দুরুদ শরীফ এর ফজিলত
যে (ব্যক্তি) হুযুর ﷺ এর সাথে মুহাব্বত রাখবে, যে তাঁর শ্রেষ্ঠত্বকে সমগ্র জাহান হতে অধিক অন্তরে রাখবে। যে তাঁর শান বা মাহাত্নাকে কমিয়ে দেয়া ও তাঁর স্মরণ বা চর্চা মিটিয়ে দেয়ার জন্য চেষ্টাকারীদের থেকে দূরে থাকবে ও আন্তরিক ভাবে তাদের প্রতি অসন্তুষ্ট থাকবে, এমন আশিকানে রাসূলদের মধ্য থেকে যে কেউ দরূদ ও সালাম পাঠ করবে, তবে তার জন্য অগণিত উপকার রয়েছে। যার মধ্যে থেকে কিছু মাদানী ফুল পেশ করা হলোঃ-
● দরূদ শরীফ পাঠকারীর উপর আল্লাহ তা'আলা রহমত নাযিল করবেন।
● তার আমলনামায় নেকী লিপিবদ্ধ করবেন।
● তার পদ-মর্যাদা বৃদ্ধি করবেন।
● তার গুনাহ ক্ষমা করবেন।
● তার কপালের উপর লিখে দিবেন এ ব্যক্তি মুনাফিক নয়।
● তার কপালের উপর লিখে দিবেন, এ ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত।
● আল্লাহ তা'আলা তাকে কিয়ামতের দিন শহীদগণের সাথে রাখবেন।
● তার সম্পদের মধ্যে উন্নতি দিবেন।
● তার বংশধর এবং বংশধরদের বংশধরকেও বরকত দিবেন।
● শত্রুর উপর বিজয় দান করবেন।
● অন্তর সমূহে তার প্রতি ভালবাসা প্রদান করবেন।
● কোনো একদিন স্বপ্নে হুযুর পুরনূর ﷺ এর যিয়ারতের সৌভাগ্য দান করবেন।
● ঈমানের সাথে মৃত্যু তার জন্য ওয়াজিব হবে।
● কিয়ামতের দিন রাসুলুল্লাহ ﷺ তার সাথে মুসাফাহা করবেন।
● রাসুলুল্লাহ ﷺ এর সুপারিশ তার জন্য ওয়াজিব হবে।
● আল্লাহ্ তা'আলা তার প্রতি এমন সন্তুষ্ট হবেন যে, আর কখনো অসন্তুষ্ট হবেন না।
📖(হায়াতে আ'লা হযরত, ১ম খন্ড, ৭১৩, ৭১৪ পৃষ্ঠা)।
ইসলামিক ভিডিও,ইসলামিক ভিডিও গজল,নতুন ইসলামিক ভিডিও,ইসলামিক ভিডিও ওয়াজ,বাংলা ইসলামিক ভিডিও,ইসলামিক কাহিনী,ইসলামিক ভিডিও কাহিনী,ইসলামিক ভিডিও সংগ্রহ,ইসলামিক ভিডিও ভাইরাল,ইসলামিক ঘটনা ভিডিও,ইসলামিক গল্প,ইসলামিক ঘটনা,ইসলামিক স্টরি,ইসলামিক নাটক ২০২১,ইসলামিক সত্য ঘটনা,ইসলাম,ইসলামিক ঘটনা ওয়াজ,ইসলা
দরুদ শরীফের ফজিলত,দরুদ শরীফ পাঠের ফজিলত,দরুদ শরীফ,দুরুদ শরীফ পাঠের ফজিলত,দরুদ পাঠের ফজিলত,দুরুদ শরীফ ও তার ফজিলত,দুরুদ শরীফ,দরুদ শরীফ কয়টি,দরুদ শরীফ পড়ার নিয়ম,দরুদ শরীফ পাঠ,কোন দরুদ শরীফের ফজিলত বেশি,দরুদ শরীফ দোয়া,দরুদ শরীফ পাঠের ফজিলত ও নেয়ামত,জুমার দিন দরুদ শরীফ পাঠের
#Peaceful World
#Peaceful World
Facebook: https://www.facebook.com/akashmatir.prem
Информация по комментариям в разработке