেড চিকিৎসায় চলতে থাকা ক্ষুধামন্দায় নির্দেশিত।

কারন এইডস রোগী বা কেমোথেরাপি যারা নেয় তাদের ওজন দিনদিন কমতে থাকে এবং তারা প্রচন্ড ক্ষুধা মন্দা সমস্যয় ভোগেন।

যেহেতু ঔষধটিতে আছে হাইড্রক্সি প্রজেস্টোরন যা একধরনের মেয়েলি হরমোন,তাই, এই ঔষধ ব্যবহারে ৪৫ বছরের কম বয়সী মেয়েদের মিন্স সার্কেল অনিয়মিত হয়ে যায়।
আর দীর্ঘদিন মাসিক না হওয়ায় জরায়ুতে Endometriosis, এলবুমিনুরিয়া, লিউকোরিয়ার মতো মারাত্মক রোগ হতে পারে।

সবচেয়ে বেশি ক্ষতি হয় ছেলেদের।তাদের সেক্সুয়াল আসক্তি কমে যায়।উত্থান হয়না।দ্রুত বীর্যপাত হয়ে যায়।এই ঔষধে মেয়েলি হরমোন থাকার কারণে,অনেক ছেলেদের মধ্যে মেয়েলি স্বভাব চলে আসতে পারে,কন্ঠ মেয়েদের মতোন হয়ে যেতে পারে,গাইনিকোমাস্টিয়া বা স্তন বড় হয়ে যেতে পারে,এমনকি পুরুষদের Impotent হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে।

যখন ঔষধ খাওয়া ছেড়ে দেওয়া হয় তখন ঠিক
পূর্বের ন্যায় আবারও আগের থেকে বেশি ক্ষুধামন্দা দেখা দেয়।যেটুকু স্বাস্থ্যবান হয়েছিল তার চেয়ে বেশি ওজন কমে যায়
পরে দেখা যায় শরীরের ভেতর জ্বর লেগেই থাকে,এছাড়া রোগির কলিজা কাপা মানে ট্রাকিকারডিয়া অভিযোগ সব থেকে বেশি শোনা যায়।

এই ঔষধ বাজারে #এপেটিজ নামে এরিষ্টো ফার্মা,মেজেস্ট নামে বিকন ফার্মার,#মেস্ট্রল নামে ড্রাগ ইন্টারন্যাশনাল, এবং #মেজোক্সিয়া নামে এভারেস্ট ফার্মার পাওয়া যায়।এই সব ঔষধের কার্যকারিতা একই।

Information sources :https://www.webmd.com/drugs/2/drug-89...

মেজেস্টল এর কাজ কি
মেজেস্টল সিরাপ দাম কত
মেজেস্টল সিরাপ এর উপকারিতা
মেজেস্টল সিরাপ এর অপকারিতা
মেজেস্টল সিরাপ খাওয়ার নিয়ম
magestrol syrup side effects

Комментарии

Информация по комментариям в разработке