যেকোনো পাখিকে সহজে টেম করার নিয়মগুলো জেনে নিন | বাজরিগার পাখি টেম করার উপায় | পাখি পোষ মানানোর উপায়

Описание к видео যেকোনো পাখিকে সহজে টেম করার নিয়মগুলো জেনে নিন | বাজরিগার পাখি টেম করার উপায় | পাখি পোষ মানানোর উপায়

যেকোনো পাখিকে সহজে টেম করার নিয়মগুলো জেনে নিন | বাজরিগার পাখি টেম করার উপায় | পাখি পোষ মানানোর উপায় । How to tame a bird
#বাজরিগার_পাখি
#budgiesbabycare #Budgie #Bangladesh
#পাখি
#lovebird
#কোকাটেল


আমরা অনেকেই চাই পাখি টেম করতে বা পোষ মানাতে!!! টেম পাখির ছবি বা ভিডিও দিলে অনেকেই সেখানে কমেন্ট করে যে তাদের পাখি ভয় পায়, হাতে বসে না। সবসময় একটা কথাই বলি সবাইকে, আর তা হল " পাখির সাথে কথা বলুন"। কেউ বুঝে কে ভাবে ভাব দেখাচ্ছি। কিন্তু সত্যি এটাই যে পাখি কে টেম করতে হলে কথা বলা ছাড়া কোন গতি নাই! পাখি আপনি ততক্ষণ টেম করতে পারবেন না যতক্ষণ আপনি ওর বিশ্বাস অর্জন করতে না পারবেন। কথা হচ্ছে পাখির বিশ্বাস কিভাবে অর্জন করবেন? সহজ উত্তর কথা বলতে হবে। অনেক কথা বলতে হবে। পাখি টেম করার সহজ একটা পদ্ধতি আজ বলবো।
১. প্রথমে একজোড়া পাখি বাছাই করুন। কমবয়সী ছেলে পাখি হলে ভাল।
২. ওদের অন্য পাখিদের থেকে একটু আলাদা রাখুন।
৩. ৭ দিন ওদের নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে সময় দিন। এই সাতদিন শুধু খাবার আর পানি দেয়া ছাড়া অন্য সময় ওদের সামনে যাবেন না।
৪. এর পর ৭ দিন ওদের সাথে কথা বলুন। প্রতিদিন ১.৫ ঘণ্টা বা তার বেশী। উঁচু গলায় কথা বলবেন না। এই সময় ওদের ধরার বিন্দুমাত্র চেষ্টাও করবেন না।
৫. ৭ দিনে ওরা আপনার উপস্থিতি আর আপনার আওয়াজের সাথে অভ্যস্ত হয়ে যাবে। এবার খাঁচার ভিতর হাত দিন। খাঁচার মেঝে তে হাত দিয়ে কথা বলা চালিয়ে যান। ১.৫ ঘণ্টা বা তার বেশী।
৬. এভাবে ওদের ভয় অনেকটা কেটে যাবে। ওরা যদি আপনার হাতে বসে এবং কামড় দেয় তখন চিৎকার করবেন না বা হাত বের করবেন না।
৭. হাতে কিছু খাবার নিয়ে ৫ নাম্বার স্টেপ টা চালিয়ে যান।
৮. যখন দেখবেন পাখি আর ভয় পাচ্ছে না তখন পাখির বুকের সামনে আঙ্গুল নিবেন। বুকে হালকা চাপ দিবেন। পাখি আঙ্গুলে বসবে। এভাবে কিছুদিন ওদের আঙ্গুলে নিন এবং খাঁচার ভিতর হাত মুভ করান।
৯. ওদের খাঁচার বাইরে আনুন। দরজা, জানালা,ফ্যান বন্ধ রাখবেন। পাখি হাত থেকে উড়ে যাবে। এটা স্বাভাবিক। তখন ওদের ধরার জন্য তাড়াহুড়ো করবেন না। ধীরেসুস্থে ওদের সামনে হাত নিবেন। ওরা হাতে উঠে বসবে। ওদের হাতে নিয়ে হাটাচলা করবেন। উড়ে গেলে আবার হাতে নিবেন, হাটবেন, কথা বলবেন।
১০. ওদের নাম ধরে ডাকবেন। যখন অভ্যাস হয়ে যাবে, আপনার ডাকে বা ইশারায় ওরা আপনার কাছে উড়ে আসবে।কথা বলা ছাড়া উপায় নাই। বেশী করে কথা বলেন।


Follow Me On Social Media :
Facebook :   / marm250  

Instagram :   / m_a_r_mahin  

Twitter :   / m_a_r_mahin  

Pinterest :   / m_a_r_mahin  

Tumblr :   / m-a-r-mahin  

Askfm : https://ask.fm/arifbd5019?fbclid=IwAR...

Snapchat : https://www.snapchat.com/add/mar_mahi...

YouTube :    / @m_a_r_mahin  

Комментарии

Информация по комментариям в разработке