‪@Mr_Didar‬

Описание к видео ‪@Mr_Didar‬

‪@Mr_Didar‬ #Cactusseed #Cactus #ক্যাকটাস #Cactusseeds


ক্যাকটাস বীজ থেকে চারা উৎপাদন পদ্ধতি

মাটিঃ
৬০ভাগ মোটা বালি বা সিলেটি বালি ভালো ভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। ৪০ ভাগ কোকোবিট ৬০ভাগ বালির সাথে মিশিয়ে নিতে হবে। এবং ০.২ ভাগ চিকন বালু রাখতে হবে যেটা বীজ বপনের পরে বীজের উপরে হালকা ভাবে ছিচিয়ে দেয়া যায়।

পট প্রস্তুতিঃ
ঢাকনা যুক্ত বাটি বীজ বপনে জন্য উত্তম,তবে ঢাকনা না থাকলে পলি বা এমন কিছু দিয়ে মুখ বন্ধ করা যায় তেমন পাত্র লাগবে, পাত্রের নিচে কয়েকটি ছিদ্র করে রাখতে হবে অতিরিক্ত পানি বর্জনের জন্য এবং বায়ু সঞ্চালন রক্ষার জন্য।

বীজ বপনঃ
বালি ও কোকোবিট মিশ্রনটি পাত্রের অর্ধভাগে দিতে হবে, এর পরে এটিকে চেপে চেপে সমান করে নিতে হবে যাবে বীজ দেয়ার পরে বীজ বালির নিচে না চলে যায়। এর পরে বীজগুলো পাত্রে সব জায়গায় ছিটিয়ে দিয়ে হালকা করে চেপে নিতে হবে এবং চিকন বালি দিয়ে উপরে একটা প্রলেপ দিতে হবে। বপনের পরে স্প্রে দিয়ে পানি ছিটিয়ে নিবো এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো এমন জায়গায় যেখানে সূর্যের আলো সরাসরি আসেনা তবে ৬/৭ ঘন্টা আলো বাসাতে পূর্ন থাকে এমন জায়গায়।

বপনের সময়ঃ
ক্যাকটাস এর চারা বা বীজ বপনের কোনো নির্দিষ্ট সময় নেই। তবে এপ্রিল-মে মাসে বীজ বপন করলে ভাল।

অঙ্কুরোদগমঃ
বপন করা বীজ এর অঙ্কুরোদগম নির্ভর করে ক্যাকটাসের প্রজাতির উপর। সাধারণত ১৭-২০ দিনের মধ্যে ক্যাকটাস বীজের অঙ্কুরোদগম সম্পন্ন হয়ে যায়। তবে কিছু কিছু জাতের বীজ ২-৩ মাস সময় নিতে পারে অঙ্কুরোদগম এর জন্য।

সারঃ
সার হচ্ছে কেমিক্যাল বা প্রাকৃতিক উপাদান যা মাটির সাথে মিশে মাটির উর্বরতা বৃদ্ধি করে। সার এর পুষ্টি উপাদান গাছ এর বৃদ্ধির জন্য সহায়ক। অন্যান্য গাছের মতো ক্যাকটাসেরও সার প্রয়োজন তবে তা অন্যান্য গাছের  মত করে দেওয়া যায় না। ক্যাকটাসে তরল সার দিতে হয়।তরল সার তৈরি করার জন্য ১/২ লিটার পানি তে ১/২ চা চামচ  এনপিকে সার (ইউরিয়া, টিএসপি ও পটাশ এর সমপরিমাণ মিশ্রণ) মিশাতে হবে। এই মিশ্রণটি স্প্রে করে সমগ্র গাছে ও মাটিতে ১৫ দিন পর পর দিতে হবে। এতে গাছ সতেজ থাকবে এবং বৃদ্ধি ভালো হবে।

আগাছা নিয়ন্ত্রণঃ
আগাছা প্রত্যেক গাছের জন্যই ক্ষতিকর। এটি মাটি থেকে পুষ্টি উপাদান গ্রহণ করতে থাকে ফলে চারা কম পুষ্টি পায়। এতে চারার বৃদ্ধি ব্যাহত হয় ও রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়। ক্যাকটাস চাষে আগাছা তেমন দেখা যায় না। যেহেতু ক্যাকটাসে পানি  সপ্তাহে ১ বার এর বেশি দেওয়ার প্রয়োজন হয় না তাই আগাছাও খুব কম জন্মায় বা জন্মায় না বললেও চলে। তবে আগাছা যদি হয়ে থাকে তবে তা হাত দিয়েই পরিষ্কার করা সহজ এবং উত্তম।

সেচঃ
ক্যাকটাস চাষের জন্য সঠিক পরিমাণ পানি সময় মত দেওয়া খুবই দরকারি। কম পানি দিলে ক্যাকটাস এর বৃদ্ধি ব্যাহত হতে পারে। আবার বেশি পানি দিলে মূল পচে গাছ মারা যেতে পারে।পানির পরিমাণ ও প্রয়োগ বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন হয়। তাছাড়া এটি ক্যাকটাস জাতের ওপরও নির্ভর করে। ক্যাকটাসে শীতকালে পানি দেওয়ার তেমন দরকার হয় না। তবে যদি মূল শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে মাসে ১-২ বার পানি দেওয়া যেতে পারে। বছরের অন্যান্য সময়ে সপ্তাহে ১ বার পানি দিতে হবে। পানির পরিমান :৩ ইঞ্চি সাইজের টবে ২০ মি.লি. পানি, ৫ ইঞ্চি সাইজের টবে ৪০ মি.লি. পানি। বৃষ্টির পানিতে ক্ষার থাকে না বলে এটি ট্যাপের পানির চেয়ে ভালো।সম্ভব হলে এটি সংরক্ষণ ব্যবহার করা যেতে পারে। তবে ক্যাকটাসকে সরাসরি বৃষ্টির পানিতে ভেজানো যাবে না। বৃষ্টি হলে ক্যাকটাসকে ঘরে নিয়ে আসতে হবে।

রোগঃ
ক্যাকটাস গাছের তেমন কোনো রোগ বালাই হয় না। তবে অতিরিক্ত পানি দিলে ছত্রাকের আক্রমণ হতে পারে। ফলে গাছটি পচে মারা যেতে পারে। এজন্য গাছে পরিমাণের বেশি পানি দেওয়া থেকে বিরত থাকতে হবে। ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পেতে সামান্য পরিমাণে ছত্রাকনাশক গুলে সমস্ত গাছে স্প্রে করা যেতে পারে। এম-৪৫ নামক ছত্রাকনাশকটি এক্ষেত্রে ভালো কাজ করবে।

ক্যাকটাস চাষ একটি শিশুর পরিচর্যার মত। তাই শখের ক্যাকটাস চাষে উদাসীন হলে চলবে না। গৃহমধ্যস্থ গাছের মধ্যে ক্যাকটাস জনপ্রিয়তার শীর্ষে। এটি আপনার বারান্দা বা জানালায় যোগ করবে আলাদা সৌন্দর্য। ক্যাকটাস চাষ যেমন শখ মিটায় তেমনি এর দ্বারা আয় ও করা যায়। তাই আসুন আমরা নিয়ম জেনে ক্যাকটাস চাষ করি।
নিজে চাষ করি এবং অন্যকে চাষ করতে সহযোগিতা করি।

Комментарии

Информация по комментариям в разработке