Only Israel can do this। সৈন্য অদৃশ্য করার প্রযুক্তি আবিষ্কার ইসরাইলের (ভিডিও)

Описание к видео Only Israel can do this। সৈন্য অদৃশ্য করার প্রযুক্তি আবিষ্কার ইসরাইলের (ভিডিও)

Only Israel can do this।সৈন্য অদৃশ্য করার প্রযুক্তি আবিষ্কার ইসরাইলের (ভিডিও)

সৈন্যদের অদৃশ্য করার নতুন প্রযুক্তি আবিষ্কার করেছে ইসরাইল।অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে ইসরাইল অনন্য। এবার ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আর দেশটির একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান 'পোলারিস সলিউশনস' যৌথভাবে নতুন নকশার ক্যামফ্লেজ নেট তৈরি করেছে, যা সৈন্যদের কার্যত অদৃশ্য করে ফেলবে বলে দাবি করা হচ্ছে।
এই ক্যামফ্লেজ নেটটির নাম কিট ৩০০ শিট। এই ক্যামোফ্ল্যাজ নেট মাইক্রো ফাইবার, ধাতু ও পলিমারের সমন্বয়ে গঠিত, 'থার্মাল ভিজ্যুয়াল ক্যামোফ্ল্যাজ' বা  'টিভিসি' নামে একটি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে।

এই উপাদান দিয়ে তৈরি করার ফলে শুধু মানুষের খালি চোখে নয়, থার্মাল ক্যামেরাগুলোতেও ধরা পড়বে না সেনারা।
এই ক্যামোফ্ল্যাজ নেট যদি কোনো সৈন্য শরীরে জড়িয়ে নেন, তাহলে তাকে পাথর ছাড়া কিছু মনে হবে না। দূর থেকে দূরবীণ নিয়ে লক্ষ্য করলেও ধরা পড়বে না সৈন্যের উপস্থিতি।এর জন্য ইমেজিং প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে। এমনকি নেটটিকে হাইপোথার্মিয়া কম্বল হিসেবেও ব্যবহার করা যাবে।

এই ক্যামফ্লেজ নেটটির ওজন মাত্র ৫০০ গ্রামের মতো। তাই নেটটিকে সহজেই গুটিয়ে নিয়ে ঝুঁকিপূর্ণ যুদ্ধাঞ্চলে বহন করতে পারবে সৈন্যরা।  তবে ওজনে হালকা এই নেটটি ২২৬ কেজিরও বেশি ওজন বহন করার মতো দৃঢ়।
ক্যামফ্লেজ নেটটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটার একপাশ জঙ্গলে এবং অন্যপাশ মরুভূমিতে ব্যবহার করা যাবে।
এ ব্যাপারে পোলারিস সলিউশন জানিয়েছে,  গত ৫০ বছরে ক্যামোফ্লেজ নেটের খুব বেশি পরিবর্তন ঘটেনি। তাই এই বিষয়টি নিয়ে কাজ  করতে চেয়েছিল তারা।তারা ক্যামোফ্ল্যাজ নেট তৈরির জন্য একেবারে নতুন ধরণের একটি উপাদান আনতে চেয়েছিল। আর সেই ভাবনা থেকেই 'টিভিসি'র উৎপত্তি।
---------------------------------------------------------------------------- আমার সাথে যোগাযোগ করার মাধ্যমঃ   / 100008408589.  .

https://suruzorg.wordpress.com/experi...

what's app numbers.. +971582249519 -------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------- ......... একটি অনুরোধঃ-......... আপনাদের দোয়া ভালোবাসা ও নেক নজর থাকলে ইনশাআল্লাহ্‌ বিডি কুরআন টিভি চ্যানেলটি পরিপূর্ণ হতে পারে, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের কে উৎসাহিত করুন।

Комментарии

Информация по комментариям в разработке