কানসাট আমবাজার || Kansat Amm Bazar || Documentary

Описание к видео কানসাট আমবাজার || Kansat Amm Bazar || Documentary

চাঁপাইনবাবগঞ্জ জেলাকে বলা হয় আমের রাজধানী।

আর সেই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে বসে বাংলাদেশ, তথা এশিয়ার বৃহত্তম আমের বাজার।

আমবাজারের প্রবেশ পথে দাঁড়িয়ে থাকা শত শত আমবোঝায় ভ্যানগাড়ী, এই আমবাজারের বিশালতাই জানান দেয়।

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অনেক আমের বাজার থাকলেও, কানসাট আমের বাজার পাইকারী বাজারের জন্যে সবচেয়ে বড় এবং বিখ্যাত।

এ যেন এক আমের রাজ্য।

প্রতি আমের মৌসুমে দেশের এই বৃহৎ আম বাজারে প্রায় শত কোটি টাকার উপরে আমের বেচাকেনা হয়।

আমের সময়ে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জমে থাকে এই আম বাজার।।

Комментарии

Информация по комментариям в разработке