হযরত মুহাম্মদ সাঃ এর দাড়ি মোবারক || গেরদা মসজিদ ফরিদপুর || Travel with Sonzu

Описание к видео হযরত মুহাম্মদ সাঃ এর দাড়ি মোবারক || গেরদা মসজিদ ফরিদপুর || Travel with Sonzu

ফরিদপুর সদর থানার গেরদা নামক গ্রামে একটি আরবি ভাষায় লেখা পাথরের ফলকটি (Gereda Flok) ( ১২ ইঞ্চি X ৩৬ ইঞ্চি) ১০১৩ হিজরি বা ১৬০৪ খ্রিস্টাব্দে লেখা। ফলকটি বর্তমানে নতুন নির্মিত মসজিদ (২২ মি X ১১ মি) এর পশ্চিম দেয়ালে লাগানো আছে।

কথিত আছে মসজিত শাহ্‌ আলী বাগদাদি নির্মিত মসজিদের ভগ্নাবশেষের উপর নির্মিত। এখনও পুরনো মসজিদটির অখণ্ড পাথরের তৈরি কলাম সহ অনেক নিদর্শন অক্ষত রয়েছে। মসজিটিতে অতি মূল্যবান কিছু নিদর্শন আছে যা বাংলাদেশ তথা পুরো মুসলিম জাহানের জন্য এক অমূল্য সম্পদ।

এখানে আছে- শাহ্‌ আলী বাগদাদি ব্যবহৃত একটি কাঠের থালা, একটি তারবান ও একটি জায়নামাজ, মাছের কাঁটা দিয়ে তৈরি তসবি। একটি কুরতা জামা যা শাহ্‌ মাদার(রঃ) ব্যবহার করতেন বলে বিশ্বাস করা হয়, একটি জুব্বা যা হযরত আব্দুল কাদের জিলানি (রঃ) ব্যাবহার করতেন, হযরত আলী (রঃ) এর গোঁফ মোবারক, হযরত হাসান(রঃ) ও হযরত হোসেন (রঃ) এর চুল মুবারক, ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর দাড়ি মোবারক।

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: আবদুর রহমান, সর্বশেষ আপডেট হয়েছে: এপ্রিল 7, 2018 _bangla.tourtoday.com

My Face Book_  / sha.alam.188  

Комментарии

Информация по комментариям в разработке