কাঞ্চনজঙ্ঘার টানে 🇧🇩 Tetulia, Panchagarh। কিভাবে যাবেন? কোথায় থাকবেন?

Описание к видео কাঞ্চনজঙ্ঘার টানে 🇧🇩 Tetulia, Panchagarh। কিভাবে যাবেন? কোথায় থাকবেন?

কাঞ্চনজঙ্ঘার টানে 🇧🇩 Tetulia, Panchagarh। কিভাবে যাবেন? কোথায় থাকবেন?
ঢাকা থেকে পঞ্চগড়ের দুরত্ব ৪১২.৫ কিলোমিটার। বাস ও ট্রেন দুইভাবেই পৌছে যেতে পারবেন পঞ্চগড়। একদিনের জন্য যেতে চাইলে রাতের ট্রেন অথবা বাসে রওনা দিতে পারেন পঞ্চগড় এর উদ্দেশ্যে । ভোরে পৌঁছে গিয়ে সারাদিন পঞ্চগড় এবং তেতুলিয়া ঘুরে রাতেই ট্রেন অথবা বাসে করে ঢাকার উদ্দ্যেশ্যে রওয়ানা দিতে পারেন। বাস কিংবা ট্রেন এর টিকেট আগে থেকেই কিনে রাখা ভালো। পঞ্চগড় কিংবা তেতুলিয়াতে হোটেল ভাড়া নিয়ে থাকতে পারেন। পঞ্চগড় এর তুলনায় তেঁতুলিয়ার হোটেল ভাড়া বাড়তি সেক্ষেত্রে ভালো হবে তেতুলিয়া ডাকবাংলো তে থাকলে।

পঞ্চগড় এর দর্শনীয় স্থানগুলোর নামঃ মির্জাপুর শাহী জামে মসজিদ, ইমাম বাড়া, রকস্ মিউজিয়াম, মহারাজার দিঘী, গোলকধাম মন্দির, মিরগড়
পঞ্চগড় এর সকল দর্শনীয় স্থানগুলো ঘুরতে চাইলে অটো নিয়ে ঘুরতে পারেন।
অটো ড্রাইভারঃ তোফাজ্জল হোসেন। নাম্বারঃ ০১৭৬১০৬৮৫০২
আনুমানিক এক জনের খরচের হিসাব।
ঢাকা থেকে পঞ্চগড় ট্রেন ভাড়াঃ শোভন চেয়ার ৫৫০টাকা
পঞ্চগড় এবং তেতুলিয়া সব গুলো স্পট ঘুরে দেখার জন্য অটো ভাড়াঃ ৮০০ থেকে ১২০০ টাকা
পঞ্চগড় থেকে ঢাকা বাস ভাড়া (নন এসি)ঃ ৯৫০ টাকা
সকালের নাস্তা, দুপুর ও রাতের খাওয়া বাবদ খরচঃ ৪০০ টাকা
অতিরিক্ত( চা, পানি, হালকা নাস্তা )ঃ ১০০ টাকা
একজনের জন্য মোট খরচঃ ৩০০০টাকার মতো প্রায়।
দুই জন বা তাঁর অধিক হলে জন প্রতি খরচ আরো কম হবে। পঞ্চগড় থেকে তেতুলিয়া বাসে , যাওয়া আসা দুটোই ট্রেনে করলে ১৮০০ টাকা থেকে ২২০০ টাকার মধ্যে একদিনে পঞ্চগড় ভ্রমণ সম্ভব।


এমনিতেই পাহাড়ে বেড়াতে যাওয়ার কথা শুনলেই মন ছুটে যায় আমার, এর মধ্যে পত্রিকা, টেলিভিশন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম এ বছর ভালো আবহাওয়ার কারনে আগে ভাগেই তেতুলিয়া থেকে সকাল বিকাল দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কালবিলম্ব না করে দ্রুত সিদ্ধান্ত নিলাম তেতুলিয়া ছুটে যাওয়ার। এক দিনের টুর প্ল্যান করে ফেললাম। রাতে ট্রেনে করে পঞ্চগড়। সারাদিন পঞ্চগড়। তেতুলিয়া। বাংলাবান্ধা ঘুরে রাতের বাসে ঢাকা ফিরবো। যেভাবে ভাবা সেভাবেই কাজ। কাঞ্চনজঙ্ঘা দেখতে যারা তেতুলিয়া যাবেন অথবা এমনি ঘুরতে যারা পঞ্চগড় জেলায় যাবেন তাদের জন্য জানিয়ে দিবো কিভাবে যাবেন, কোথায় কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন এবং অবশ্যই কতো কম খরচে, সব সব জানিয়ে দিবো। সাথে থাকবে ছোট ছোট ভ্রমণ টিপস যা আপনার ভ্রমনকে আরো কমফোর্টেবল করবে এবং অযথা খরচ থেকে বাঁচবেন।
স্যার সিরিল রেডক্লিফ নির্দেশিত পঞ্চগড় জেলার সীমান্ত রেখা প্রচন্ড আকাঁবাকাঁ। এই জেলার তিনদিকেই রয়েছে পাশ্ববর্তী দেশ ভারত। ১৪০৪ দশমিক ৬৩ বর্গকিলোমিটার আয়তনের পঞ্চগড়ের জেলায় উপজেলার সংখ্যা ৫টি। দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে এখানে প্রকৃতি আর নির্মল বাতাসের সম্মিলন ঘটেছে ব্যতিক্রম রূপে। এছাড়াও কাঞ্চনজঙ্ঘার নৈসর্গিক সৌন্দর্যকে চায়ের চুমুকে দেখা যায় এ জেলা থেকেই।
বন্ধুরা আপনাদের জন্য এবার আমি পঞ্চগড় ভ্রমনের ডিটেইলসটা দিয়ে দিচ্ছি।
ট্রেন/বাস দুইভাবেই আসা যায়। আবারো বলছি অনেকেই জানেন না পঞ্চগড় স্টেশনের নাম বি সিরাজুল ইসলাম স্টেশন। না জানার দরুণ অনেক হয়রানি হতে হয়। ঢাকা থেকে তিনটা ট্রেন আসা-যাওয়া করে পঞ্চগড়ে। পঞ্চগড় এক্সপ্রেস- ঢাকা থেকে ছাড়ার টাইম রাত ১০.৪৫, পঞ্চগড় পৌছায় সকাল ৯ টার দিকে। দ্রুতযান এক্সপ্রেস- ঢাকা থেকে ছাড়ার টাইম রাত ৮:০০ টা , পঞ্চগড় পৌছায় সকাল ৬.১০ এর দিকে।একতা এক্সপ্রেস- ঢাকা থেকে ছাড়ার টাইম সকাল ১০.১০, পঞ্চগড় পৌছায় রাত ৯ টার দিকে। ট্রেনগুলোর কোনো অফ ডে নেই। অর্থাৎ সপ্তাহের সব দিন চলে। ভাড়াঃ শোভন চেয়ার-৫৫০ টাকা, স্নিগ্ধা-১০৫৩ টাকা, এসি বার্থ-১৮৯২ টাকা। ঢাকা থেকে পঞ্চগড়ে হানিফ, নাবিল, শ্যামলী সহ অনেক বাস চলে। ঢাকা থেকে সরাসরি তেতুলিয়ার বাস ও আছে। ভাড়া জনপ্রতি-৬৫০ থেকে ১৬০০ টাকা এসি ননএসি মিলিয়ে।
পঞ্চগড়তো এলেন এখান থেকে তেতুলিয়ার বাস ছাড়ে পঞ্চগড় বাস টার্মিনালের পাশে ধাক্কামারা মোড় থেকে। ভাড়া- জনপ্রতি ৫০ টাকা। তেতুলিয়া থেকে বাংলাবান্ধা আসা যাওয়ার অটো ভাড়া ১৫০ থেকে ২০০ টাকা।
আমার ভিডিওতে যেসব স্পট দেখালাম মোটামুটি এসবই পঞ্চগড়ের টুরিস্ট স্পট। এছাড়া আছে বার আউলিয়ার মাজার, সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান বদেশ্বরী মন্দির (সীতার ৫১ পীঠের এক পীঠ), মহারাজার দিঘী।
থাকার জন্য পঞ্চগড় ও তেতুলিয়ায় বেশ কিছু হোটেল। ভাড়া পড়বে ৫০০ থেকে ২০০০ টাকা এসি/নন এসি মিলিয়ে।
আমার হিসাবে ঢাকা থেকে ২৫০০-৩০০০ টাকায় বেশ ভালোভাবে ঘুরে আসা যাবে পঞ্চগড় তেতুলিয়া বাংলাবান্ধা। বাজেট ট্রাভেলার হলে আরো কম দিয়েও হবে।

শেষে একটা গুরুত্তপূর্ণ কথা। যারা কাঞ্চনজঙ্ঘা দেখতে এখানে আসতে চান তাঁরা আসার আগে ভালো করে ও্যেদার রিপোর্ট জেনে আসবেন। আমার পরামর্শ হলো অক্টোবর এর মাঝামাঝি থেকে নভেম্বরে আসবেন।

Hello Friends. Assalamualaikum. I am Shoma, A Bangladeshi blogger. In my blog I am sharing my daily lifestyle, outing, fooding and so on. Hope, content of my blog will always entertain u and ensure ur quality time spent with me. Take care & keep in touch through like, comment and share. please Channel subscribe করুন।

#bangladeshiBlog #কাঞ্চনজঙ্ঘা #Panchagarh

👉 Don’t forget to Subscribe, Follow, Share, Comment, like, and stay with us.
Also, follow me on my social media profiles:
Facebook link: https://www.facebook.com/profile.php?...
For Any Copyright Issue Please contact: [email protected]

Note: If you wish to share this video, please embed the link and share the original source. Please avoid methods of copying or duplicating the content, and help us support anti-piracy measures in every possible way. Thank you!

Комментарии

Информация по комментариям в разработке