ড্রিমহলিডে পার্ক কবে বন্দ থাকে,কি কি রাইড আছে এক ভিডিওতে সব @travelwithmislam
#travelwithmislam #dreem #holiday #park
ড্রিম হলিডে পার্ক
বাংলাদেশ নরসিংদী জেলার পাঁচদোনার চৈতাবাতে ঢাকা-সিলেট মহাসড়কের
পাশে ড্রিম হলিডে পার্ক (Dream Holiday Park) অবস্থিত।
প্রায় ৬০ একর জমির ওপর নির্মিত পার্কটিতে বিভিন্ন ধরনের ওয়াটার
বাম্পার কার, রাইডার ট্রেন, বাইসাইকেল, রকিং বর্স, স্পিডবোট,
সোয়ানবোট, জেড ফাইটার, নাগেট ক্যাসেল, এয়ার বাইসাইকেল
রয়েছে।
এখানে অস্ট্রেলিয়ার বিখ্যাত ইমু পাখি, মায়াবি স্পট, কৃত্রিম
অভয়্যারণ্য, ডুপ্লেক্স কটেজ এবং কৃত্রিম পর্বত তৈরী করা হয়েছে।
এছাড়াও এই পার্কে ওয়াটার পুল স্থাপন করা হয়েছে, যেখানে কান
পেতে সমুদ্রের গর্জন শোনা যায়।
কীভাবে যাবেন
বাসে করে ড্রিম হলিডে পার্কঃ ঢাকার মহাখালী, সায়েদাবাদ,
কমলাপুর এবং গুলিস্তান থেকে বিভিন্ন বাস নরসিংদী যাওয়া
আসা করে। বনানি হতে পিপিএল সুপার এবং গুলিস্থান হতে মেঘালয়
লাক্সারি বাসে ড্রিম হলিডে পার্কের প্রধান ফটকের সামনে নামতে
১০০ থেকে ১২০ টাকা ভাড়া লাগে।
ট্রেনে যাবার উপায়ঃ কমলাপুর অথবা বিমান বন্দর রেলওয়ে স্টেশান
হতে আন্তঃনগর এগারসিন্দুর কিংবা মহানগর ট্রেনে করে নরসিংদী
যেতে পারবেন। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী যেকোনো
লোকাল ট্রেনে করেও নরসিংদী আসা যায়। নরসিংদী রেলস্টেশন
থেকে বাস কিংবা সিএনজিচালিত অটোরিকশায় চড়ে ড্রিম হলিডে
পার্কে যেতে হবে। আর লোকাল ট্রেনে ভ্রমণ করলে নরসিংদী স্টেশন
ছাড়াও ঘোড়াশাল স্টেশনে নেমে সেখান থেকে বাসে করে পার্কে চলে
যেতে পারেন।
এছাড়া ঢাকা টু সিলেট মহাসড়কে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া,
সিলেটের যেকোনো বাসে করে সরাসরি পার্কের সামনে নামতে
পারবেন। কাঁচপুর অথবা টঙ্গী থেকে কালীগঞ্জ, ঘোড়াশাল হয়ে
নরসিংদী যেতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে।
প্রবেশ টিকেটের মূল্য
প্রবেশ টিকেটের মূল্য প্রাপ্ত বয়স্কদের জনপ্রতি ৩৫০ টাকা ও শিশুদের
জন্যে ২৫০ টাকা, সাথে থাকবে সাফারি পার্ক এর প্রবেশ অধিকার।
ওয়াটার পার্কে প্রবেশ টিকেটের মূল্য ৩৫০ টাকা ও ওয়াটার পার্কের
লকার ফি ১০০ থেকে ৩০০ টাকা। ড্রিম হলিডে পার্কে সর্বমোট ৩০
টি রাইড রয়েছে, বিভিন্ন রাইড চড়তে জনপ্রতি ৭০ টাকা থেকে ১৩০
টাকা খরচ হবে। এছারা গাড়ি পার্কিং করতে চাইলে ৫০ থেকে ১০০
টাকা ফি দিতে হবে।
কোথায় খাবেন
ড্রিম হলিডে পার্কে বাইরে থেকে কোন প্রকার খাবার আনা যাবে না।
ড্রিম হলিডে পার্কেই রেস্টুরেন্ট রয়েছে। যেখানে চাইনিজ, বাংলা
খাবারসহ চটপটি, ফুচকা ও আইসক্রিম পাওয়া যায়। এছাড়াও ড্রিম
হলিডে পার্কে আছে নজরকারা জামদানির সংগ্রহ এবং বেড শিট, থ্রি
পিস ও অন্যান্য জিনিসপত্র।
কোথায় থাকবেন
ড্রিম হলিডেতে চারটি বিলাসবহুল কটেজ রয়েছে চাইলে সেগুলিতে
রাত কাটাতে পারেন। আপনার পরিবার নিয়ে দিবা রাত্রি নামের
ডুপ্লেক্স কটেজে থাকার জন্যে পুরো কটেজ ভাড়া ১০,০০০ টাকা,
প্রতি ইউনিট ভাড়া ৫০০০ টাকা। অথবা নরসিংদী শহরে বিভিন্ন মানের
হোটেল থেকে একটু যাচাই করে নিজের জন্য উপযোগী আবাসিক
হোটেল বেছে নিতে পারেন।
নরসিংদী জেলার দর্শনীয় স্থান
নরসিংদী (Narsingdi) জেলার আরও কিছু পর্যটন স্থান ও দর্শনীয়
জায়গা যেখানে ভ্রমণ করতে পারেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল,
উয়ারী বটেশ্বর, বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর, বালাপুর
জমিদার বাড়ি, আশ্রাবপুর মসজিদ, গিরিশ চন্দ্র সেনের ভিটা,
জমিদার লক্ষন সাহার বাড়ী, আশরিনগর মিনি পার্ক ইত্যাদি।
কাপল ও ফ্যামিলি প্যাকেজঃ এছাড়া বিশ রকমের রাইড নিয়ে
(ওয়াটার পার্ক ও সাফারি পার্ক সহ) আছে কাপল ও ফ্যামিলি
প্যাকেজ। ভ্যাট সহ কাপল প্যাকেজের মূল্য ২,৫০০ টাকা এবং ৪
জনের জন্যে ফ্যামিলি প্যাকেজ মূল্য ৪,৫০০ টাকা।
পিকনিক প্যাকেজঃ ড্রিম হলিডে পার্কে ৫০ থেকে ৫০০ জনের জন্য
পিকনিক স্পট ভাড়া নেওয়া যাবে। বিভিন্ন সুবিধা ও পিকনিক স্পট
এবং কতজন তার উপর নির্ভর করে পিকনিক স্পটের ভাড়া ৩৪,৫০০
টাকা থেকে শুরু করে ২,১৬,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। পিকনিক
স্পট ভাড়া করার জন্যে নিচের যোগাযোগ নাম্বারে কথা বলে আরও
বিস্তারিত জেনে নিন।
যোগাযোগ
চৈতাব, পাঁচদোনা, নরসিংদী
মোবাইলঃ 09613-825282, 01762-696302-07
ইমেইলঃ [email protected]
Website | Facebook Page
ANTI-PIRACY WARNING **
This content is Copyright to travel with m Islam.
Any
unauthorized reproduction, redistribution, or
re-upload is strictly prohibited of this material.
Legal action will be taken against those who
violate
the copyright of the following material
presented!
All rights reserved by travel with m Islam. This
Visual
and Audio Element is Copyrighted Content of
travel with m Islam. Any Unauthorized Publishing
is Strictly
Prohibited.
Note: If you wish to share this video, please
make
sure you embed the link and share the original
source. Please avoid other methods of copying
or duplicating the video, and help us support
anti-piracy measures in any way you can. Thank
you.. travel with m Islam 01818501092,01312501092
Информация по комментариям в разработке