ইলিয়াস সাহেব রহ-এর জামানার মেহনতের সাথে মিল পাচ্ছি (HD VIDEO)
ইলিয়াস সাহেব রহ-এর জামানার মেহনতের সাথে মিল পাচ্ছি (HD VIDEO)
এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি কে এখনই সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ।
https://www.youtube.com/channel/UCk9e...
হযরত মাওলানা সাদ সাহেব (দাঃ বাঃ) এর জীবনী ০৩ (HD VIDEO)
• হযরত মাওলানা সাদ সাহেব (দাঃ বাঃ) এর জীবনী ...
হযরত মাওলানা সাদ সাহেব দা: বা: এর জীবনী ০১ (HD VIDEO)
https://www.youtube.com/watch?v=7FDsf...
হযরত মাওলানা সাদ সাহেব (দা বা) এর জীবনী ০২ (HD VIDEO)
https://www.youtube.com/watch?v=yjxP_...
Is Bangladesh on the path of Bokhara and Samarkhund?
https://www.youtube.com/watch?v=AtDdu...
এ জামানার মুজাদ্দিদ এসে গেছেন (HD VIDEO)
https://www.youtube.com/watch?v=nG1sv...
KEYWORDS
#bangle wali masjid nizamuddin
#etayate nijamuddin
#maulana saad emotional
#maulana saad kandhelvi
#daawat o tableeg
#hmaualana saad bayan
#بھوپال اجتماع
#maolana saad 2018 bayan in bangladesh
#bangladesh kakrail markaz
#মাওলানা সাদ কান্দলবী
#tablighi jamat and darul uloom deoband
কেন জানি সেই ৯৮ বছর আগের(ইলিয়াস সাব রহ: এর জামানার) মেহনতের অবস্থার ঘ্রান পাচ্ছি:
১. আলেম-আওয়াম আলাদা প্রজাতির মত! আলেমরাই তাবলীগ করবেন, আওয়ামদের তাবলীগ করার কথা শুনেই চমকে উঠতেন।
২. বছরের পর বছর মাদ্রসায় পড়াটা কি আল্লাহর রাস্তা নয়? আবার কেন তাবলীগে যেতে হবে? ওলামাদের জন্য সাল লাগানো কি জরুরী?
৩. ৬ নাম্বার আবার কি জিনিস? ইসলামের ভিত্তি তো ৫ টি! খানকার তাজকিয়া, মাদ্রাসার ইলমের বাইরে দ্বীনের মেহনতের নামে এ আবার কোন রাস্তা! এতসব নতুন নতুন কথা তো আগে শুনিনি! আকাবেরীন-বুজুর্গদের কারো মুখেই তো শুনলাম না! উনারা কি অলী-আওলিয়া, জামানার মুজাদ্দেদ নন? কই দেওবন্দীয়াতের কেউ তো এসব নতুন জিনিস নিয়ে কথা বলছে না! এ আবার কোন ফিতনার দরজা খুলা হচ্ছে!
৪. যে কেউ যেই সমস্যা নিয়েই আসতেছেন, সবাইকেই মৌলভী ইলিয়াস জামাতে পাঠিয়ে দিচ্ছেন! এটা কী এমন গুরুত্বপূর্ন জিনিস? দ্বীনের আর কি কোন শাখা নেই? কই উনি তো সেইগুলোর ব্যাপারে এত গুরুত্বের সাথে ফিকির করতেছেন না!
৫. মৌলভী ইউসুফ ইলমের লাইনে, কিতাবের লাইনে এত অগ্রসর থাকার পরেও উনাকে তাবলীগে বের করার জন্য মৌলভী ইলিয়াস কেন এত পেরেশান হয়ে যাচ্ছেন বুঝে আসছে না তো!
৬. মাওলানা মনজুর নোমানী ইসলামী রাজনীতির লাইনে বলিষ্ট কন্ঠ হওয়ার পরেও মৌলভী কেন তাকে নিজের সাথে জামাতে থাকতে বলতেছেন? ইসলামি রাজনীতি কি দ্বীনের কাজ নয়? আল্লাহর রাস্তা নয়?
৭. যেকোন দাওয়াত বা প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য মৌলভী শর্তই দিচ্ছেন যে- আমাকে কিছুক্ষন কথা বলতে দিতে হবে; আর কথার মধ্যে সেই একই কথা! আশ্চর্য! এটা উনি কী শুরু করলেন!
৮. ওফাতের সময় মৌলভী ইউসুফ-কে ডেকে জিজ্ঞাসা করতেছেন-
" কাজ কি আমার মানহাজে চালাবে, নাকি আল্লাহ, আল্লাহর রাসূলের তরীকায়?"
এ আবার কেমন কথা জিজ্ঞাসা? নিজের মানহাজের বাইরে গেলে এটা তো উনার তাবলীগ হবে না, নতুন ধারার জিনিস হবে; এটা উনি কী করে গেলেন!
আবার ছেলেও কেমন মানুষ! বলছে- "আপনার মানহাজ নয়, সুন্নত তরীকায় চলবে"; এটা শুনে মৌলভী আশ্বস্তও হয়ে গেলেন! কেমন বিপদজনক ঘটনা!!
---------
এ রকম হয়তো শত শত অবস্থা তুলে ধরা যাবে, যা কী-না বর্তমান হালতের সাথে পরিপূর্ন সাদৃশ্য রাখে।
আল্লাহ তায়ালা হযরতজ্বী (ইলিয়াস সাব রহ:) কে দিয়ে কাজ নিয়েছেন, এটা আর এখন পাগলেও বিতর্ক করে না, করার সাহসও করে না, স্পর্ধা দেখায় না!
১০০ বছর পরও সেই একই হালত! একই ধরনের পরিস্থিতি। আল্লাহর কী ফজল-করম, হযরতজ্বী যেমন ছিলেন কাজে বিশ্বাসী, বিতর্কে নয়, বাহাসে নয়, শেকায়েতে নয়;
ঠিক সেই আদলেই নিজের খান্দান থেকেই বাছাই করলেন আরেকজনকে! সেই অবিচল, নরমিয়াত, শেকায়েতবিহীন, বাহাসবিহীন, দ্বীনের ব্যাপারে চুল পরিমান না ছাড়ার মানসিকতা, সীরাতের ব্যাপারে অটল!
মহান আল্লাহর প্রতি সুধারনা-
আল্লাহ আবার কাজ নেবেন- অনেক বড় পরিসরে, সাহাবী ওয়ালা ঢং এ, আরব-আজমে, সিফাতি গুনাবলী কর্মী বানিয়ে, বিশ্ব পরিস্থিতির নতুন অবয়বে, ইমাম মাহদী(আ:) এর সুযোগ্য কর্মী তৈরীর লক্ষ্যে।
ফতুয়া যে হযরতগন দিচ্ছেন, উনাদের ব্যাপারে আগেই ভুল না বুঝি! তাবলীগের উসূল হিসেবে ভাল গুমান রেখেই ধারনা করি- উনারা দ্বীনের হেফাজতের জন্যই করছেন। বাকী, আল্লাহ তো সবার দিল এ সবকিছু ঢালেন না, আগেও ঢালেন নাই; সবাই পরিধি সম্পর্কে পরিপূর্ন ধারনা রাখেন না, মানবীয় গুনাবলী হিসেবে এটা অস্বাভাবিক কিছু নয়।
আজও দেওবন্দের ফতুয়া ঝুলছে- মাস্তুরাত জামাতের ব্যাপারে! অথচ কাম তো সেই ফতুয়াকে পাশে রেখেই স্বসম্মানে সামনে বেড়ে গেছে!
আগে বাড়ি ভাই। আমাদের খোশ নসীব- যারা সেই মেওয়াতী সময়ে জন্ম নেয়ার আশা পোষন করতাম, সেই ঝলক অনুভব করতে চাইতাম, কিছুটা সুযোগ চলে এসেছে, লুফে নেই; চুপ থাকি, আগে বাড়ি।
Информация по комментариям в разработке