শ্রীঅঙ্গন | আঙ্গিনা | ফরিদপুর | Sree Angon | Faridpur

Описание к видео শ্রীঅঙ্গন | আঙ্গিনা | ফরিদপুর | Sree Angon | Faridpur

শ্রীধাম শ্রীঅঙ্গন বা শ্রীঅঙ্গন বাংলাদেশের ফরিদপুর জেলায় অবস্থিত হিন্দু মহানাম সম্প্রদায়ের একটি আশ্রম, যা জগদ্বন্ধু সুন্দর ১৮৯৯ সালে প্রতিষ্ঠা করেন।এই আশ্রমটি বাংলাদেশের হিন্দু মহানাম সম্প্রদায়ের মূল কেন্দ্র হিসেবে পরিচিত। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি সেনাবাহিনী ৮ জন আশ্রমবাসীকে তাদের ধর্মীয় প্রার্থনা করার সময় হত্যা করে এবং আশ্রমটিতে ব্যাপক ধ্বংস লীলা চালায়।এই আশ্রমটিতে প্রতিবছর জন্মাষ্টমী খুব জাক-জমকের সাথে পালন করা হয়। এখানে একটি রথ যাত্রা উৎসবের আয়োজনও করা হয়।

জগদ্বন্ধু সুন্দর এর আশ্রমঃ  মহাবতার শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাব ২৮শে এপ্রিল ১৮৭১ বাংলা ১২৭৮ সনের ১৬ বৈশাখ রোজ শুক্রবার। মানবলীলা সংবরণ করেন ১৭ সেন্টেম্বর ১৯২১। পৈত্রিক নিবাস ফরিদপুর শহর সংলগ্ন গ্রাম গোবিন্দপুর। পিতা-শ্রী দীননাথ ন্যায়রত্ম, মাতা-শ্রীমতী বামাসুন্দরী দেবী। শ্রী শ্রী প্রভু সুন্দরের আবির্ভাব মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়ায়। কারণ ডাহাপাড়া পিতার কর্মস্থল ছিল। তিনি শ্রীধাম শ্রীঅঙ্গন প্রতিষ্ঠা করেন বাংলা আষাঢ় ১৩০৬  রথযাত্রা উৎসরে। শ্রীঅঙ্গনের এ জমি দান করেন ফরিদপুর গোয়ালচামটের শ্রীরামসুন্দর ও শ্রীরাম কুমারমুদি। শ্রীরাম শ্রীঅঙ্গন মহানাম প্রচারের কেন্দ্রে পরিনণত হয়। তাঁর দিব্যজীবন স্থায়িত্ব পঞ্চাশ বছর চার মাস বিশ দিন মাত্র। বিদ্যজীবনের প্রথম আঠারো বৎসর বিদ্যাভাব, দশ বৎসর কর্মজীবন, পরবর্তী ষোল বৎসর আট মাস গম্ভীরালীলা নিমগ্ন থাকেন। মানবলীলা সংবরণের পরবর্তী মাস বাংলা ১৩২৮ সনের ২ রা কার্তিক হতে শ্রীধাম অঙ্গনে দিবস-রজনী অখন্ড মহানাম কীর্তন অব্যাহত রয়েছে। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ -হরিকথা, চন্দ্রপাত,ত্রিকালইত্যাদি।
বর্তমানে বিদ্যমান সেবা সমূহ: আশ্রমে একটি বুকস্টল আছে, এখানে অনেক মুল্যবান ও দুষ্প্যাপ্য ধর্মীয় গ্রন্থ,গীতা, মহাভারত, রামায়ন, বেদ , আদি পঞ্জিকা, দেব-দেবতাদের ছবি, শোকেসে সাজিয়ে রাখার মত পুতুল মূর্তি, ঠাকুরের তৈরী আসন ইত্যাদি পাওয়া যায়, । এছাড়াও প্রভুর পাদপাদ্যে প্রতিদিন ভোগ-বিগ্রহ নিবেদন করা হয় এবং ভক্তদের জন্যও ভোগের ব্যবস্থা করা হয়, ভক্তরা নির্ধারিত ফি এর বিনিময়ে দুপুরে অন্ন গ্রহন করতে পারেন, মালসার অর্ডার করতে পারেন । পোলাউ এর চাল দিয়ে তৈরী ভোগ সত্যি অমৃতের মত।
শতশত ভক্ত প্রতিদিন জগদ্বন্ধু সুন্দর এর আশ্রম দর্শনে আসেন। হিন্দু ধর্মালম্বীদের মতে প্রভুর আশ্রমই ও লীলা ভূমি জাগ্রত এবং প্রভুর কৃপায় জীবের মুক্তির পথ মিলবে। প্রতি বছর প্রভুর জন্ম তিথীতে (১৬ বৈশাখ) আশ্রমে বিরাট অনুষ্ঠান ও মেলা বসে, উক্ত অনুষ্ঠানে ভারত,শ্রীলঙ্কা সহ দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত হতে ভক্তেরা দর্শন করতে আসেন প্রভুর পূন্যভূমি।

হিন্দু ধর্মালম্বীদের শাস্ত্রমতে দেহ-মনের পবিত্রতার জন্য শিক্ষামন্ত্র ও দীক্ষামন্ত্রে দীক্ষিত হতে হয়। মহানামব্রত সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রক্ষ্ণচারী শিক্ষামন্ত্র ও দীক্ষামন্ত্র প্রদান করেন এবং দেশ বিদেশে সমাজের বিভিন্ন শ্রেনিতে শ্রীমৎ কান্তিবন্ধু ব্রক্ষ্ণচারীর বহু ভক্ত রয়েছেন। ভক্তেরা “জয় জগদ্বন্ধু” বলে একে অন্যকে শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশ, ভারত, কানাডা, আমেরিকায় সহ পৃথিবীর বহু দেশে প্রভুর ভক্ত রয়েছেন।
দর্শনীয় স্থানের তত্ত্বাবধায়কের যোগাযোগের ঠিকানাঃ সভাপতি, শ্রী শ্রী প্রভু জগদ্বদ্ধু সুন্দর, গোয়ালচামট, ফরিদপুর। ফোন নং- ০৬৩১-৬৪৫৫২, মোবাইল নং-০১৭১৫-০১৫৮৪১।

যাবার উপায়ঃ ফরিদপুর নতুন বাসষ্ট্যান্ড থেকে উত্তর দিকে মহিম স্কুলের বিপরীত দিকে।

Follow us on social media👇🏻
🔰Facebook:   / soptok.org  
🔰Website: https://soptok.org/

#শ্রীঅঙ্গন_ধাম
#আঙ্গিনা
#মহানাম_সম্প্রদায়
#মহানাম
#জগদ্বন্ধু_সুন্দর
#প্রভু_জগদ্বন্ধু_সুন্দর
#ফরিদপুর

Комментарии

Информация по комментариям в разработке