Porer Jayga Porer Jomin | Abdul Latif | Timir Biswas | Amit Sur | Avirup Das | Music Video (2024)

Описание к видео Porer Jayga Porer Jomin | Abdul Latif | Timir Biswas | Amit Sur | Avirup Das | Music Video (2024)

#porerjaygaporerjomi #timirbiswas #bengalifolksongs
আবদুল লতিফ (১৯২৫-২০০৫) একজন খ্যাতনামা বাংলাদেশী গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী। উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হবার পর তিনি উচ্চ শিক্ষার্থে কলকাতায় যান। কংগ্রেস সাহিত্য সংঘে তিনি ১৬ বছর বয়স থেকে গান গাইতে শুরু করেন। ১৯৪৮ সালের জুলাই মাসে তিনি ঢাকায় আসেন এবং পরের মাসে রেডিও পাকিস্তানের নিয়মিত শিল্পী হিসেবে যোগ দেন। তিনি নিয়মিত বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে গান গাইতেন এবং ভাষা আন্দোলনে অণুপ্রেরণা যোগাতেন। ১৯৫২ সালে আব্দুল গাফফার চৌধুরীর লেখা আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটিতে তিনি সুরারোপ করেন। পরবর্তীকালে গানটিতে সুরারোপ করেছিলেন আলতাফ মাহমুদ। তিনি তার জীবনে অসংখ্য গানে সুরারোপ করেছেন এবং কন্ঠ দিয়েছেন। পরবর্তীকালে তিনি নিজেও ভাষা আন্দোলনের উপর অসংখ্য গান রচনা করেছেন, তন্মধ্যে ‘ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়’, ‘আমি দাম দিয়ে কিনেছি বাংলা’ ইত্যাদি সবিশেষ জনপ্রিয় । বাংলাদেশের সঙ্গীতে অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হিসাবে পরিচিত স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় তাঁকে।

*তথ্য - জলের গান

পরের জাগা পরের জমিন
কথা ও সুর - আবদুল লতিফ
মূল শিল্পী - আব্দুল আলীম
পরিবেশনায় - তিমির বিশ্বাস

সঙ্গীতায়োজন - অমিত শূর, অভিরূপ দাস ( বান্টি )
দোতারা - অমিত শূর
ডুবকি - অভিরূপ দাস ( বান্টি )

শব্দগ্রহণ - স্টুডিও ভায়োলিনা
শব্দগ্রাহক - তরুণ দাস
মিশ্রণ - সৌরভ বাবাই চক্রবর্তী

চিত্রগ্রহণ ও সম্পাদনা - তিমির বিশ্বাস
রঙ - দ্বৈপায়ন রায়
অভিনয়ে - দোতারা, তরুণ দাস, প্রেমাংশু দাস, অর্ক মজুমদার, অভিষেক ঘোষ

বিশেষ ধন্যবাদ - প্রেমাংশু দাস, তরুণ দাস, মনিকা দাস

Комментарии

Информация по комментариям в разработке