তওবা সম্পর্কে আল্লাহ যা বলেন 2 | Daily Al-Quran | Valuable Topics Al-Quran
(22) পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা ও সামর্থ?476;ান। তিনি ব্যতীত কোন উপাস্য নেই। তাঁরই দিকে হবে প্রত্যাবর্তন। (Ghaafir: 3)
(23) যারা ঈমান আনার পর অস্বীকার করেছে এবং অস্বীকৃতিতে বৃদ্ধি ঘটেছে, কস্মিণকালেও তাদের তওবা কবুল করা হবে না। আর তারা হলো গোমরাহ। (Aali Imraan: 90)
(24) যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন বর্ণনাকারী দাঁড় করাব, তখন কাফেরদেরকে অনুমতি দেয়া হবে না এবং তাদের তওবা ও গ্রহণ করা হবে না। (An-Nahl: 84)
(25) কিন্তু তারা ব্যতীত, যারা তওবা করেছে, বিশ্বাস স্থাপন করেছে। সুতরাং তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের উপর কোন জুলুম করা হবে না। (Maryam: 60)
(26) আর এমন লোকদের জন্য কোন ক্ষমা নেই, যারা মন্দ কাজ করতেই থাকে, এমন কি যখন তাদের কারো মাথার উপর মৃত্যু উপস্থিত হয়, তখন বলতে থাকেঃ আমি এখন তওবা করছি।
আর তওবা নেই তাদের জন্য, যারা কুফরী অবস্থায় মৃত্যুবরণ করে। আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। (An-Nisaa: 18)
(27) অনন্তর যারা অজ্ঞতাবশতঃ মন্দ কাজ করে, অতঃপর তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়,
আপনার পালনকর্তা এসবের পরে তাদের জন্যে অবশ্যই ক্ষমাশীল, দয়ালু। (An-Nahl: 119)
(28) কিন্তু যারা তওবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গোনাহকে পুন্য দ্বারা পরিবর্তত করে এবং দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। (Al-Furqaan: 70)
(29) অবশ্য তারা যদি তওবা করে, নামায কায়েম করে আর যাকাত আদায় করে, তবে তারা তোমাদের দ্বীনী ভাই।
আর আমি বিধানসমূহে জ্ঞানী লোকদের জন্যে সর্বস্তরে র্বণনা করে থাকি। (At-Tawba: 11)
(30) অতএব, তুমি এবং তোমার সাথে যারা তওবা করেছে সবাই সোজা পথে চলে যাও-যেমন তোমায় হুকুম দেয়া হয়েছে
এবং সীমা লঙ্ঘন করবে না, তোমরা যা কিছু করছ, নিশ্চয় তিনি তার প্রতি দৃষ্টি রাখেন। (Hud: 112)
(31) পরওয়ারদেগার! আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ কর এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি কর,
আমাদের হজ্বের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা কর। নিশ্চয় তুমি তওবা কবুলকারী। দয়ালু। (Al-Baqara: 128)
(32) তারা ধারণা করেছে যে, কোন অনিষ্ট হবে না। ফলে তারা আরও অন্ধ ও বধির হয়ে গেল। অতঃপর আল্লাহ তাদের তওবা কবুল করলেন।
এরপরও তাদের অধিকাংশই অন্ধ ও বধির হয়ে রইল। আল্লাহ দেখেন তারা যা কিছু করে। (Al-Maaida: 71)
Disclaimer
All verses from Al Quran
#dailyalquran #unifiedmedicare #amyrahartsandcrafts
তওবা সম্পর্কে আল্লাহ যা বলেন 2,
ধৈর্য সম্পর্কে আল্লাহ যা বলেন,
দোযখ সম্পর্কে আল্লাহ যা বলেন,
নভোমন্ডল ও ভূমন্ডল,
মহাকর্ষীয় বলবিদ্যা,
সুলায়মান,
দোযখ ,
আখেরাত,
মিষ্ট লোনা,
দুই সমুদ্র,
দুটি সৃষ্টির মধ্যে তুলনা,
ধৈর্য ,
পৃথিবী পরিভ্রমণ,
সামুদ গোত্র,
তওরাত,
কোরআন,
অলী আওলিয়াদের অসীলা,
অহংকার,
কন্যা,
খর্জুর বৃক্ষ,
মুখমন্ডল লাঞ্ছিত ও সজীব,
তওবা ,
আল্লাহ কোথায়,
রূহ,
আগুন,
সবর,
কবরের ‘আযাব,
আকাশ ও জমিনে,
মুমিন আত্মার বিচরণ,
Информация по комментариям в разработке