BCS Preliminary Bangla | কোন বইটি সবচেয়ে ভালো | সেরা বই কোনটি

Описание к видео BCS Preliminary Bangla | কোন বইটি সবচেয়ে ভালো | সেরা বই কোনটি

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য কোন বিষয়ে কোন বই কিনবেন: (বিসিএস প্রিলি বুকলিস্ট) শুরু থেকেই প্রিলি ও লিখিত সিলেবাস সমন্বয় করে প্রস্তুতির সেরা একটা বুক লিস্ট।
___________________________
#বিসিএস_প্রিলিমিনারি_বুকলিস্ট
রচনায় : হেল্পলাইন রিসার্চ গ্রুপ (BHRG)
প্রকাশনা: খোশরোজ লিমিটেড, বাংলাবাজার, ঢাকা।
_______________________________________
অর্ডার করতে আজই ইনবক্স করুন।
ফোন : 01324711333 || 01324711304


#বাংলা_ভাষা_ও_সাহিত্য:
BCS PRELIMINARY BANGLA LANGUAGE & LITERATURE
____________________________________
বাংলা সাহিত্য(২০) এবং ভাষা(১৫) মিলে বিসিএস প্রিলিতে ৩৫ এবং বিসিএস লিখিত পরীক্ষায় ২০০ নম্বরের প্রস্তুতি। প্রথমেই বলে রাখি এখন ট্রেডিশনাল ওয়েতে আগে শুধু এমসিকিউ তারপর লিখত নিয়ে ভাবনা এই পন্থায় সাফল্য কঠিন শুধু নয় অনেকের জন্য দুষ্কর হয়ে পড়বে। এখন শুরু থেকেই প্রিলি +লিখিত মিলিয়ে প্রস্তুতি নিতে হবে। এর জন্য আলাদা লিখিত ও প্রিলি বই কিনে দুটি সিলেবাাের মধ্যে সমন্বয় করে পড়াটা একজন নতুন প্রার্থী হিসাবে কঠিন না হলেও যথেষ্ট সময়ক্ষেপণের বিষয় রয়েছে। এই পরিস্থিতিতে বিসিএস হেল্পলাইনের দারুন এক প্রয়াস হলো বাংলার জন্য দুটি বই।
বাংলা সাহিত্য ও ব্যাকরণের জন্য একটি টেক্সট বই এবং টেক্সট বইয়ের অধ্যায় অনুক্সমে এমসিকিউ প্র্যাক্টিস বুক।

BCS Preliminary Bangla Text Study
বাংলা সাহিত্য ও ব্যাকরণ ______________
➤ বিসিএস সিলেবাসের আলোকে বাংলা টেক্সট বই। যাতে প্রতিটি অধ্যায়ে প্রিলির পাশাপাশি লিখিত বিগত প্রশ্ন ও নমুনা প্রশ্ন সংযোগ করা হয়েছে।
➤ বাংলা সাহিত্যের চুম্বক অংশকে সহজে শেখার উপযোগী করে উপস্থাপন।
➤ লেখক পরিচিত পর্বে সকল লেখকের ছবি সহ গুরুত্বপূর্ণ সৃষ্টিকর্ম গুলো বোল্ড করা হয়েছে।
➤ লিখিত পরীক্ষার প্রশ্ন সংযুক্ত করা হয়েছে যেনো প্রিলি লিখিত মিলিয়ে প্রস্তুতি নেওয়া যায়।
➤ ব্যাকরণাংশে প্রতিটি অধ্যায়ের সবগুলো টপিক নিজে নিজে আয়ত্ত করার সুবিধার্থে কৌশল উপস্থাপন।
➤ সবকটি অধ্যায়কে সংক্ষিপ্ত অথচ পরিপূর্ণ নির্ভুল তথ্যে উপস্থাপন।
➤ লিখিত ও প্রিলি একই সাথে ব্যাকরণ আয়ত্ত করার সুবিধার জন্য লিখিত পরীক্ষার বিগত প্রশ্নের সমাধান সংযুক্ত।

🅰️ Price (ডিসকাউন্টের জন্য হটলাইনে কল দিন)
🔖Text book= 220
🔖MCQ Practice Book = 245
_________________
BCS PRELIMINARY
বাংলা প্র্যাকটিস বুক (MCQ Study):
________________
➤বিসিএস এর সকল বিগত প্রশ্নগুলো সুস্পষ্ট ব্যাখ্যা সহ সমাধান।
➤অন্যান্য নিয়োগ পরীক্ষার বিগত ৩৪ বছরের প্রশ্ন সমাধান।
➤প্রতিটি অধ্যায়ে অনুশীলন ও মডেল টেস্ট সংযুক্ত।
➤প্রস্তুতির পূর্ণতা ও বাংলার টপিক ভিত্তিক রিভাইজ করার একমাত্র ও শ্রেষ্ঠ সহায়িকা।


Supporting books:
1. Helpline’s BCS Preliminary Bangla Text Study
Written by : M Arfat Chowdhury;
BCS Education Cadre

2. Helpline’s BCS Preliminary Bangla MCQ Study
Written by : Md. Golam Mostafa;
BCS Education cadre
Published by: Khushroz Limited

‪@BCSHelpline‬

Комментарии

Информация по комментариям в разработке