শ্রীকৃষ্ণ নিজের ছেলেকে কুষ্ঠরোগ হওয়ার অভিশাপ দিয়েছিলেন কেন? Why did Lord Krishna curse his own son?😱

Описание к видео শ্রীকৃষ্ণ নিজের ছেলেকে কুষ্ঠরোগ হওয়ার অভিশাপ দিয়েছিলেন কেন? Why did Lord Krishna curse his own son?😱

রামায়ণ সম্পর্কিত বই
https://amzn.to/3zGP8vC
মহাভারত সম্পর্কিত বই
https://amzn.to/2XWHgcN
কৃত্তিবাসী রামায়ণ (গীতা প্রেস)
https://amzn.to/3EKEYOB
বাল্মীকি রামায়ণ (বঙ্গানুবাদ)
https://amzn.to/3m0Zl18
সচিত্র কাশিদাসি মহাভারত
https://amzn.to/3m10Ex4
রাজশেখর বসু অনুদিত মহাভারত
https://amzn.to/3m26rCV
মূল সংস্কৃত মহাভারত
https://amzn.to/3lZjvZr

Join this channel:
   / @alokpat  

Our Vlog Channel ‪@sukanta1‬
   / @sukanta1  
Main channel👇
   / alokpat  
Facebook👇
  / alokpat4you  
Instagram👇
  / alokpat4u  
Twitter🐦👇
  / pandaysukanta  
Blogg👇
http://alokpat.blogspot.in/?m=1
একবার মহর্ষি নারদ তাঁর কয়েকজন শিষ্য সহ দ্বারকায় আগমন করেন। তাঁর আগমন সংবাদ পাওয়া মাত্র কৃষ্ণ এবং তাঁর বংশধরেরা সহ দ্বারকার প্রত্যেক যদুবংশীয় ব্যক্তি এসে তাঁকে অভ্যর্থনা করেন। কিন্তু শাম্ব তখন পার্শ্ববর্তী একটি কাননে কয়েকজন রমণীর সাথে প্রেমালাপে রত থাকায় নারদের প্রতি অবহেলা করলেন। শাম্বর এই আচরণে অপমানিত বোধ করে নারদ তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার সংকল্প করেন। দ্বারকাত্যাগের আগে তিনি একবার কৃষ্ণের সাথে একান্তে সাক্ষাৎ করে অভিযোগ করলেন যে নরকাসুরের কারাগার থেকে উদ্ধার হওয়া কৃষ্ণের ষোল হাজার রমণী শাম্বের প্রতি আসক্ত। কিন্তু কৃষ্ণ নারদের অভিযোগ অবিশ্বাস করে বললেন যে তাঁর প্রতি ষোল হাজার স্ত্রী সহচরী রমণীদের একনিষ্ঠ প্রণয় বিষয়ে তাঁর মনে কোন দ্বিধা বা দ্বন্দ্ব নেই এবং শাম্বের বিশ্বস্ততা ও পিতৃভক্তিও প্রশ্নাতীত। এই কথা শুনে এবং শাম্বকে দণ্ড দিতে না পেরে দেবর্ষি নারদ আরও ক্রুদ্ধ হলেন। সেইসময় তিনি দ্বারকা ত্যাগ করে কিছুকাল পরে আবার দ্বারকায় ফিরে এলেন। তখন এসে প্রথমেই তিনি রৈবতক পর্বতের গভীরে কৃষ্ণের প্রমোদকাননে গেলেন। সেখানে গিয়ে দূর থেকে নারদ দেখলেন যে কৃষ্ণ, তাঁর মহিষীগণ ও ষোল হাজার রমণীদের সঙ্গে সুখে জলকেলিতে মগ্ন। কৃষ্ণকে ঘিরে বিভিন্ন রমণী নানা ক্রীড়াকৌতুকে ভেসে বেড়াচ্ছে। এদের মধ্যে কেউ কেউ সুরাপান করে প্রমত্তা হয়ে প্রণয়বাক্য উচ্চারণ করছে ও অন্যান্য রমণীদেরও সুরাপাত্র এগিয়ে দিচ্ছে। কৃষ্ণও অতি উদার ও প্রমত্ত বাঞ্ছায় তাঁর প্রিয় রমণীদের ইচ্ছাপুরণ করে তাদের আহ্লাদিত করছেন। নারদ লক্ষ্য করলেন যে সুরাপানে আসক্ত রমণীদের বসনভূষণের শৈথিল্য ও নগ্নতার বিষয়ে কোন ভ্রূক্ষেপ নেই কারণ রৈবতকে অবস্থিত সেই প্রমোদ উদ্যান ও সরোবরে একমাত্র কৃষ্ণ ছাড়া অন্য কোনও পুরুষের উপস্থিতির কোন উপায় নেই। দ্বারকায় এইকথা সর্বজনবিদিত যে কৃষ্ণের প্রমোদকানন ও জলকেলি স্থান একমাত্র কৃষ্ণ ছাড়া আর সকল পুরুষের অগম্য। কেবলমাত্র কোন বিশেষ প্রয়োজন বোধ করলে কৃষ্ণ স্বয়ং সেখানে কাউকে ডেকে আনতে পারেন। রমণীদের সাথে কেলিতে মত্ত কৃষ্ণকে দেখে নারদ ছলনাপূর্বক শাম্বকে গিয়ে সংবাদ দিলেন কৃষ্ণ তাঁর প্রমোদ উদ্যানে শাম্বকে ডেকে পাঠিয়েছেন। অন্য সকলের মত শাম্বও জানতেন যে সেই প্রমোদকাননে কৃষ্ণ ছাড়া আর কারও প্রবেশাধিকার নেই। কিন্তু নারদের ছলনায় প্রভাবিত হয়ে তিনি ভাবলেন যে সত্যিই কৃষ্ণ তাঁকে ডেকে পাঠিয়েছেন। তাই তিনি দ্রুত সেখানে উপস্থিত হলেন। রমণীদের সাথে জলক্রীড়ারত কৃষ্ণ শাম্বকে সেই কেলিস্থলে দেখে অত্যন্ত বিস্মিত হলেন। কিন্তু তাঁর ষোল হাজার রমণীকুল শাম্বকে দেখে সহসা উল্লসিত হয়ে উঠল। ক্ষণিকের জন্য তারা শাম্বের প্রতি আসক্তি বোধ করল। যে রমণীদের জীবনে একমাত্র পুরুষ কৃষ্ণ ছাড়া আর কারও স্থান নেই সেই রমণীরা স্বয়ং বাসুদেবের সামনেই অপর পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার স্পর্ধা দেখানোয় তাঁর ক্রোধানল প্রজ্জ্বলিত হল। পরমুহূর্তেই কৃষ্ণ ক্রোধে ও গ্লানিতে তাঁর রমণীদের প্রতি জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করলেন ও তাদের শাপ দিলেন যে তাঁর মৃত্যুর পর তারা তস্কর দ্বারা লাঞ্ছিত হবে। এরপর তিনি ক্রোধে উন্মত্ত হয়ে শাম্বকে অভিসম্পাত করলেন যে শাম্ব কুষ্ঠ রোগাক্রান্ত হবে। তখন বিস্মিত ও আতঙ্কিত শাম্ব কৃষ্ণকে অনুনয় করে বোঝালেন যে তিনি স্বেচ্ছায় তাঁর প্রমোদকাননে আসেননি। তখন কৃষ্ণ প্রকৃত সত্য অনুধাবন করতে পেরে শাম্বকে বললেন যে শাম্ব যদি দেবর্ষি নারদের পরামর্শে চন্দ্রভাগা নদীর তীরে অবস্থিত সূর্যক্ষেত্রে গিয়ে সূর্যের আরাধনা করেন তাহলেই তিনি রোগমুক্ত হবেন। তখন শাম্ব তদনুসারেই কাজ করলেন এবং আরোগ্যলাভ করলেন। প্রচলিত মত অনুসারে অধুনা কোনারক সূর্য মন্দিরই শাম্বের প্রতিষ্ঠিত সূর্যমন্দির।
কৃষ্ণের অভিশাপ, শাম্বের অভিশাপ, সাম্বের অভিশাপ, কৃষ্ণ শাম্বকে অভিশাপ দিয়েছিলেন কেন,কৃষ্ণের প্রমোদ কানন, নারদ মুনি, মহর্ষি নারদ, নারদের কাণ্ড কারখানা, নারদ কেন ঝগড়া বাধায়, নারদ নারদ বললে ঝগড়া লাগে কেন? নারদের বাহন কি? নারদ ঢেঁকি চড়ে কেন? নারদের বাহন ঢেঁকি কেন?Curse of Shamba,Why did Lord Krishna curse his own son, curse of Krishna, narada, death of Krishna, last days of Krishna, who killed krishna, curse, narod muni, devarshi, কৃষ্ণের অভিশাপ, শাম্বের অভিশাপ, সাম্বের অভিশাপ, কৃষ্ণ শাম্বকে অভিশাপ দিয়েছিলেন কেন,কৃষ্ণের প্রমোদ কানন, নারদ মুনি, মহর্ষি নারদ, নারদের কাণ্ড কারখানা, নারদ কেন ঝগড়া বাধায়, নারদ নারদ বললে ঝগড়া লাগে কেন? নারদের বাহন কি? নারদ ঢেঁকি চড়ে কেন? নারদের বাহন ঢেঁকি কেন?
curse meaning,lord krishna, krishna god, baby krishna, curse of krishna, krishna and rukmini curse, gandhari curse to krishna, gandhari curse,sridama curse to radha, gandhari curses krishna, draupadi curse to krishna, durvasa rishi curse to krishna, krishna curse to ashwathama, ashwathama curse by krishna
krishna curse to ashwathama, ashwathama curse by krishna
#alokpat #আলোকপাত #Shamba #Samba #TheCurse
For businesses & Copyright related queries please Contact us on:
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке