#রমজান_মাসে_যে_আমল_গুলো_বেশি_করতে_হবে || কান্নার ওয়াজ ফিজুর রহমান সিদ্দীক Hafizur Rahman Siddiki Kuakata
আত্মশুদ্ধি ও সংযমের মাস
‘রোজা’ ফারসি শব্দ, যার আরবি প্রতিশব্দ ‘সওম’ বা ‘সিয়াম’। সওমের আভিধানিক অর্থ বিরত থাকা। শরিয়তের পরিভাষায়, ইবাদতের উদ্দেশ্যে সুবহে সাদেক বা সূর্যোদয়ের পূর্বাভাসের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, স্ত্রী সহবাস ও ইন্দ্রিয় তৃপ্তিকর কাজ থেকে বিরত থাকার নাম রোজা বা সওম। ইসলামের মূল পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা সবিশেষ উল্লেখযোগ্য।
রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে পরিচিত রমজানে মুসলমানদের মধ্যে মাসব্যাপী রোজা পালিত হয়। এ মাসে অপ্রাপ্ত বয়স্ক, রোগী, মুসাফির, পাগল, হায়েজ-নেফাস সম্পন্না মহিলা ও শরিয়তের পরিভাষায় অক্ষম ব্যতীত প্রত্যেক নর-নারীর জন্য রোজা পালন করা ফরজ। পবিত্র কোরআন শরিফের বাণী—‘হে ইমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর। নির্দিষ্ট কয়েক দিনের জন্য যেন তোমরা খোদাভীতি অর্জন করতে পার। অতঃপর তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে, তবে অন্য সময়ে এ সংখ্যা পূরণ করে নিবে। আর এটি যাদের জন্য অপারগ হয়, তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্যদান করবে। যে ব্যক্তি খুশির সঙ্গে সৎ কাজ করে, তা তার জন্য কল্যাণকর।
পবিত্র কোরআনে আরও এরশাদ করা হয়েছে.
‘যদি তোমরা তা বুঝতে পার, রমজান মাস হলো সেই মাস, যাতে অবতীর্ণ হয়েছে আল-কোরআন যা মানবজাতির জীবন বিধান এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ। আর হক ও বাতিলের মধ্যে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে কেউ এ মাসটি পাবে, সে যেন এ মাসে রোজা রাখে। আর যে ব্যক্তি অসুস্থ বা মুসাফির অবস্থায় থাকবে, সে যেন অন্য সময় এ সংখ্যা পূরণ করে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য কঠিন করতে চান না। যাতে তোমরা সংখ্যা পূরণ করতে পার...। (আল কোরআন, সুরা বাকারা, ১৮৩-১৮৫)
হজরত সালমান পারসি (রা.) বর্ণনা করেন, শাবান মাসের শেষদিনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিও সাল্লাম আমাদের উদ্দেশ্যে বলেন, হে মানবজাতি! একটি মহান ও মোবারক মাস তোমাদের কাছাকাছি। এ মাসে একটি রাত রয়েছে যা হাজার মাস অপেক্ষা উত্তম। আল্লাহ তোমাদের প্রতি এ মাসের রোজা ফরজ করেছেন, আর রাতে দাঁড়িয়ে নামাজ পড়াকে অতিরিক্ত ইবাদত বলে বর্ণনা করেছেন। এ মাসে যদি কেউ ভালো কাজ করে, তবে তা হবে অন্য মাসে ফরজ আদায়ের সমতুল্য। রমজান হচ্ছে ধৈর্যের মাস আর ধৈর্যের বিনিময় হচ্ছে জান্নাত। রমজান হচ্ছে সহানুভূতির মাস। যে মাসে মোমিনের রিজিক বর্ধিত করে দেওয়া হয়। যে ব্যক্তি এ মাসে রোজাদারকে ইফতার করাবে, তা তার জন্য গুনাহ এবং দোজখের আগুন থেকে উদ্ধারের মাধ্যম হবে। আর তাঁকে রোজাদারের সমান প্রতিদান দেওয়া হবে। এতে রোজাদারের সওয়াব হ্রাস পাবে না।
যে ব্যক্তি তাঁর হালাল উপার্জন দিয়ে কোন রোজাদারকে ইফতার করাবে.
তার জন্য ফেরেশতারা রোজার রাতসমূহে দোয়া করতে থাকবে আর শবে কদরে জিবরাইল (আ.) তার সঙ্গে মুসাফা করবেন। আর যার সঙ্গে মুসাফাহা করবেন তার আত্মা বিগলিত হয়ে যাবে, তার চোখে পানি আসবে। হজরত সালমান ফারসি বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসুলুল্লাহ! যার এমন সম্বল নেই, তার সম্বন্ধে আপনার মতামত কি? রাসুল (সা.) বললেন, আল্লাহ তাকে এ সওয়াব দান করবেন, যে ব্যক্তি কোন রোজাদারকে একটি খেজুর অথবা পানীয় দ্বারা অথবা এক কাপ দুধ দ্বারা ইফতার করাবে। আর তা এমন মাস যার প্রথমে রহমত, মধ্যভাগে মাগফিরাত ও শেষে দোজখ থেকে জান্নাত রয়েছে। যে কেউ এ মাসে তার অধীনস্থদের কাজকর্ম লঘু করবে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। আর তাকে দোজখের আগুন থেকে মুক্ত করবেন।
আলোচক...
খতীবুল উম্মাহ...
মাওলানা হাফীজুর রহমান ছিদ্দীক কুয়াকাটা
প্রিন্সিপাল...
জামিয়া তা’লীমিয়া মাদ্রাসা, ঢাকা।
খতীব...
বায়তুল মামুর জামে মসজিদ, গুলশান ২, ঢাকা।
নতুন ও সত্য ভিডিও পেতে আমাদের চ্যানেল কে সাবস্ক্রাইব করে রেল বাটন ক্লিক করে সাথেই থাকুন...
................. বয়ানটি রেকর্ড করেন.................
Islamic TV
দুনিয়ার জীবনকে আখিরাতের জন্য বিক্রি করলে আপনি দুই জীবনেই জয়ী হবেন।আখিরাতের জীবনকে দুনিয়ার জন্য বিক্রি করলে আপনি দুই জীবনেই পরাজিত হবেন।
...হাসান আল-বাসরি।
অবশেষে বিনীত আরজ,
আমাদের ক্ষুদ্র দ্বীনি প্রচেষ্টায় Islamic tv সঙ্গেই থাকুন।
#banglawaz
#bangla_waz_2020
#Hafizur_Rahman_Siddik_Kuakata
#Tag
বেশি করতে হবে,হাফিজুর রহমান সিদ্দীক কুয়াকাটা hafizur rahman siddiki kuakata,রমজানের ওয়াজ ২০২০,মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত,রমজানের ওয়াজ,hafizur rahman siddiki kuakata,hafizur rahman siddiki,মাহে রমজানের ওয়াজ ২০২০,মাহে রমজান,রমজান,তোহফায়ে রমজানুল মোবারক,ramadan mubarak in the gift,রমজানুল মোবারক,ramadan,bangla waz 2020,হাফিজুর রহমান সিদ্দিকী ওয়াজ,bangla waz,bangla waz 2020 hafizur rahman siddiki,রমজানের ওয়াজ হাফিজুর রহমান সিদ্দীক,waz
Информация по комментариям в разработке