KabirSuman / Jatiswar জাতিস্মর (Live).

Описание к видео KabirSuman / Jatiswar জাতিস্মর (Live).

Really Needed Description !! Ok ok ok
As A Statutory Method / Principle or Law or rules or whatever else I Declare :
"Sharing / Uploading / Distributing Right permitted by The Performer (in this Video) KabirSuman."
//
অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোন দাবী দাওয়া
এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া।
মুহূর্ত যায় জন্মের মত অন্ধ জাতিস্মর,
কত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্মৃত অক্ষর।
ছেঁড়া তালপাতা পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া,
এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া।।

কালকেউটের ফনায় নাচছে লখিন্দরের স্মৃতি,
বেহুলা কখনো বিধবা হয়না এটা বাংলার রীতি।
ভেসে যায় ভেলা, এ বেলা ও বেলা একই সব দেহ নিয়ে,
আগেও মরেছি, আবার মরবো প্রেমের দিব্যি দিয়ে।

জন্মেছি আমি আগেও অনেক, মরেছি তোমারই কোলে,
মুক্তি পাইনি শুধু তোমাকেই আবার দেখব বলে।
বারবার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে,
কখনো গাঙর, কখনো কোপাই, কপোতাক্ষর গানে।
গাঙর হয়েছে কখনো কাবেরী, কখনো বা মিসিসিপি,
কখনো রাইন, কখনো কঙ্গো নদীদের স্বরলিপি।
স্বরলিপি আমি আগেও লিখিনি, এখনো লিখিনা তাই,
মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকেই চাই।

তোমাকে চেয়েছি ছিলাম যখন অনেক জন্ম আগে,
তথাগত তার নিঃসঙ্গতা বিলীন অস্তরাগে।
তারি করুণায় ভিখারিনী তুমি হয়েছিলে একা একা,
আমিও কাঙাল হলাম আরেক কাঙালের পেতে দেখা।
নতজানু হয়ে ছিলাম তখনো এখনো যেমন আছি,
মাধুকরী হও, নয়নমোহিনী স্বপ্নের কাছাকাছি।
ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্যটাই
বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই।।

আমার স্বপ্নে বিভোর হয়েই জন্মেছ বহুবার
আমিই ছিলাম তোমার কামনা, বিদ্রোহ, চিৎকার।
দুঃখ পেয়েছ যতবার, জেনো আমায় পেয়েছ তুমি
আমিই তোমার পুরুষ, আমি তোমার জন্মভূমি।
যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা
কত সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা।
বারবার আসি আমরা দুজন, বারবার ফিরে যাই
আবার আসবো, আবার বলবো শুধু তোমাকেই চাই।।..........কবীর সুমন //

Комментарии

Информация по комментариям в разработке