ফী কমানোর দাবি নিয়ে উত্তপ্ত বাজকুল কলেজ, বহিরাগতদের তাণ্ডব | ANM NEWS | 270819

Описание к видео ফী কমানোর দাবি নিয়ে উত্তপ্ত বাজকুল কলেজ, বহিরাগতদের তাণ্ডব | ANM NEWS | 270819

#bajkul college #east midnapore

স্টাফ রিপোর্টার, পূর্ব মেদিনীপুরঃ ফী কমানোর দাবিতে উত্তপ্ত হল পূর্ব মেদিনীপুরের বাজকুল কলেজ। গেটের সামনে ছাত্র ছাত্রীরা চূড়ান্ত বিক্ষোভ চালায়। ঘটনায় রাস্তা অবরোধ ও করা হয়। ভর্ত্তি ফী কমানোর দাবিতে বিক্ষোভে নামেন কলেজের ছাত্রছাত্রীরা। কলেজের তৃণমূল ছাত্র ইউনিয়নের ছাত্ররা বহিরাগতদের সঙ্গে নিয়ে লাঠি হাতে কলেজ গেটের সামনে অশান্তি সৃষ্টি করে বলে অভিযোগ করে ছাত্ররা। অবরোধ চলতে থাকলে, কলেজের কিছু ছাত্রদের বেশ কয়েকজন লাঠি ,বাটাম হাতে নিয়ে এসে ,ছাত্রীদের ওপর অকথ্য মারধর করে। এমনকি জুতো দিয়েও ছাত্রীদের মারধর করে তারা বলে অভিযোগ। স্থানীয় দোকানপাটে দাঁড়িয়ে থাকা সাধারন মানুষজনদেরও তাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাস্থলে দীর্ঘ সময় ধরে তান্ডব চলে। ঢিল ছোঁড়া দূরত্বে পুলিশ থাকা সত্বেও পুলিশের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ তোলেন স্থানীয়রা।

Комментарии

Информация по комментариям в разработке