ছোট্ট পরীর আকাশে ওড়ার ইচ্ছে | Misti Meyer Akashe Udar Ichchhe | Sweet Girl’s Dream to Fly | Bengali Kids Song
Watch and sing along to 'মিষ্টি মেয়ের আকাশে ওড়ার ইচ্ছে' (Misti Meyer Akashe Udar Ichchhe), a magical Bengali children’s song about a sweet girl dreaming of flying in the sky! This enchanting kids' song with colorful lyrics and a joyful tune is perfect for sparking imagination and spreading happiness. Ideal for young dreamers, toddlers, and families to enjoy together—sing, dance, and soar with joy!
Lyrics:
ছোট্ট পরী মিষ্টি মেয়ে, কত যে তার শখ,
উড়বে আকাশ পেরিয়ে, ছুঁবে রোদ আর মেঘ!
ডানা নেই যে তবু, স্বপ্ন দেখে তাই,
পাখিদের সাথে, উড়তে সে চায়!
এল এক জাদুকর, বলল হাসিমুখে,
'ইচ্ছেটা পূরণ হবে, উড়বে তুমি সুখে!'
পিছনে গজালো, রঙিন পাখার সাজ,
নাচল খুশিতে, ঝিলমিল আজ!
উড়ল আকাশে, খেলে বাতাসে,
সুর করে গান, রোদ-মেঘের পাশে!
কিন্তু সন্ধ্যা হলে, ফিরল বাসায়,
পাখা হারিয়ে গেল, মাটিতে আসায়!
ছোট্ট পরী হাসে, বুঝল সে আজ,
মাটিতেও আছে, কত যে সাজ!
নিজের মতো থাকাই, সবচেয়ে সুখ,
গাইতে গাইতে ঘোরে, নেই কোনো দুঃখ!
🎶 লা লা লা… ছোট্ট পরী, রঙিন আলো,
🎶 হাসতে হাসতে ছুটে চলে, দুঃখ বলে ভালো!
🔥 Perfect for kids’ entertainment, বাংলা nursery rhymes, magical Bengali songs, toddler music, and preschool learning.
👉 Subscribe for more fun বাংলা children’s songs, baby songs, and animated rhymes!
#KidsSongs #BengaliNurseryRhymes #মিষ্টি_মেয়ে #ChildrenMusic #SingAlong #BengaliKidsSongs #ToddlerSongs #BabyRhymes #PreschoolSongs #MagicalSongs #KidsLearning #BengaliAnimation #FunForKids #DreamBig"
Информация по комментариям в разработке