নার্সিং নিয়ে যত কথা-ভবিষৎ কেমন/"The Future of Healthcare: Why Nurses Will Be the Heroes of Tomorrow"

Описание к видео নার্সিং নিয়ে যত কথা-ভবিষৎ কেমন/"The Future of Healthcare: Why Nurses Will Be the Heroes of Tomorrow"

বিদ্র: ভিডিওটি বাংলাদেশ নার্সিং কাউন্সিল এর সর্বশেষ আপডেট অনুযায়ী বানানো হয়ছে। ভিডিওটি আপলোড করার পর যদি কোনকিছু পরিবর্তন হয়ে থাকে, তাহলে কতৃপক্ষ দায়ী থাকবে না।

নার্সিং ভর্তির যাবতীয় তথ্য :

   • নার্সিং ভর্তি পরিক্ষা ২০২৪ এর যাবতীয় ...  

নার্সিং বিষয় যত কথা:

বিএসসি নার্সিং এর বেতন কত? বিএসসি নার্সিং এর কাজ কি? বিএসসি নার্সিং পড়ার খরচ কত? সরকারি নার্সদের বেতন কত? বেসরকারি নার্সদের বেতন কত? ইত্যাদি বিষয়ে আলোচনা করা এই পোস্টটির প্রধান আলোচ্য বিষয়।



যারা জনসেবার স্বপ্ন দেখেন। কিংবা নার্স হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তারা নার্সিং সম্পর্কে জানতে চান। নার্সিং এর বেতন কত এই সম্পর্কে জানতে চান। এছাড়া কিভাবে নার্সিং পড়ে? কীভাবে সরকারি নার্সিং এ চান্স পেতে হয়? সরকারি বা বেসরকারি ভাবে নার্সিং পড়ার জন্য কেমন খরচ হতে পারে ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে চান।



আপনার সিদ্ধান্ত নিতে যেন সুবিধা হয় এবং যাতে করে সঠিক তথ্যগুলো #nursing




বিএসসি নার্সিং এর বেতন কত?
সম্মানিত দর্শকfuture healthcarenurse educators, nursing, healthcareNursingz healthcare system,, সরকারি বেতন স্কেল ২০১৫ অনুযায়ী সম্ভাব্য বিএসসি নার্সিং এর মাসিক বেতন ৮,০০০ টাকা থেকে শুরু করে ১৬,৫৪০ টাকা পর্যন্ত হয়ে থাকে। অপরদিকে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সাধারণত ১৪,০০০ টাকা থেকে বেতন নার্সদের বেতন শুরু হয়। এখনো ২০১৫ বেতন স্কেল অনুযায়ী বেতন দেয়া হয়ে থাকে। পরবর্তীতে এটি পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো।



নার্সিং এ ৪ বছরের বিএসসি কোর্স সম্পন্ন করার পর ছয় মাসের ইন্টার্নশিপ করতে হয়। তারপর বাংলাদেশ নার্সিং কাউন্সিল আয়োজিত পরীক্ষায় অংশ নিতে হয়। এ পরীক্ষায় উত্তীর্ণ হলে একজন শিক্ষার্থী নার্সিং পেশা হিসেবে গ্রহণ করতে পারবেন।



একজন সিনিয়র স্টাফ নার্সের বেতন-
বিএসসি ইন নার্সিং কোর্স করার পর সিনিয়র স্টাফ নার্স পদে চাকরি করা যায়।



একজন সিনিয়র স্টাফ নার্স দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা। সরকারি বেতন স্কেলে সিনিয়র স্টাফ নার্স দশম গ্রেড ভুক্ত এবং তদানুযায়ী বেতন পেয়ে থাকে।



বর্তমানে সরকারি চাকরির দশম গ্রেডের বেতন স্কেল অনুযায়ী সিনিয়র স্টাফ নার্সের মূল বেতন ১৬,০০০ টাকা।

এই মূল বেতনের সাথে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, সন্তানদের শিক্ষাভাতা ও অন্যান্য ভাতা পেয়ে থাকেন। এছাড়াও প্রতি বছর ৫% হারে বেতন বৃদ্ধি পেয়ে মূল বেতন ৩৮,৬৪০ টাকা পর্যন্ত হয়ে থাকে।



নার্সিং করতে কত খরচ হয়–
সরকারি নার্সিং কলেজে পড়তে খরচ-

সরকারি নার্সিং কলেজগুলো থেকে বিএসসি ইন নার্সিং কোর্স করতে চাইলে খরচ পড়বে ১ লাখ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা। এটি চার বছরের আনুমানিক খরচ।



বেসরকারি নার্সিং কলেজের খরচ-
আর বেসরকারি কলেজগুলোতে খরচ হবে চার বছরে ২ থেকে ৩ লাখ টাকা। তবে বেসরকারি পর্যায়ের কলেজগুলোতে খরচ প্রতিষ্ঠানভেদে কমবেশি হয়ে থাকে।



ডিপ্লোমার ক্ষেত্রে সরকারি কলেজে বেতন ও সুবিধা-
আর সরকারি কলেজগুলোতে ডিপ্লোমা ইন নার্সিং করতে কোর্স ফি লাগে না। প্রতি মাসে তাঁরা কিছু টাকা ভাতা হিসেবে পেয়ে থাকেন।



ডিপ্লোমা ইন নার্সিং এবং বিএসসি কোর্স কত বছরের?
বর্তমানে ডিপ্লোমা ইন নার্সিং কোর্সগুলো তিন বছরের ও বিএসসি কোর্সটি চার বছরমেয়াদি হয়ে থাকে।

এসব কোর্স করানোর জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো বছরের বিভিন্ন সময়ে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ ছাড়া প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেও ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে থাকে।



অনেকে প্রশ্ন করেন , ডিপ্লোমা নার্সিং করে কি বিএসসি নার্সিং করা যায়?


সুপ্রিয় পাঠক, ভোকেশনাল শাখায় এসএসসি দিয়ে ডিপ্লোমা ইন নার্সিং করা যাবে। সেই ডিপ্লোমার শেষ করে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসসি ইন নার্সিং এবং মাস্টার ইন নার্সিং করা যাবে।

একবার নার্সিং করে অন্য বিষয়ে বিএসসি করা সম্ভব। কিন্তু এতে সমস্যা হতে পারে। কারণ নার্সিং এবং এ বিষয়ে বিএসসি না করা সংযোগবিহীন হতে পারে।




একজন নার্স কোথায় কাজ করেন?
একজন নার্সের কর্মক্ষেত্র নিম্নরূপ –

সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে
বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে
আইনশৃঙ্খলা ও সামরিক বাহিনীর চিকিৎসা বিভাগে
ব্যক্তিগত ক্লিনিকে
কাজের ক্ষেত্র ও অভিজ্ঞতা অনুযায়ী আপনি অ্যাসিস্ট্যান্ট নার্স, স্টাফ নার্স, ওটি সিস্টার বা নার্সিং সুপারভাইজার হিসেবে কাজ করার সুযোগ পাবেন।

পাশাপাশি নার্সিং কলেজে ইন্সট্রাক্টর বা ডেমোনস্ট্রেটর ইনচার্জ হিসেবেও অনেকে নিয়োগ পান। এছাড়া, নার্সিং অধিদপ্তরে প্রজেক্ট অফিসার, সহকারী পরিচালক পদেও কাজ করতে পারেন।



একজন নার্সের কাজ কী?
ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর স্বাস্থ্য পরীক্ষা (যেমনঃ রক্তচাপ মাপা) করা;
ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীকে সঠিকভাবে ঔষধ খাওয়ানো;
রোগীর স্বাস্থ্যের অগ্রগতি বা অবনতি সম্পর্কে ডাক্তারকে নিয়মিত জানানো;
অপারেশনের আগে প্রয়োজনীয় সরঞ্জামসহ ওটি (Operation Theater) প্রস্তুত করা;
রোগীকে অপারেশন টেবিলে নিয়ে যাওয়া;
অপারেশনের সময় চিকিৎসকে সহায়তা করা;
রোগীর সার্বিক পরিচর্যার দায়িত্ব নেয়া।
ইত্যাদি হলো একজন নার্সের প্রধান উল্লেখযোগ্য কাজ।


nursing responsibilities #nursingducation,
বিএসসি নার্সিং পড়ার যোগ্যতাঃ
বিএসসি নার্সিং পড়ার জন্য এসএসসি / সমমান, এইচএসসি/সমমান পরিক্ষায় বিজ্ঞান বিভাগ হতে প্রতি পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.৫০ এর বেশি এবং মোট জিপিএ ৭.০০ থাকতে হবে।

কোনো পরিক্ষায় যদি জীববিজ্ঞানে জিপিএ ৩.০০ এর নিচে থাকে তবে গ্রহন করা হবে না। নার্সিং এর ক্ষেত্রে এটি একটি ডিগ্রি কোর্স।


#nurse #viral #nursing #nursingstudent #nursingadmission2024
#nurselife #billibuzz #nursingblog

Комментарии

Информация по комментариям в разработке