Hazarduari Murshidabad | নবাবী আমলের হাজারদুয়ারি | Murshidabad Hazarduari | Murshidabad Vlog | Ep-1
#hazarduari #murshidabad #hazarduarimurshidabad #murshidabadvlog #murshidabadtour #murshidabadtravelguide #travel_vlog #travel_commando #murshidabadtour #hajarduari #hazarduaripalace #hazarduaripalace #murshidabadhazarduari #hazarduarihistory
#hazarduarimurshidabad #নবাবীআমলেরহাজারদুয়ারি #murshidabadhazarduari #murshidabadvlog #ep1 #landsofnawabs
Murshidabad Travel Series:
মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস ep-1 : • Hazarduari Murshidabad | নবাবী আমলের ...
কাঠগোলা বাগানের গোপন সুরঙ্গ রহস্য Ep-2 • কাঠগোলা বাগানের গোপন সুরঙ্গ রহস্য। Ka...
হাজারদুয়ারী প্যালেস : হুমায়ুন জাহ-র শাসনকালে ১৮৩৭ সালে হাজারদুয়ারী প্যালেসের গোড়াপত্তন। নিজামত কিলা নামক পুরনো এক দুর্গের স্থানে এই প্যালেসটি তৈরি করা হয়। সমগ্র প্যালেসে ১০০০টি দরজা আছে (যার মধ্যে ১০০টি আসল)। বর্তমানে আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে এই প্যালেসটিকে মিউজিয়ামে পরিণত করা হয়েছে। ভেতরে আছে নবাবী আমলের বিভিন্ন অস্ত্রশস্ত্র, ডাচ, ফ্রেঞ্চ এবং ইতালিয় শিল্পীদের আঁকা শিল্পকর্ম, মার্বেলের স্ট্যাচু, বিরল বই এবং আরও অনেক কিছু। ভারতবর্ষের বৃহত্তম ঐতিহাসিক মিউজিয়ামের মধ্যে এটি অন্যতম এবং মুর্শিদাবাদের অন্যতম প্রধান আকর্ষণ।
শহরটি, যেটি পূর্বে বাংলার একটি শক্তিকেন্দ্র ছিল, এখনও বেশ কিছু স্মৃতিসৌধ এবং সমাধির আকারে রাজকীয় ঐতিহ্য বহন করে। মুর্শিদাবাদ ভ্রমণ নিঃসন্দেহে আপনাকে বাংলার সমৃদ্ধ মহান সময়ে নিয়ে যাবে এবং ইতিহাসকে জীবন্ত করে তুলবে!
মুর্শিদাবাদের সবচাইতে বিখ্যাত, সবচাইতে জনপ্রিয় দ্রষ্টব্য এটি, শুধু যে প্রাসাদ দেখতেই হাজার হাজার মানুষ ভীড় করেন এই শহরে। এর আগে যে স্থানগুলির কথা বলেছি, সে সব জায়গায় হয়তো অনেকে নাও যেতে পারেন, কিন্তু হাজারদুয়ারীর আকর্ষণ সবচাইতে আলাদা।
হাজারদুয়ারী প্রাসাদটি নির্মিত হয় ১৮২৯ থেকে ১৮৩৭ সালের মধ্যে, নবাব হুমায়ূন জা-এর আমলে। এটির নির্মাণকাজ শুরু হয় ১৮২৯ সালের ৯ই আগস্ট, আর শেষ হয় ১৮৩৭ সালের ডিসেম্বর মাসে । স্থপতি ছিলেন ডানকান ম্যাকলিওড কোম্পানী। রাজকীয় এই প্রাসাদটি তৈরি হয়েছিল নবাবের বাসস্থান ও সেই সময়ের সরকারী কাজের জন্যে। প্রাসাদের মূল প্রবেশপথের সামনে দুটি সিংহের মূর্তি, আর ওপরে ওঠার ছত্রিশটি সিঁড়ি। সেই সিঁড়ির ধাপ নীচ থেকে ওপর দিকে কিছুটা সরু হয়ে উঠে গেছে। তাই সবচাইতে নীচের সিঁড়িটি যেখানে ১০৭ ফিট লম্বা, সেখানে ওপরের সিঁড়ির দৈর্ঘ্য হচ্ছে ৬৪ ফিট। সামনে, পাশে, পিছনে বিশাল বিশাল থাম দিয়ে তৈরি এই প্রাসাদ - সেই থামের মোট সংখ্যা ৫২ । হাজারদুয়ারী নাম হয়েছে এই প্রাসাদের এক হাজারটি দরজার জন্যে। বলা হয় এখানে আছে মোট নশোটি আসল দরজা, আর সেই সঙ্গে একশোটি নকল দরজা। তিনতলা এই বিশাল প্রাসাদে ঘরের সংখ্যা বোধ হয় একশোরও , এবং প্রত্যেকটি ঘরই বিশাল।
১৯৭৭ সালে আর্কিওলজিকাল সার্ভের অধীনে আসা এই প্রাসাদ এখন সম্পূর্ণ রূপেই একটি মিউজিয়াম, আর সেই মিউজিয়াম ভারতের প্রধান প্রধান মিউজিয়ামের একটি। কত কিছু যে দেখার আছে এখানে, তা বলে শেষ করা যায়না। বিভিন্ন গ্যালারিতে আছে বহু পেন্টিং, ছবি, অস্ত্রশস্ত্র, পোশাক, বই, পুঁথি, পাল্কি, সিংহাসন, ঝাড়বাতি, আয়না, মার্বেলের স্ট্যাচু, আসবাবপত্র এরকম বহু সামগ্রী, আর সেগুলির বৈচিত্র্য বা ঐতিহাসিক মূল্যও কিছু কম নয়। যেমন, এখানকার অস্ত্রাগারে আছে প্রায় ২৬০০ রকমের অস্ত্র। তার মধ্যে আবার আছে নবাব সিরাজদ্দৌলা ও আলিবর্দীর তলোয়ার ও বহু নল বিশিষ্ট বন্দুক, নাদির শাহের শিরস্ত্রাণ, মিরকাশিমের কামান, ছোরা, হাতির দাঁতের হাতলওয়ালা ছোরা, গন্ডারের খড়্গ থেকে তৈরি হওয়া ঢাল, এমনকি সিরাজকে হত্যার উদ্দেশ্যে ব্যবহৃত মহম্মদী বেগের ছোরাও। পেইন্টিং গ্যালারিতে আছে দেশী বিদেশী বহু শিল্পীর বহু বিখ্যাত পেন্টিং - যেমন রবার্ট ক্লাইভের দেওয়ানি লাভ, Burial of Sir John Moore, Adam & Eve, বিভিন্ন যুদ্ধের ছবি, নবাবদের প্রতিকৃতি ইত্যাদি। লাইব্রেরীতে আছে অজস্র বই, পুঁথি, চুক্তিপত্র, দলিল, আবুল ফজল লিখিত আইন-ই-আকবরীর পাণ্ডুলিপি, হারুণ-অল-রসিদের হাতে লেখা কোরাণ। আছে রূপোর পালকি, হাতির দাঁতের পালকি, রূপোর সিংহাসন, রূপোর ড্রেসিং টেবিল, বিশাল বিশাল ঝাড় বাতি, সূক্ষ ছুঁচ এর কাজ করা কার্পেট, পোর্সেলিনের ফুলদানি ও জার, নবাবদের বিশেষ ধরণের খাওয়ার প্লেট, (যার মধ্যে বিষাক্ত কিছু খাবার দিলে তা ভেঙে যেত বলে কথিত ) - এইরকম অজস্র সব সামগ্রী।
মালদা ভ্রমণ গাইডঃ
কলকাতা থেকে মালদা ভ্রমণ পর্ব ১ - • Kolkata To Malda | প্রাচীন বাংলার রাজ...
প্রাচীন বাংলা জনপদ গৌড় পর্ব ২- • প্রাচীন বাংলা জনপদ গৌড় ভ্রমন | কদম র...
বড় সোনা মসজিদ পর্ব ৩- • বড় সোনা মসজিদ । মুসলিম ঐতিহ্যের অন্যত...
বল্লাল সেনের রাজপ্রাসাদ পর্ব ৪- • বল্লাল সেনের রাজপ্রাসাদ | দাখিল দরওয়া...
আদিনা মসজিদ পর্ব ৫- • Adina Masjid | ভারতীয় উপমহাদেশের বৃহত...
সোনা মসজিদ মহাদিপুর বর্ডার পর্ব ৬ • সোনামসজিদ- মাহাদিপুর স্থলবন্দর | Sona...
মালদার বিখ্যাত খাবার - • Famous Food Of Malda | রসকদম্ব | কানস...
আপনি যদি আমাদের travel commando চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটু কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টি প্রেস করুন ।
আর যদি অলরেডি আমাদের চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য ।
Our Facebook Page:- / twkamrul
Our Instagram:- / commandotraveler
My Personal Id:- / mhkamrul420
tiktok: www.tiktok.com/commandotraveler
দৃষ্টি আকর্ষণ : যে কোন পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
Информация по комментариям в разработке