অবশেষে প্রবাসীরা কী পেনশন সুবিধা পেতে যাচ্ছেন,কতটা গুরুত্বপূর্ণ এক জন প্রবাসীর পেনশন!

Описание к видео অবশেষে প্রবাসীরা কী পেনশন সুবিধা পেতে যাচ্ছেন,কতটা গুরুত্বপূর্ণ এক জন প্রবাসীর পেনশন!

আজকের ভিডিও টা হলো সকল প্রবাসীদের পেনশন সুবিধা নিয়ে,গুরুত্বপূর্ণ কি আলোচনা সকল প্রবাসীদের পেনশন সুবিধা দিতে হবে এই পেনশন এক জন প্রবাসীর জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই আমাদের সকল প্রবাসীদের এই দাবি মানতে হবে!
সকল প্রবাসী ভাইদের এক হওয়ার আহ্বান 🙏

আজকের এই বিডিও টা, প্রবাসীদের পেনশন নিয়ে একজন প্রবাসীর জন্য পেনশন কত টা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে এই টা কখনো ভাষায় প্রকাশ করা যায় না,এই বিষয় নিয়ে নিয়ে আজকের এই ভিডিও টা!!

অবশেষে পূরণ হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের চাওয়া। সর্বজনীন পেনশন ব্যবস্থায় রেমিট্যান্স যোদ্ধাদের জন্য রয়েছে 'প্রবাস' স্কিম। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বলছেন, দেশের অর্থনীতি সচলে ভূমিকা রাখলেও এতোদিন নিজেদের শেষ জীবন নিয়ে অনিশ্চয়তায় ছিলেন প্রবাসীরা। এখন দূর হবে সে দুশ্চিন্তা।

বিদেশে অর্জিত অর্থ থেকে নিরাপদ সঞ্চয়ের লক্ষ্যে প্রবাস স্কিমে চাঁদা প্রদান করলে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে;
প্রবাস স্কিমে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রায় চাঁদা প্রদানে ২.৫ শতাংশ প্রণোদনা পাবেন। এ প্রণোদনার অর্থ তার চাঁদা হিসাবে জমা হবে;
প্রবাস স্কিমে অংশগ্রহণকারী প্রবাসী কর্মী ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজেই সোনালী ব্যাংকের নির্ধারিত এ্যাকাউন্টে চাঁদার অর্থ জমা দিতে পারবেন;
পেনশন প্রাপ্তির ক্ষেত্রে চাঁদাদাতাকে কোন অফিসে আবেদন করতে হবে না । নিরবচ্ছিন্ন ১০ বছর চাঁদা প্রদান করলে ৬০ বছর পূর্তিতে স্বয়ংক্রিয়ভাবে EFT (Electronic Fund Transfer) এর মাধ্যমে তার ব্যাংক একাউন্টে মাসিক পেনশনের টাকা জমা হবে;
প্রবাস স্কিমে অংশগ্রহণকারী প্রবাসী কর্মী দেশে ফেরত আসলে অন্য স্কিমে (প্রগতি, সুরক্ষা) চাঁদাদাতা হিসেবে অংশগ্রহণ করতে পারবেন;
প্রবাস স্কিমে অংশগ্রহণকারী চাঁদাদাতা ০৩ মাস, ০৯ মাস ও ১২ মাসের চাঁদা একসাথে জমা প্রদান করতে পারবেন;
প্রবাস আয় থেকে দেশে প্রেরিত অর্থের বৃহৎ অংশ সাংসারিক প্রয়োজনে ব্যয় হয়। প্রবাস পেনশন স্কিমে অংশগ্রহণ করলে প্রবাসী কর্মী একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করে ভবিষ্যতে যখন কর্মহীন হবে তখন এ অর্থ ব্যয় করতে পারবে;
প্রবাসী কর্মী নিজ নামে অনলাইনে রেজিষ্ট্রেশন করে এ স্কিমে অংশগ্রহণ করবে, তাই এ কার্যক্রমে ৩য় কোন ব্যক্তির হস্তক্ষেপ থাকবে না;
যেহেতু সর্বজনীন পেনশন স্কিমে নমিনী রাখার সুযোগ রয়েছে তাই কোন কারনে প্রবাসী চাঁদাদাতা মৃত্যুবরণ করলে জমাকৃত সকল অর্থ মুনাফাসহ নমিনীকে ফেরত প্রদান করা হবে।


#explorewithhasan #কাতার #দুবাই #সৌদি

#hasan প্রবাসীদের পেনশন আদায় করতেই হবে || Pension of expatriates || প্রবাসীদের ন্যায্য দাবি পেনশন #প্রবাসী

Комментарии

Информация по комментариям в разработке