মেডিকেল ভর্তি পরীক্ষা-২০২৪ জানুয়ারির শেষ সপ্তাহে। Medical admission 2024 update news. MBBS 2023-24
The Daily Campus : https://thedailycampus.com/admission-...
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারি মাসে আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে। এজন্য দ্রুত সময়ের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি তৈরির কাজ শুরু করার তাগাদা দেওয়া হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত স্টেক হোল্ডারদের সভায় এসব আলোচনা হয়।
সভা সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আয়োজনের বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। আগামীকাল মঙ্গলবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞার দপ্তরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
এর আগে গত ১০ মার্চ ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার একদিন পরই ১২ মার্চ ফলাফল প্রকাশিত হয়। এতে ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। এর মধ্যে ছেলেরা পাস করেছে ২০ হাজার ৮১৩ জন, যা শতকরায় ৪২ দশমিক ৩১ শতাংশ ও মেয়েরা পাস করেছে ২৮ হাজার ৩৮১জন অর্থাৎ ৫৭ দশমিক ৬৯ শতাংশ। এর মেধ্যে ছেলেরা সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাবে এক হাজার ৯৫৭ জন অর্থাৎ ৪৫ শতাংশ। আর মেয়েরা সুযোগ পাবে দুই হাজার ৩৯৩ অর্থাৎ ৫৫ শতাংশ।
২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ১ এপ্রিল। এর চার দিন পর ৫ এপ্রিল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে পাস করে ৭৯ হাজার ৩৩৭ জন। পাসের হার ছিল ৫৫ দশমিক ১৩ শতাংশ।
MBBS,Admission,2023,2024,2023-24,medical admission 2023-24 update news,doctor,government,non,candidate,January,start,fee,college,exam,shikkha,odhidoptor,shastha,online,update,news,time,date,circular,new,apply,application,medical,university,seat,abedon,niom,rules,recruitment,pass,grade,GPA,result,SSC,HSC,BDS,education,qualification,instruction,regular,medicine,vorti,porikkha,end,real
Информация по комментариям в разработке