রংপুরের ৯ টি সর্বাধিক দর্শনীয় স্থান | 09 Most Visited Places in Rangpur | Al Sakib Official | Vlog 1

Описание к видео রংপুরের ৯ টি সর্বাধিক দর্শনীয় স্থান | 09 Most Visited Places in Rangpur | Al Sakib Official | Vlog 1

রংপুরের ৯ টি সর্বাধিক দর্শনীয় স্থান ঘুরে আসুন মাত্র ৫০০/- টাকায়।

১. তাজহাট জমিদার বাড়ি

রংপুর শহরের পায়রা চত্বর থেকে স্টেশন রোড হয়ে তাজহাট মোর আসবেন, অটো ভাড়া ১৫/- টাকা। অটো থেকে নেমে সোজা (দক্ষিণে) পাঁচ মিনিট হাটলে জমিদার বাড়ি পেয়ে যাবেন। প্রবেশ মুল্য ২০ টাকা। যাতায়াত সহ মোট খরচ ৫০/- টাকা।

বিঃদ্রঃ রবিবার বন্ধ

২. ঘাগট সেনা প্রয়াস সহায়ক পার্ক

রংপুর শহরের পায়রা চত্বর থেকে চেকপোস্ট আসবেন ১০/- টাকা অটো ভাড়া, চেকপোস্ট এ নেমে রাস্তা সাবধানে পার হয়ে সেনাবাহিনীর অটো তে করে ক্যান্টনমেন্ট এর ভিতর দিয়ে ৩ং চেক পোস্ট গেট যাবেন, অটো ভাড়া ১০/- টাকা। সেখানে নেমে সচারচ অটো পাওয়া যায়না সেক্ষেত্রে রিক্সা করে ঘাগট পার্ক যাবেন ভাড়া ১০/- টাকা। প্রবেশ মুল্য ৩৫/- টাকা।

বিঃদ্রঃ প্রতিদিন খোলা থাকে, বন্ধ হয় মাগরিবের আজানের পূর্বে।

৩. ভিন্ন জগত

রংপুর শহরের পায়রা চত্বর থেকে মেডিকেল মোর আসবেন ১০/- টাকা, সেখানে নেমে রাস্তা সাবধানে পার হয়ে মেডিকেল এর গেটের অপজিটে (জেল খানার গেটের) সামনে দাড়াবেন। অটো পাবেন পাগলাপীর যাওয়ার ২৫/- টাকা ভাড়া। সেখানে নেমে হাতের ডান দিকে রাস্তা পার হয়ে একটা অটো চরে ভিন্ন জগতে যাবেন ভাড়া ৫/- টাকা। ভিন্ন জগতে প্রবেশ মূল্য ১০০/- টাকা।

বিঃদ্রঃ প্রতিদিন খোলা থাকে। যাতায়াত সহ মোট খরচ ১৮০/- টাকা।

৪. রংপুর চিড়িয়াখানা

রংপুর শহরের পায়রা চত্বর থেকে পুলিশ লাইন্স মোর যাবেন, অটো ভাড়া ৫ টাকা। (দুইজন হলে একটা রিক্সা নিয়ে যাবেন ১৫/- টাকায় চিড়িয়াখানার গেটে নামবেন)। অটো থেকে নেমে হাতের ডানে সাবধানে রাস্তা পার হয়ে তিন মিনিট হাটলেই চিড়িয়াখানা। প্রবেশ মূল্য ১০/- টাকা।

বিঃদ্রঃ প্রতিদিন খোলা থাকে, যাতায়াত সহ মোট খরচ ২০/- টাকা।

৫. তিস্তা ব্রিজ

রংপুর শহরের পায়রা চত্বর থেকে দুই মিনিট দক্ষিনে হেটে গিয়ে জাহাজ কোম্পানির মোড় যাবেন। সেখানে সাতমাথার অটো তে উঠবেন ভাড়া ১৫/- টাকা। সাতমাথা নেমে একটু হাটলেই তিস্তা/লালমনি/কাউনিয়া যাওয়ার বাস/সি এন জি পাবেন। সেখানে উঠবেন তিস্তা যাওয়ার ভাড়া নিব্র ৩০/- টাকা। অবশ্যই ব্রিজে নামবেন কারণ ব্রিজ পার হয়ে তিস্তা বাজার।

বিঃদ্রঃ বাইক নিয়ে গেলে সাবধানে চালাবেন, যাতায়াত সহ মোট খরচ ৯০/- টাকা।

৬. লেক সিটি পার্ক/চিকলী বিল

রংপুর শহরের পায়রা চত্বর থেকে বাংলাদেশ ব্যাংক মোড় আসবেন ভাড়া ৫/- টাকা। সাবধানে রাস্তা পার হয়ে একটা রিক্সা নিয়ে চিকলী পার্ক যাবেন ভাড়া ১৫/- টাকা। (হেটে যেতে প্রায় ১৫ মিনিট লাগবে, ভিতরে হওয়ায় অটো যায় না। প্রবেশ মূল্য ২০/- টাকা।

বিঃদ্রঃ প্রতিদিন খোলা থাকে, যাতায়াত সহ মোট খরচ ৫০/- টাকা।

৭. কালেক্টরেট সুরভি উদ্যান

রংপুর শহরের পায়রা চত্বর থেকে পুলিশ লাইন্স পার হলেই হাতের ডান দিকে দেখতে পারবেন, (গুগল ম্যাপ ব্যবহার করতে পারেন) অটো ভাড়া ৫/- টাকা। প্রবেশ মূল্য ফ্রি কারণ এটা জেলা প্রশাসক এর দায়িত্বে।

বিঃদ্রঃ পরিবেশ অনেক নিরিবিলি, আড্ডা বিশ্রাম অথবা জগিং এর জন্য উপযুক্ত, ভিতরে উন্নতমানের পাবলিক টয়লেট এবং গোসলের ব্যবস্থা আছে।

৮. টাউনহল রংপুর

রংপুর শহরের পায়রা চত্বর থেকে রংপুর সিটি বাজার পার হয়ে এর অবস্থান। যেকোনো মেডিকেল মোর যাওয়ার অটো তে উঠে বলবেন টাউন হল যাবেন, ভাড়া ৫/- টাকা। আপনি চাইলে হেটে যেতেও পারবেন।

বিঃদ্রঃ ভিতরে পাবলিক লাইব্রেরি রয়েছে, বিভিন্ন অনুষ্ঠান সেখানে হয় (স্বাধীনতা, বিজয় এবং মাতৃভাষা দিবস) এ নানা রকম অনুষ্ঠান দেখা যায়। বন্ধুরা মিলে সন্ধ্যায় গিটার বাজিয়ে আড্ডা দেয়ার জন্য উপযুক্ত।

৯. RAMC Shopping Complex

রংপুর শহরের পায়রা চত্বর থেকে চেকপোস্ট যাবেন ভাড়া ১০/- টাকা। (চেকপোস্ট যাওয়ার অটো না পেলে মেডিকেল মোর এর অটোতে চড়বেন তারপর ডিসি মোড় এ নামবেন ভাড়া ৫/- টাকা) চেকপোস্টে নেমে সাবধানে রাস্তা পার হয়ে হাতের ডান দিকে দুই মিনিট হাটলেই ৬ তলা ভবন।

বিঃদ্রঃ ৬ তলায় রয়েছে অসম্ভব সুন্দর পরিবেশ, বিভিন্ন উন্নত মানের খাবার রেস্টুরেন্টে। রংপুরের চার দিকে ঘুরে এসে এইখানে বন্ধুরা সহ বিশ্রাম ও আড্ডা দিতে পারবেন। নিচ তলায় ওয়াশরুম আছে। সোমবার বন্ধ, রাত ১০ঃ৩০ এর পর ভিতরে প্রবেশ নিষিদ্ধ। এক্সিট সময় তখন।

Follow & Like

  / alsakibofficial  
  / iabdullahsakib  
  / abdullahsakib75  
  / alsakibofficial  

যেকোনো প্রয়োজনে মেসেজ দিবেন আমার ফেসবুক পেজে।

Video Graphic, Editing
—Md Abdullah Al Sakib

#RangpurVisitedPlace #Subscriber #AlSakibOfficial

#Viral #MostView #Rangpur #Vagabond #Bangladesh #RangpurCity

© Al Sakib Official | @alsakibofficial

Комментарии

Информация по комментариям в разработке