পাট নিয়ে কৃষকরা আজ অসহায় । পাট চাষ Sbt Biswas Murshidabad.jute

Описание к видео পাট নিয়ে কৃষকরা আজ অসহায় । পাট চাষ Sbt Biswas Murshidabad.jute

পাট নিয়ে কৃষকরা আজ অসহায়
উঁচু ও মধ্যম উঁচু জমি যেখানে বৃষ্টির পানি বেশি সময় দাঁড়ায় না এবং দো-আঁশ মাটি পাট চাষের জন্য বেশি উপযোগী। বৃষ্টিপাতের পরপরই আড়াআড়ি ৫-৭ টি চাষ দিয়ে জমি তৈরি করতে হবে।ঢেলা গুড়ো করতে হবে এবং জমি আগাছামুক্ত করতে হবে। ভালোভাবে প্রস্তুতকৃত জমিতে বপনের ৩ সপ্তাহ আগে হেক্টরপ্রতি ৩.৬ টন গোবর সার মিশিয়ে দিতে হবে।
উন্নত পাট চাষের কেন্দ্রীয় প্রকল্পে সামিল রাজ্য

ন্যাশনাল জুট বোর্ডের জুট আই কেয়ার প্রকল্পের আওতায় এসে হাতে হাতে তার ফল পেতে শুরু করেছেন বহু চাষি। শুধু যে হেক্টর পিছু উৎপাদন বাড়ছে তা-ই নয়, পাটের রং মান দৈর্ঘ্য ও চাষের খরচ কমায় আর্থিক ভাবে লাভবান হচ্ছেন তাঁরা।
উন্নত প্রযুক্তির হাত ধরে দক্ষতা বাড়ছে পাটচাষে। বাড়ছে হেক্টর পিছু উৎপাদন।খরচ কমিয়ে চাষিদের ভাল আয়ের পথ দেখাচ্ছে কেন্দ্রীয় বস্ত্রট মন্ত্রকের অধীন ন্যাশটনাল জুট বোর্ডের প্রকল্প। সংশ্লিষ্ট সূত্রের খবর, সাফল্য দেখে রাজ্য কৃষি দফতরও এই উদ্যোগে সামিল হতে চলেছে।
#পাটচাষ
#কৃষক
#পাটচাষী #পাটরোপন #পার্টজাগদোয়া

Комментарии

Информация по комментариям в разработке