জামালপুরের শত বছরের ঐতিহ্যবাহী পাগলের মেলা || পাগলের মেলা || দুরমুঠ মেলা || Pagoler Mela in Jamalpur

Описание к видео জামালপুরের শত বছরের ঐতিহ্যবাহী পাগলের মেলা || পাগলের মেলা || দুরমুঠ মেলা || Pagoler Mela in Jamalpur

জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় দুরমুঠ ইউনিয়নে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী "পাগলের মেলা"। দুরমুঠে অবস্থিত হযরত শাহ কামাল (রহঃ) এর মাজার হতে ২০০ গজ দক্ষিণ পশ্চিমে জমে উঠেছে এই "পাগল মেলা"। দুরমুঠ মাজার সংলগ্ন এই পুকুর পাড় ঘেঁষে গড়ে উঠেছে পাগল আস্তানা। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি- অতি প্রাচীনকালে, সুদূর ইয়েমেন থেকে যে বারো জন আওলিয়া আমাদের এই বঙ্গদেশে ইসলাম প্রচারের জন্য এসে ছিলেন তাঁর মধ্য হযরত শাহ কামাল (রহঃ) অন্যতম। আর সেই হযরত শাহ কামাল (রহঃ) মাজার এই দুরমুঠেই অবস্থিত। মূলত এই মাজারকে ঘিরেই প্রতি বছর পহেলা বৈশাখ থেকে ৩০শে বৈশাখ পর্যন্ত দীর্ঘ এক মাস ব্যাপি এখানে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় ভাবে এই মেলাকে অনেকেই দুরমুঠ মেলাও বলে থাকেন। মজার বিষয় হলো- এই দুরমুঠ মেলা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান হতে হযরত শাহ কামাল (রহঃ) এর ভক্ত আশেকানরা এখানে একত্রিত হয়। পুরো বৈশাখ মাস জুড়ে এখানে দুর দুরান্ত থেকে আগত ভক্ত আশেকানদের পদ চারনায় মুখরিত থাকে এই মাজার প্রাঙ্গন। প্রতি বছর বৈশাখ মাস উপলক্ষে আগত হযরত শাহ কামাল (রহঃ) এর ভক্ত আশেকানদের এই মিলন মেলাকেই স্থানীয় ভাবে বলা হয় "পাগলের মেলা"। দূর দুরান্ত থেকে দর্শনার্থীরা এই পাগলের মেলা দেখতে আসেন এবং সঞ্চয় করেন বিচিত্র অভিজ্ঞতা। পাগলের আস্তানাগুলোতে বিনোদনের যেন কমতি নেই। গানে গানে মুখরিত থাকে আস্তানাগুলো। দুর দুরান্ত থেকে পাগলরা এসে এখানে পলিথিন কাগজ ও বাঁশ দিয়ে অস্থায়ী বসতি নির্মাণ করেন। তাদের নিজ হাতে বানানো এই ছোট ছোট ঘরগুলোতেই তারা পুরো বৈশাখ মাস জুড়ে অবস্থান করেন। দেখা যায়…… অনেক পাগল আবার তাদের পাগলীদেরও সাথে নিয়ে এসেছেন। তবে আগত বেশির ভাগ পাগলরাই সংসার ধর্ম ত্যাগী। ঐতিহ্যবাহী এই পাগল মেলার মূল আকর্ষণ নানা সাঁজে বসে থাকা এই ভবের পাগলরা। দেশের বিভিন্ন স্থান থেকে……তারা এসে জড়ো হন এই পাগল মেলায়। মেলায় আসা ভবের পাগলদের সাথে কথা বলে জানা যায়, কামাল বাবার আশেকে দেওয়ানা হয়ে তারা এখানে আসেন এবং এখানে আসলে তাদের তরিকার ভাইদের সাথেও সাক্ষাৎ হয়।

Комментарии

Информация по комментариям в разработке