অল্প পুঁজিতে, অল্প জায়গায় করতে পারেন ভেড়ার খামার

Описание к видео অল্প পুঁজিতে, অল্প জায়গায় করতে পারেন ভেড়ার খামার

অল্প পুঁজিতে, অল্প জায়গায় করতে পারেন ভেড়ার খামার
-----------------------------------------------------------------------------------
ভেড়া খামারী শাহিনুর আলম। গ্রাম- কাদিবাড়ী, উপজেলা-বদলগাছী, জেলা- নওগা। তিনি মাত্র ২ মাস আগে ছোট্ট পরিসরে বসত বাড়ীতে ভেড়ার খামার শুরু করেছেন। ১৮ টি মা ভেড়া দিয়ে খামার শুরু করলেও, বর্তমানে ২৫টি ভেড়া রয়েছে। তিনি জানান, ভেড়ার উন্নত কোনো খাবার দেয়ার প্রয়োজন হয় না। অল্প ঘাস লতা-পাতা দিলেই খাবারের চাহিদা পূরণ হয়ে যায়। এছাড়া মাঠে ঘাটে রাস্তার পাশে, জমির ধারে চরানো হয় বলে অতিরিক্ত খাদ্যের প্রয়োজন হয় না। তারপরও ভেড়া পুষ্টির কথা বিবেচনায় নিয়ে প্রতিদিন ২ বার, ধানের খড়, চিটাগুড়, লবন, ভুসি ও চালের কুড়া একসাথে মিশিয়ে খাওয়ানো হয় বলে জানান শাহিনুর আলম। বিস্তারিত ভিডিওতে দেখুন---

Комментарии

Информация по комментариям в разработке