৬০ হাজার মানুষের কর্মসংস্থানের লক্ষে মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলের বর্তমান কর্মকান্ড--

Описание к видео ৬০ হাজার মানুষের কর্মসংস্থানের লক্ষে মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলের বর্তমান কর্মকান্ড--

Thank's for Watching....
Subscribe link :    / @dmtvnews  

১৫ বছরের মধ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, এককোটি মানুষের কর্মসংস্থান, ২০২১ সালের মধ্যে ৪০ বিলিয়ন ডলার রপ্তানি আয় ও ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রত্যাশা নিয়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করে বেজা।
এরই ধারাবাহিকতায় মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের বৃহৎ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপকে পাঁচশ একর জমি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা।
ওই জমিতে ‘বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (বিআইইজেড)’ নামের একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় এককভাবে বিনিয়োগ করবে দেশের অন্যতম শীর্ষ এই শিল্পগ্রুপ।
বসুন্ধরা কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই অর্থনৈতিক অঞ্চলে প্রাথমিকভাবে ৪৮৮ মিলিয়ন ডলার বিনিয়োগ করে পাল্প ও বোর্ড মিল শিল্প গড়ে তোলা হবে। প্রস্তাবিত এই অর্থনৈতিক অঞ্চলে ১৫ হাজারের বেশি নারী-পুরুষের কর্মসংস্থান হবে বলে তাদের আশা।
এছাড়াও ‘বসুন্ধরা স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড’ ও ‘ইস্ট-ওয়েস্ট স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড’ নামে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) থেকে দু’টি স্পেশাল ইকোনমিক জোনের প্রাক-যোগ্যতা লাইসেন্স দেওয়া হয়েছে ২০১৬ সালে।
আর গত সপ্তাহে ঢাকার কেরানীগঞ্জে বেসরকারি খাতে দশম অর্থনৈতিক অঞ্চল হিসেবে চূড়ান্ত লাইসেন্স পেয়েছে দেশের শীর্ষ শিল্প উদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (ইডব্লিউএসইজেডএল)। এ লাইসেন্স গ্রহণকালে বেজাকে ধন্যবাদ জানিয়ে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও ইডব্লিউএসইজেডএলের ব্যবস্থাপনা পরিচালক সাফিয়াত সোবহান বলেন
অনুষ্ঠানে বেজার দেওয়া তথ্যমতে, কেরানীগঞ্জ উপজেলায় বুড়িগঙ্গা নদীর অদূরে ১০২ একর এলাকা জুড়ে ইস্ট ওয়েস্ট স্পেশাল ইকোনমিক জোনের অবস্থান। জোনটি হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ৩২ কিলোমিটার, ঢাকা মহানগরী থেকে মাত্র ৮ কিলোমিটার ও নারায়ণগঞ্জ জেলা থেকে ১০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এ জোনে ফুড প্রসেসিং, এলপিজি সিলিন্ডার, এডিবল অয়েল, বিটুমিন, প্যাকেজিংভিত্তিক শিল্প স্থাপনা গড়ে তোলা হবে।
এ জোনে বিনিয়োগের পরিমাণ হবে প্রায় ২৬০ মিলিয়ন মার্কিন ডলার। জোনটিতে প্রায় ১০ হাজার মানুষের সরাসরি এবং পরোক্ষভাবে প্রায় ৬০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।


DM Tv News হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় শ্রেনীর জনপ্রিয় ইউটিউব চ্যানেল. বর্তমানে আমরা ইউটিউব ফেসবুকসহ বিভিন্ন মাধ্যেমে জন্য সংবাদ, বিনোদন, রিভিউ, শিক্ষা বিষয়ক অনুষ্ঠান, ভ্রমন ইত্যাদি বিষয়ে ভিডিও তৈরি করে থাকি। ভবিষৎতে আমরা এই চ্যানেটিকে আইপি টিভিতে রুপান্তর করা জন্য চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। আমাদের এই চ্যানেলেন মাধ্যেমে দেশে এবং প্রবাসী জীবনের সুখ-দুঃখ, হাসিকান্না ও সাফল্যগাঁথার গল্প ও তথ্য চিত্র তুলে আনাই হবে মূল লক্ষ্য। এছাড়াও সম-সাময়িক যে কোন বিষয়কে আমরা অগ্রাধিকার ভিত্তিতে সম্প্রচার করে থাকব। এইজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।
আপনাদের আসে-পাশের যে কোন প্রকার সংবাদ বা প্রতিবেদন মোবাইলে ধারন করে আমাদের পাঠাতে পারেন। আপনার তথ্য সঠিক হলে আমার আপনাদের প্রতিবেদনটি সম্প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

Please Share This video :

Like our Facebook Page :   / dmtv-news-100565871661857  
Follow me on Twitter :   / dmtvnews1  

Warning:
This audio-visual element is copyrighted content of DM TV NEWS. Any unauthorized publishing is strongly prohibited.

Please Like | Comment | Share and Don't forget to SUBSCRIBE Me!
Thank You :)

Комментарии

Информация по комментариям в разработке