প্রতিবাদের চিঠি - টাপ বয়েজ সিলেট ১৯৯৯ | Best Bangla Band Song-"Chithi"Album 'Protibad' By Tough Boys
চিঠি
কথা: সন্দীপ
সুর ও কন্ঠ: সন্দীপ
এলবাম: প্রতিবাদ
ভিডিও এডিট : পথিক লিপু
ব্যান্ড: টাফ বয়েজ
প্রকাশকাল: ১৯৯৯ - গীতাঞ্জলি, সিলেট
Song: Chithi
Lyric: Sandeep
Tune & Vocal: Sandeep
Video Edit By: Pothik Lipu
Album : Protibad
Band: Tough Boys
Release Year: 1999
Music Lebel: Geetanjoly, Sylhet.
সিলেটের অন্যতম একটা মিউজিক ব্যান্ড ছিলো "টাফ বয়েজ" |
১৯৯১ সালের সেপ্টেম্বরে মদন মোহন কলেজে একটি কন্সার্টের মাধ্যমে এই ব্যান্ডের আত্মপ্রকাশ পায় । সিলেট বিভাগ সহ দেশের বেশ কিছু জেলাতে কন্সার্ট ও মিউজিক প্রোগ্রাম করে এবং ১৯৯৪ ইং সালেই রিলিজ করে "অজানা পথে' নামের তাদের প্রথম এলবাম।
"Tough Boys" ১৯৯৫ সালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অডিশনে উত্তীর্ণ হয়ে তালিকাভুক্ত ব্যান্ড সংগীত সংগঠন হিসাবে সরকারী ভাবে নির্বাচিত হয়, এবং সিলেট বিভাগের একমাত্র ব্যান্ড সংগীত সংগঠন হিসেবে ছিলো ' টাফ বয়েজ'! সেই অডিশনে ছিলেন -
প্রয়াত সন্দীপ দা , মিজান ভাই, ইয়াহিয়া ভাই , ওয়াদুদ ভাই, মুন্না ভাই ও জাবেদ ভাই।
এরপর বেশ কিছুদিন ইন্ডোর আউটডোর স্টেজ শো- ও কন্সার্ট করে , এবং দীর্ঘদিন পর আবার ১৯৯৯ ইং সালে তাদের ২য় এলবাম " প্রতিবাদ" রিলিজ করে 'টাফ বয়েজ' |
প্রতিবাদ এলবামের এই গান "চিঠি" তখন সবার মুখে মুখে ছিলো ।
সেই সময় ৯০ দশকের সেরা ব্যান্ড এলআরবি সহ উইনিং, আর্টসেল, অর্থহীন, অবসকিওর, প্রমিথিউস, চিরকুট, ফিলিংস, আর্ক, চাইম, ডিফরেন্ট টাচ, সিম্ফনি, তির্যক, বাংলা, দলছুট, শিরোনামহীন, রেনেসাঁ, দ্য কিট, অরবিট, ফেইথ, রকস্ট্রাটা, ইন ঢাকা, সাডেন ও নোভার মতো জনপ্রিয় ব্যান্ডগুলোর জন্ম । ❤️
তখনকার জনপ্রিয় সেরা গান ও ব্যান্ডের সাথে তাল মিলিয়ে সিলেটের টাফ বয়েজ ব্যান্ডের সাথে কাজ করছেন - প্রয়াত শিল্পী সন্দ্বীপ দা, ইয়াহিয়া ভাই , মুন্না ভাই , মিজান ভাই , ওয়াদুদ ভাই, টিটু ভাই, আজিজ ভাই, শিপু ভাই , সঞ্জু ভাই, জাভেদ ভাই ও হিরো ভাই সহ আরো অনেকেই।
এরপর ২০০২ সাল পর্যন্ত অনেকেই " টাফ বয়েজে"র সাথে গেস্ট হিসেবে কাজ করেছেন । এরপর থেকে আর কোনো এলবাম বা একক কন্সার্ট করেনি এই ব্যান্ড।
এরপর আসিফ আকবর কিংবা বালাম, হাবিবের যুগে এসে আস্তে আস্তে ৯০ দশকের অনেক ব্যান্ড
আর বর্তমানের অটোটিউনের যুগে সেই পুরাতন দিনের গান, সেসব শিল্পীদের কন্ঠে এই প্রজন্মের কয়েকজন শুনে??
তথ্যে কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্ট করবেন।
আর গানটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন সবাই....
#ToughBoys #টাফবয়েজ #Banglamusic
Информация по комментариям в разработке