কিভাবে একাদশীর দিনে আপনি অসাধারণ একটি সাবুর চপ তৈরি করতে পারবেন সেটা আজকের ভিডিওতে দেখানো হয়েছে।
সঠিক ও শুদ্ধ ভাবে একাদশী পালনের নিয়ম আছে। একাদশীতে কি কি খাবারে নিষেধাজ্ঞা আছে। একাদশী পারনের নিয়ম কি, একাদশী ব্রতের মাহাত্ব্য কি, কোন কোন নিয়ম পালন করতেই হবে, সেই নিয়ম কি কি, এবং একাদশী না থাকলে কি করতে হবে। তাহলে জেনে নেই সেই সব নিয়ম, নিষেধ গুলি কি কি।
১ সমর্থ পক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার, ও দ্বাদশীতে একাহার করবে।
২ তা হতে অসমর্থ পক্ষে শুধু মাত্র একাদশীতে অনাহার করতে হয়।
৩ যদি উহাতেও অসমর্থ হয়, একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করবে। ফল মুলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে।
সমর্থ পক্ষে রাত্রি জাগরণের বিধি আছে। মহান গোস্বামীগন ও আচার্যবৃন্দের অনুমোদিত তালিকা বা পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা ব্রত পালনের জল ব্যতীত, পালনের নির্দেশ প্রদান করেছেন , সেগুলি সেই মতে করলে সর্বোত্তম হয়। নিরন্তর কৃষ্ণ ভজনায় থেকে নিরাহার থাকতে।
একান্ত অপারগ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি, ফলমূল গ্রহণ করতে পারবে। যেমন, গোল আলু, মিষ্টি আলু, চালকুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি, ঘি অথবা বাদাম তেলে রান্না করে ভগবানকে উৎসর্গ করে, আহার করতে পারেন। কাঁচা হলুদ অথবা ঘরে বানানো গুরা হলুদ, মরিচ, লবন ব্যবহার্য।
আবার অন্যান্য আহার্য যেমন, দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আঁখ, আমড়াশস্য তরমুজ, বেল, নারিকেল, মিষ্টি , আলু, বাদাম, লেবুর শরবত। ইত্যাদি ফলমূল খাওয়া যায়।
একাদশীতে পাঁচ প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছেঃ
১ ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন, চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি ,চালের পিঠা, খৈ, ইত্যাদি।
২ গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন, আটা, ময়দা, সুজি, বেকারির বিস্কুট, বা সকল প্রকার বিস্কুট, বেকারির রুটি, হরলিক্স জাতীয় ইত্যাদি।
৩ যব বা ভূট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন, ছাতু, খই, রুটি ইত্যাদি।
৪ ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন, মুগ, মসুরী, মাসকলাই, খেসারী, ছোলা, অড়হর, ফেনল, মটরশুঁটি, বরবটি, সিম ইত্যাদি।
৫ সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল, ইত্যাদি।
উপরোক্ত পঞ্চ রবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়। উল্লেখ্য যারা সাত্বিক আহারী নন, এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি, নেশা গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এই সব গ্রহণ না করাটাই ভালো।
শ্রী শ্রী রাধা মদনগোপাল মন্দির
বাঁকুড়া, রাইপুর, পিন - ৭২২১৩৪, পশ্চিমবঙ্গ
Google Map Location - https://maps.app.goo.gl/Jcecn1cYbrJYm...
আমরা চাই আপনি/আপনারা একদিন আমাদের মন্দিরে আসুন এবং এখানে থাকুন ।
#একাদশী
Информация по комментариям в разработке