পৌষ মেলা ২০২৪। শান্তিনিকেতন। বোলপুর। আমার রাজ্যে আমার দেখা সর্ববৃহৎ মেলা।

Описание к видео পৌষ মেলা ২০২৪। শান্তিনিকেতন। বোলপুর। আমার রাজ্যে আমার দেখা সর্ববৃহৎ মেলা।

‪@bhonkatta03‬

#poushparbon
#poushmala
#bolpur
#shantiniketan
#rabindranathtagore
#indianculture
#travel


হাজার হাজার মানুষের সমাগমে আজ সেজে উঠেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি করা পূণ্যভূমি বীরভূম জেলার শান্তিনিকেতন।

সময়টা ছিল ১৮৪৩ সালের ২১ শে ডিসেম্বর, বাংলার ১২৫০ বঙ্গাব্দের ৭ই পৌষ।
দেবেন্দ্রনাথ ঠাকুর কুড়ি জন অনুগামী সহযোগে ঠাকুর রামচন্দ্র বিদ্যাবাগীশের থেকে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন। আর এই দিনটি ছিল শান্তিনিকেতনের পৌষ উৎসবের মূল ভিত্তি।
পরবর্তীকালে ১৮৯১ সালের ২১শে ডিসেম্বর বাংলার ১২৯৮ বঙ্গাব্দের ৭ই পৌষ শান্তিনিকেতনে প্রতিষ্ঠিত হয়েছিল ব্রাহ্ম মন্দির।
কমবেশি ১৩০ বছর পার করে আসা এই বিশালাকৃতি পৌষ মেলা ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণে শুরু হয়েছিল ১৮৯৪ সালে অর্থাৎ ১৩০২ বঙ্গাব্দের ৭ই পৌষ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির উদ্যোগে।
১৯৪৩ সালে দেবেন্দ্রনাথ ঠাকুরের দীক্ষা গ্রহণের শতবর্ষে মন্বন্তরের কারণে এবং ১৯৪৬ সালে সাম্প্রদায়িক অসহযোগিতার কারণে এই মেলা আয়োজন করা সম্ভব না হলেও প্রতি বছর ৭ই পৌষ থেকে তিন দিনব্যাপী চলতো এই মেলা কিন্তু বর্তমানে ২০১৭ সাল থেকে এই মেলার ব্যাপ্তি ছয় দিন।

বাংলা এবং বাঙালির আবেগ মাখা এই মেলায় বাংলার ইতিহাস, সংস্কৃতি ও শিল্পের মেলবন্ধনে মেতে উঠেছে গোটা রাজ্য থেকে দেশ-বিদেশ।

বাংলার লোক সঙ্গীতের পাশাপাশি ডোকরা শিল্প, হস্তশিল্প, বস্ত্রশিল্প বিছিয়ে রয়েছে সমগ্র মেলা প্রাঙ্গণ।

Комментарии

Информация по комментариям в разработке