বৈশাখ মাসের মাহাত্ম্য কথা। বৈশাখ মাস মধুসূদন মাস। এই মাসে তুলসী দেবীকে/বৃন্দা দেবীকে জল দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে।
সূর্যের প্রখর তাপে তুলসী গোড়ার মাটি শুকিয়ে যায়। যদি এই মাসে তুলসী দেবীকে জল সিন্চন করলে তুলসী দেবী অত্যন্ত খুশী হন। তুলসী দেবীকে প্রসন্ন করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রীত হন। ভগবৎ কৃপা লাভ হয়। ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ হয়।
স্কন্দ পুরাণের বিষ্ণু খন্ডে উল্লেখ আছে যে বৈশাখ মাস হল অধিক পূণ্য ফলদায়ক, পাপক্ষয়কারি। তবে যারা ভগবৎ ভক্ত যারা অধিক হরিনাম জপ করেন, কিম্বা প্রাত স্নান করে, বৈষ্ণবদের সেবাদান করেন, ব্রাহ্মণদের দান, সেবা, ব্রত পালন করলে তার সকল পাপ বিনাশ হয়। গৃহে ব্রাহ্মণ ডেকে ভোজন করাতে হয়, অন্নদাশঙ্কর, বস্ত্র, পাদুকা দান করলে মহাশূণ্য লাভ হয়।
এই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে সমস্ত দেবী দেবী, সকল নদ নদী, সকল মহা তীর্থ বিরাজ করে। তুলসী হল ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী। তুলসী পাতা, তুলসী মঞ্জরী দ্বারা যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করে তার আর পুন:জন্ম হয় না।
এই মাসে তুলসী দেবীকে পরিক্রমা, তুলসী দেবীকে সেবা, জলদান , তুলসী চারা বৃক্ষরোপণ, তুলসী বন পরিচর্যা করলে তুলসী দেবী খুব খুশি হয়ে ভগবৎ কৃপা পেতে কৃপা করে থাকেন।
তাই সকলে নিয়ম মেনে তুলসী দেবী কে খুশি করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করুন। রাধে রাধে।
The importance of the month of Vaishakh. The month of Vaishakh is the month of Madhusudan. In this month, there is a special importance of giving water to Tulsi Devi/Vrinda Devi.
The soil of the Tulsi root dries up in the intense heat of the sun. If Tulsi Devi is watered during this month, Tulsi Devi becomes very happy. If Tulsi Devi is pleased, Lord Krishna becomes very pleased. The grace of God is obtained. The presence of Lord Krishna is obtained.
It is mentioned in the Vishnu Khanda of the Skanda Purana that the month of Vaishakh is more virtuous, fruitful, and absolver of sins. However, those who are devotees of God, who chant the name of Harinam more, or take a morning bath, serve Vaishnavas, and perform donations, services, and vows to Brahmins, all their sins are destroyed. You have to invite a Brahmin to your house and have him/her eat. Donating food, clothes, and footwear will give you a great reward.
In this month of Vaishakh, all the goddesses, all the rivers, and all the great pilgrimages reside in the Tulsi tree. Tulsi is the beloved of Lord Krishna. A person who worships Lord Krishna with Tulsi leaves and Tulsi flowers for the entire month of Vaishakh will not be reborn.
In this month, if you circumambulate Tulsi Devi, serve Tulsi Devi, donate water, plant Tulsi saplings, and take care of Tulsi forests, Tulsi Devi becomes very happy and pleases the Lord.
Therefore, everyone should follow the rules and please Tulsi Devi and receive the grace of Lord Krishna. Radhe Radhe.
Информация по комментариям в разработке