তলোয়ার থেকে ঈমান পর্যন্ত | উমর রাঃ এর ইসলাম গ্রহণের বিস্ময়কর ঘটনা |হত্যা করার বদলে ইসলাম ধর্ম গ্রহণ
নবীজিকে শেষ করতে বের হয়ে নবীজির হাতেই নিজের জীবন সঁপে দিয়েছিলেন একজন, তার নাম উমর, ইসলামের দ্বিতীয় খলিফা উমর (রাঃ) এর ইসলাম গ্রহণের ঘটনা যে কোন নাটক সিনেমা বা গল্পের চেয়েও বেশি চমক জাগানিয়া।
নবীজিকে শেষ করতে বের হয়ে পথে কোন এক লোকের সাথে তাঁর দেখা হলো। সেই লোক তাঁর রুক্ষ চেহারা দেখে জিজ্ঞাসা করলেন, ওমর, কোথায় যাচ্ছো ? তিনি বললেন, মোহাম্মদকে শে*ষ করতে যাচ্ছি। (নাউজুবিল্লাহ)
সেই লোক বললেন- আগে নিজের ঘরের খবর নাও, তোমার ঘরেই তো মুসলমান! তোমার বোন ভগ্নীপতিই তো এখন মুসলিম!
তলোয়ার থেকে ঈমান পর্যন্ত | উমর রাঃ এর ইসলাম গ্রহণের বিস্ময়কর ঘটনা |হত্যা করার বদলে ইসলাম ধর্ম গ্রহণ
এ কথা শুনে হযরত ওর ক্রোধে দিশেহারা হয়ে সোজা ভগ্নীপতির বাড়ির দিকে রওয়ানা হলেন। সেখানে গিয়ে দেখলেন তারা হযরত খাব্বার ইবনে আরতে কাছে সূরা ত্বা-হা লিখা একটি সহিফা পাঠ করছেন।
কোরআন শিক্ষা দেয়ার জন্য হযরত খাব্বাব (রা) সেই বাড়িতে যেতেন। হযরত ওমরের পায়ের আওয়াজ শুনে সবাই নীরব হয়ে গেলেন। হযরত ওমরের বোন সূরা লিখা পাতাটি লুকিয়ে ফেললেন। কিন্ত ঘরের বাইরে থেকেই হযরত ওমর খাব্বাব (রা) এর কোরআন তেলওয়াতের আওয়াজ শুনছিলেন।
উমর গিয়েই ভগ্নিপতির উপর ঝাপিয়ে পরে, এবং তাকে মারাত্মক প্রহার করলেন। তার বোন ছুটে গিয়ে স্বামীকে ভাইয়ের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করলেন, এক সময় তাকে সরিয়ে দিলেন। হঠাত হযরত ওমর (রা) তাঁর বোনকে এতজোড়ে চড় দিলেন যে, তার চেহারা র*ক্তাক্ত হয়ে গেল।
তলোয়ার থেকে ঈমান পর্যন্ত | উমর রাঃ এর ইসলাম গ্রহণের বিস্ময়কর ঘটনা |হত্যা করার বদলে ইসলাম ধর্ম গ্রহণ
ইবনে ইসহাকের বর্ণনায় রয়েছে যে, তার মাথায় আ*ঘাত লেগেছিলো। তার বোন ক্রুদ্ধভাবে বললেন, ওমর, যদি তোমাদের ধর্ম ছাড়া অন্য ধর্মে সত্য থাকে তখন কি হবে ?
আমি স্বাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া অন্য কোন মা’বুদ নাই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রসুল । এ কথা শুনে হযরত ওমর হতাশ হয়ে পরলেন, বোনের চেহারায় র*ক্ত দেখে তার লজ্জা ও অনুশোচনা হলো।
তিনি বললেন, আচ্ছা, তোমরা যা পাঠ করছিলে আমাকে একটু পড়তে দাওতো। তাঁর বোন বললেন, তুমি নাপাক। এই কিতাব শুধু পাক পবিত্র লোকেই স্পর্শ করতে পারে। যাও গোসল করে এসো। হযরত ওমর গিয়ে গোসল করে এলেন। এরপর কেতাবের সেই অংশবিশেষ হাতে নিয়ে বসলেন, এবং পড়লেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর বললেন এতো দেখি বড়ই পবিত্র নাম।
হযরত খাব্বাব (রা) হযরত ওমর (রা) এর মুখে একথা শুনে ভেতর থেকে বাইরে এলেন এবং বললেন, ওমর খুশি হও, রসুলুল্লাহ (সা) বৃহস্পতিবার দিবাগত রাতে যে দোয়া করেছিলেন, আমার মনে এটা তারই ফল। এ সময় রসুলুল্লাহ (সা) সাফা পাহাড়ের নিকটবর্তী এক ঘরে অবস্থান করেছিলেন।
একথা শুনে হযরত ওমর (রা) তলোয়ার হাতে সেই ঘরের সামনে এসে দরোজায় করাঘাত করলেন। একজন সাহাবী দরজায় উঁকি দিয়ে দেখলেন যে, তলোয়ার হাতে ওমর। আশে-পাশেই সবাই একত্রিত হলেন।
হযরত হামযা (রা) জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? তাঁকে বলা হলো যে, ওমর এসেছেন। তিনি বললেন, ওমর এসেছে? দরজা খুলে দাও। যদি ভালোর জন্যে এসে থাকে, তবে ভলোই পাবে। আর যদি খারাপ উদ্দেশ্যে এসে থাকে, তবে তার তলোয়ার দিয়েই আমরা তাকে শেষ করে দেবো।
তলোয়ার থেকে ঈমান পর্যন্ত | উমর রাঃ এর ইসলাম গ্রহণের বিস্ময়কর ঘটনা |হত্যা করার বদলে ইসলাম ধর্ম গ্রহণ
এদিকে রসুলুল্লাহ (সা) ভেতরে ছিলেন, তাঁর ওপর ওহী নাযিল হচ্ছিলো। ওহী নাযিল হওয়ার পর তিনি এদিকের কামরায় হযরত ওমরের কাছে এলেন এবং তার পরিধানের পোশাক এবং তলোয়ারের একাংশ ধরে ঝাঁকুনি দিয়ে বললেন-
ওমর, তুমি কি ততোক্ষণ পর্যন্ত বিরত হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার ওপরও ওলীদ ইবনে মুগিরার মতো অবমাননাকর শাস্তি নাযিল না করবেন?
হে আল্লাহ, ওমর ইবেন খাত্তাবের দ্বারা দ্বীনের শক্তি ও সম্মান দান করো। একথা বলার সাথে সাথে হযরত ওমর রা: ইসলাম গ্রহণ করে নিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই আল্লাহ কোন মাবুদ নেই এবং আপনি আল্লাহর রাসূল।
উমর রাঃ ইসলাম গ্রহণ, ওমর রাঃ ইসলাম গ্রহণ, হযরত ওমর রাঃ এর কাহিনী, হযরত খাব্বাব এর ঘটনা, হযরত খাব্বাব রাঃ, নবীজির দোয়ায় ইসলাম গ্রহণ, নবীজির কাছে তাওবা, মক্কায় ইসলাম গ্রহণ কাহিনী, ওমরের রূপান্তর কাহিনী, ওমর ও খাব্বাব সম্পর্ক, ইসলাম গ্রহণের নাটকীয় ঘটনা, সাফা পাহাড় ও ওহী ঘটনা, উমর রাঃ এর ইসলাম গ্রহণের বিস্ময়কর ঘটনা, নবীজির দোয়ার অলৌকিক ফল, কোরআনের প্রভাবে পরিবর্তন, ইসলামিক অনুপ্রেরণামূলক গল্প, সাহাবীদের ত্যাগ ও ভালোবাসা, নবীজির জীবনের শিক্ষা, ইসলামী ইতিহাসের ঘটনা, ইসলাম গ্রহণের অনুপ্রেরণামূলক কাহিনী
Информация по комментариям в разработке