মৌমাছি ও মধু প্রসঙ্গে পবিত্র কোরআন ও বিজ্ঞানের ব্যাখ্যা
খাঁটি মধু সুন্দরবন থেকে প্রাকৃতিক উপায়ে আহরিত সর্বোৎকৃষ্ট বিশুদ্ধ মধু। প্রতিদিন সেবনে রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। মধু একটি খুব উপকারী খাদ্য, পন্য ও ঔষধ । জন্মের পর নানা দাদীরা মুখে দেয় নাই এমন লোক খুঁজে পাওয়া কঠিন। প্রাচীনকাল থেকে মানুষ প্রাকৃতিক খাদ্য হিসেবে, মিষ্টি হিসেবে, চিকিৎসা ও সৌন্দর্য চর্চা সহ নানাভাবে মধুর ব্যবহার করে আসছে। শরীরের সুস্থতায় মধুর উপকারিতা অনেক। শরীর সুস্থতায় মধুর উপকারিতা অনেক।
আপনার পালনকর্তা মৌমাছিকে আদেশ দিলেনঃ পাহাড়ে, গাছে, এবং উচুঁ চালে গৃহ তৈরী কর, এরপর সর্বপ্রকার ফল থেকে ভক্ষণ কর এবং আপন পালনকর্তার উন্মুক্ত পথ সমূহে চলমান হও। তার পেট থেকে ভক্ষণ কর । তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার। নিশ্চয় এতে চিন্তামীল সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে।
(সূরা আন-নাহল । আয়াতঃ ৬৮-৬৯)
প্রিয়নবী (সালালাহু আলাইহি ওয়াসালাম ) বলেন,“মধুতে আরোগ্য নিহিত আছে” ।
সহীহ্ বুখারিঃ ৫২৪৮
আয়েশা (রাঃ) বলেন, প্রিয়নবী (সঃ) এর কাছে মধু ও মিষ্টান্ন খুব প্রিয় ছিল।
সহীহ্ বুখারিঃ ৫২৫০
রাসুল (সঃ) বলেন, “ যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন সকালে মধু চেটে খাবে, তার বড় ধরনের কোনো রোগ হবে না”।
ইবনে মাজা: ৩৪৪১
হযরত মুহাম্মদ (সা:) বলেন: “ কুরআন হলো আত্নিক রোগের জন্য এবং মধু হলো দৈহিক রোগের জন্য।”
মধুর কার্যকারিতা
শর্করা ও ফ্রুকটোজ মস্তিস্কের সক্রিয়তা এবং তাপ ও শক্তির বৃদ্ধি করে।
ভিটামিন বি কমপ্লেক্স , ডায়ারিয়া, কোষ্ঠকাঠিন্য, দীর্ঘদিনের অনিদ্রা, যৌন দুর্বলতা বেশ উপকারী।
শ্বাসকষ্ট নিরাময়, দৃষ্টিশক্তি ও ত্বকের মসৃণতা বৃদ্ধি, মানসিক বিকাশ, দুর্বলতা দূর করে শরীরে জিংক ও ফসফরাসের পুষ্টি যোগায়।
শিশুদের ছয় মাস বয়স থেকে সেবনে দেহের বৃদ্ধি, মানসিক বিকাশ, দুর্বলতা দূর করে শরীরে জিংক ফসফরাসের পুষ্টি যোগায়।
মধু খাওার ফলে, খাবারের অরুচি, বমিভাব, বুকজ্বালা ও হজমের গোলমাল দূর করে।
“ইনহিবিন” জীবাণুনাশক উপাদান আছে যা পাকস্থলী পরিষ্কার করে, ফ্যাট কমায় ফলে ওজন কমে।
আ্যান্টি মাইক্রোবিয়াল ও ব্যাকটেরিয়ার কারণে প্রচন্ড ঠান্ডা , হাঁচি, কাঁশি, জ্বরজ্বর ভাব, গলাব্যাথা, টনসিল, নাক দিয়ে পানি পড়া, জিহ্বার ঘা, জয়েন্টের ব্যাথা, গ্যাষ্ট্রিক আলসার, শরীর ও কন্ঠনালীর ক্ষত রোধ করে।
কপার, আয়রণ ও ম্যাঙ্গানিজের উপস্থিতির কারণে হিমোগ্লোবিন গঠন করে ও আর বি সি , ডব্লিউবিসি, প্লাটিলেটের ব্যালেন্স করে।
এক কেজি মধুতে ৬.৫০ লিটার দুধ, ৭.৫০ কেজি পানির, ১.৬৫ কেজি গোশত, ৪০ টি কমলা, ৫০ টি ডিমের চেয়ে বেশি পুষ্টি ও ৩২৫০ ক্যালরি শক্তি সরবরাহ করে।
কপার, আয়রণ ও ম্যাঙ্গানিজের উপস্থিতির কারণে হিমোগ্লোবিন গঠন করে ও আর বি সি , ডব্লিউবিসি, প্লাটিলেটের ব্যালেন্স করে।
আসুন আজ থেকেই মধু খাওয়ার অভ্যাস গড়ে তুলি এবং অন্যকে উৎসাহিত করি।
The Benefits of #Honey in Holy Quran
Actually we are try to make some Islamic contain. And also we are try to publish That contain in some different language. such as Arabic, Bangle, Urdu, Indonesia etc. If Our work you find any mistake, Please tell us in comments. And thanks to being with us.
For More:
Facebook: / plzzthink
Website: https://plzzthink.blogspot.com
If you like our work, then please subscribe our youtube channel Please Think !
Информация по комментариям в разработке