আলোচ্য বিষয়সমূহ:
১) المُتَشَدِّق অর্থ,
২) সূরা মুনাফিকুনের ৪ নং আয়াতের ব্যাখ্যা,
৩) কিছু কথায় যাদু আছে,
৪) এই হাদিসের ব্যাখ্যা,
৫) যেসব বাকপটু ব্যক্তিদের আল্লাহ তাআলা ঘৃণা করেন,
৬) দুটি ব্যাখ্যা,
৭) যা আল্লাহর জন্য অর্জন করার কথা তা মানুষের জন্য, ক্যারিয়ারের জন্য অর্জনের ভয়াবহতা,
৮ ) দ্বীনের প্রচারের স্বার্থে ইখলাসের সাথে বাগ্মীতা শেখায় কোনো দোষ নেই,
৯) ভনিতা করে কথা বলা শয়তান থেকে আসে,
১০) اَلْجَدَلُ অর্থ,
১১) এর শরঈ বিধান,
১২) সূরা বাকারার ২০৪ নং আয়াতের ব্যাখ্যা,
১৩) বিতর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাসআলা,
১৪) আল্লাহ তাআলার কাছে অতিঘৃণিত যে,
১৫) শরীআহ যে কারণে বিতর্ক পরিত্যাগ করতে উৎসাহ দিয়েছে, তা সে ব্যক্তি হকের পক্ষেই থাকুক না কেন,
১৬) ন্যায়সঙ্গত হবার পরও আল্লাহর সন্তুষ্টির জন্য ঝগড়া পরিত্যাগের ফযিলত,
১৭) সর্বদা তর্কে জড়ানো গুনাহের কারণ,
১৮) আবুদ দারদা [রা.] এর একটি শিক্ষণীয় উক্তি।
ইলমান নাফিয়া — একটি দ্বীনি জ্ঞানভিত্তিক, আর্থিকভাবে অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন
"ইলমান নাফিয়া" অর্থ — উপকারী জ্ঞান।
এই উপকারী জ্ঞানকে মানুষের মাঝে সহজ, সুন্দর ও বিনামূল্যে ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
আজকের দুনিয়ায় যখন বিভ্রান্তি, ভুল ব্যাখ্যা ও অনৈতিক প্রভাব চারপাশে ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই আমরা বিশ্বাস করি — কুরআন ও সহীহ হাদীসভিত্তিক সঠিক ইসলামী শিক্ষা ছড়িয়ে দেওয়াটা সময়ের দাবী।
🌍 আমাদের কার্যক্রমঃ
আমরা বিশ্বের বিভিন্ন প্রখ্যাত ইসলামিক বিশ্ববিদ্যালয় যেমন:
মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়,
মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়,
মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়,
দারুল উলুম দেওবন্দ,
এবং বাংলাদেশের স্বনামধন্য মাদরাসাসমূহ থেকে শিক্ষিত অভিজ্ঞ শাইখদের মাধ্যমে
নিয়মিত জুম ক্লাস ও লাইভ লেকচার আয়োজন করে থাকি।
এই ক্লাসগুলো ফেসবুক ও ইউটিউবসহ সকল সোশ্যাল প্ল্যাটফর্মে সরাসরি প্রচার করা হয় যেন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মানুষ দ্বীনের আলো গ্রহণ করতে পারে।
🎥 আমাদের প্ল্যাটফর্মসমূহঃ
🔹 Facebook Main Page: fb.com/ilmannafiyaofficial
🔹 Academy Page: fb.com/IlmanNafiyaAcademia
🔹 Foundation Page: fb.com/IlmanNafiyaFoundation
🔹 Facebook Group: fb.com/groups/ilmannafiya
🔹 Instagram: @ilmannafiyaofficial
🔹 YouTube: / @ilmannafiya
🔹 Mahfil.net Channel: মাহফিল লিংক
🔹 Telegram (Official): t.me/ilmannafiyaofficial
🔹 Telegram (Academia - ক্লাস নোটিফিকেশন + PDF): t.me/ilmannafiyaacademia
❤️ দাওয়াহ ছাড়াও আমাদের সামাজিক খিদমতঃ
আমরা শুধু দ্বীনের শিক্ষা দিয়েই থেমে থাকি না — বরং সমাজের পিছিয়ে পড়া, নিরন্ন, অসহায় মানুষদের জন্য
এতিমদের লালন-পালন,
মাদরাসা-মক্তব পরিচালনা,
খাবার বিতরণ,
টিউবওয়েল স্থাপন
ইত্যাদি সামাজিক সেবা ও করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ।
আপনিও চাইলে এই খিদমতে অংশগ্রহণ করতে পারেন — এক টাকা থেকেও যে কোনো পরিমাণ দান করে।
এটি হবে আপনার পক্ষ থেকে একটি চলমান সাদাকায়ে জারিয়া।
➡️ আমাদের ওয়েবসাইটে বিস্তারিত জানতে ও সহযোগিতা করতে ভিজিট করুন:
🌐 https://ilmannafiya.org
📱 বিকাশ/নগদ/রকেট (পার্সোনাল): 01619232392
🏦 ব্যাংক তথ্য:
ILMAN NAFIYA FOUNDATION
A/C: 3108138032823
PRIME BANK, Bangshal Branch
Routing: 170270881
🌟 আহ্বানঃ
প্রিয় ভাই ও বোন,
আপনি নিজে শিখুন, অন্যকে শিখতে সাহায্য করুন।
সৎ কাজে উৎসাহ দিন, ফেইসবুকে শেয়ার করুন, ইউটিউব সাবস্ক্রাইব করুন —
হয়তো আপনার একটি শেয়ার হয়ে উঠবে কারো হেদায়াতের কারণ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন এবং আমাদের সকলকে দ্বীনের খেদমতে কবুল করে নিন। আমিন।
Информация по комментариям в разработке