মেষ লগ্নে মঙ্গলের প্রভাব,Mars in Mesh Lagna in Bengali, Mars in Aries Lagna in Bengali, Mars Planet effect on Areis Lagna, Mangal effect mesh lagna, মেষ লগ্ন মঙ্গলের প্রভাহ, মেষ লগ্নে মঙ্গল কেমন ফল দেয়, মেষ লগ্ন ও মঙ্গল গ্রহ, মেষ লগ্নে মঙ্গল কি অশুভ, মেষ লগ্নে মঙ্গল মাঙ্গলিক, মঙ্গলের প্রভাব, effect of Mars, মঙ্গলের দশা, মঙ্গলের জ্যোতিষ বিচার,জন্মছকে মঙ্গলের প্রভাব, Effect of Mars in Bengali, Astrological Effect on Mars, Astrology result of Mars, জ্যোতিষ বিচারে মঙ্গল গ্রহ, Astrological Remedy
আপনার জন্ম লগ্ন অনুযায়ী, নয়টি গ্রহ আপনার রাশিচক্রে কেমন প্রভাব বিস্তার করতে পারে, তা নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু করলাম।
আজকের আলোচনায় থাকছে মেষ লগ্নের জাতক / জাতিকাদের রাশিচক্রে বারোটি ভাব বা ঘরে মঙ্গলের অবস্থান গত প্রভাব ও ফলাফল।
আপনার জন্মকালীন গ্রহের অবস্থান অনুযায়ী যদি আপনি মেষ লগ্নের জাতক / জাবিকা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ।
মেষ লগ্মের অধিপতি হল মঙ্গল। সার্বিক ভাবে মঙ্গলকে বলা হয় একটি শুভ, বলবান এবং স্বৈরাচারী গ্রহ।
আপনার যদি মেষ লগ্ন হয় তাহলে জেনে নিন, আপনার জন্মছকে কোথায় মঙ্গল অবস্থান করলে কি কি ফলাফল দিতে পারে বা দিচ্ছে।
এই ভিডিওতে আমি কিন্তু মাঙ্গলিক যোগ বা দোষ নিয়ে কোনো আলোচনা করছি না।
কেবলমাত্র আপনার রাশিচক্রে মঙ্গলের অবস্থান গত ফালফল নিয়ে এই ভিডিওটি তৈরী হচ্ছে।
মেষ লগ্নের জাতক / জাতিকা এবং যারা জ্যোতিষ শিখছেন বা জানছেন তাদের জন্য এই ভিডিওটি যথেষ্ট লাভদায়ক হবে।
যদি আপনি এখনো চ্যানেলটি সাবসক্রাইব করেনি তা হলে অব্শ্যই সাবসক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন কারন আমি মেষ লগ্ম নিয়ে ধারাবাহিক ভাবে প্রতিটি গ্রহের অবস্থান গত ফলাফল আলোচনা করবো।
আসুন আজকের ভিডিওতে মেষ লগ্নে মঙ্গলের অবস্থান নিয়ে আলোচনা করা যাক।
জ্যোতিষ শাস্ত্র মতে, মেষ লগ্নের ক্ষেত্রের মঙ্গল গ্রহ একটি কারক গ্রহ।
আগে দেখে নিন, মেষ লগ্নের ক্ষেত্রে কোন কোন গ্রহ শুভ আর কোন কোন গ্রহ অশুভ
প্রধানত, মেষ লগ্নের ক্ষেত্রে, চন্দ্র, রবি, বূহস্থতি এবং মঙ্গল নিজে শুভ।
তবে দেখে নিতে হবে, তারা কোথায় কোথায় অবস্থান করছে, এছাড়া তাদের দূষ্টি এবং তাদের প্রতি অন্য শুভ বা অশুভ গ্রহের দূষ্টি।
শুক্র ও বুধ মেষ লগ্নের জাতক / জাতিকাদের জন্য শুভ নয়।
শনিকে আপনি অভারেজ ধরেই এগোতে পারেন, তবে শনির অবস্থান মেষ লগ্নের ক্ষেত্রে খুবই উল্লেখ যোগ্য। শনি মেষ লগ্নের ক্ষেত্রে অবস্থানের ভিত্তিতে যথেষ্ট মারক হয়ে যায়। এবং তার দশা বা অর্ন্তরদশায় ভালো ফল দেয় না।
এই ভিডিওতে মেষ লগ্নে মঙ্গলের প্রভাব অনুযায়ী একটি সার্বিক অবস্থান ও ফল নিয়ে আমি আলোচনা করছি।
#মঙ্গলেরপ্রভাব #effectofmars
Информация по комментариям в разработке